আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
সংকটে যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কা
দক্ষিণ এশিয়ার দ্বীপদেশ শ্রীলঙ্কার অর্থনীতি সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। দেশটির বিদেশি মুদ্রা আয়ের মূল খাত পর্যটন প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। সেই সঙ্গে দেশটির সরকার ব্যয় কমিয়ে রাজস্ব আয় বাড়ানো ও সংস্কার কার্যক্রম জোরদার করাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সব মিলিয়ে ২০২২ সালের এই সময়ে দেশটির যে অবস্থা ছিল, পরিস্থিতি এখন তার চেয়ে অনেক ভালো বলেই মনে করছেন বিশ্লেষকেরা। গত বছর চরম বিপর্যয়ের মুখে শ্রীলঙ্কার অর্থনীতি ৭ দশমিক ৮ শতাংশ সংকুচিত হয়। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকসহ আন্তর্জাতিক সংস্থাগুলো অবশ্য বলছে, এ বছরও দেশটির জিডিপি সংকুচিত হবে, তবে সংকোচনের হার কমে আসবে। আর আগামী বছর প্রবৃদ্ধি হবে। বৈদেশিক মুদ্রাসংকটের কারণে শ্রীলঙ্কায় নিত্যপণ্যের ভয়াবহ সংকট দেখা দেয় বিশ্লেষকেরা মনে করছেন, শ্রীলঙ্কার অর্থনীতি ঠিক পথেই আছে, প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করছে। এ ছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের যেসব শর্ত পরিপালনের কথা বলে তারা অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য আর্থিক সহায়তা প্যাকেজ পেয়েছে, সেসব শর্তও তারা অন্যান্য সমগোত্রীয় দেশের তুলনায় ভালোভাবে পরিপালন করতে পারছে। সূত্র: প্রথম আলো


জাকার্তায় চীনা প্রধানমন্ত্রীর সতর্কতা
নতুন শীতল যুদ্ধ এড়াতে হবে
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং গতকাল বুধবার বলেছেন, বিশ্বের প্রধান শক্তিগুলোকে অবশ্যই তাদের মতভেদ নিয়ন্ত্রণে রেখে নতুন শীতল যুদ্ধ এড়াতে হবে। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের ২০তম শীর্ষ সম্মেলন এবং ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের (ইএএস) প্রেক্ষাপটে তিনি এ আহবান জানালেন। চীনের নতুন মানচিত্র প্রকাশ করা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে গতকাল জাকার্তায় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর নেতাদের সঙ্গে লি কিয়াংয়ের সাক্ষাৎ হয়। দক্ষিণ চীন সাগর ও অন্যান্য ইস্যুতে দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্কের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন লি কিয়াং।জাকার্তায় জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আসিয়ান-প্লাস-থ্রি বৈঠকের শুরুতে তিনি বলেন, ভুল ধারণা, স্বার্থের অমিল বা বাইরের হস্তক্ষেপের কারণে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে মতপার্থক্য ও বিরোধ দেখা দিতে পারে। ভিন্নতা নিয়ন্ত্রণে রেখে এখন অপরিহার্য হলো পক্ষ না নেওয়া এবং নতুন শীতল যুদ্ধের বিরোধিতা করা। সুত্র: কালের কণ্ঠ
নয়াদিল্লি এখন মোগল আমলের লালকেল্লা
৩০ মুখে ও ৪০০ মোড়ে হাজার হাজার পুলিশ
সম্রাট শাহজাহানের শাসনামলে মোগল শৈলীতে নির্মিত ভারতের অসংখ্য ইতিহাসের সাক্ষী ‘লালকেল্লা’। পুরো দুর্গকে পাহারা দিয়েছে ৭৫ ফুটের উঁচু দেওয়াল। সেই সঙ্গে হাজার হাজার সৈন্য। জি-২০ সম্মেলন ঘিরে পুরান দিল্লির সেই লালকেল্লার চেহারায় এখন ফিরে এসেছে নয়াদিল্লিতে। হাজার হাজার পুলিশ ঘিরে ফেলেছে নয়াদিল্লির ৪২.৭ বর্গকিলোমিটার সীমানা। নিরাপত্তা টহল আর জমকালো আয়োজনে পুরো শহর তটস্থ। জি-২০ সম্মেলন উপলক্ষ্যে সম্মেলনকে চূড়ান্ত রূপ দিতে ব্যস্ত দিল্লির ট্রাফিক পুলিশ। নয়াদিল্লির সব গোলচত্বর, চৌরাস্তা ও সীমান্তবর্তী এলাকায় মোতায়েন করা হবে ১০ হাজার পুলিশ। তাদের মধ্যে ৬০০ জন নারীও থাকবেন। ৩০টি এলাকার মুখ ও ৪০০টি মোড় চিহ্নিত করা হয়েছে যেখানে সহজে যান চলাচলের জন্য কর্মী মোতায়েন করা হবে। নিরাপত্তার জন্য আনাচে-কানাচে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। সেই সঙ্গে নিরাপত্তাকর্মীদের নিয়ন্ত্রণে থাকবে উন্নত প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যন্ত্র। সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন নারী কর্মীরাও। তাদের মূল রুট ও পর্যটন স্থানে মোতায়েন করা হয়েছে। ইংরেজি ভাষা শেখানো হয়েছে। এমনকি সুন্দরভাবে কথা বলার ধরনও শেখানো হয়েছে। যেসব এলাকায় মোতায়েন করা হবে তার ল্যান্ডমার্ক সম্পর্কে বুঝিয়ে দেওয়া হয়েছে, যাতে খুব সহজেই দিকনির্দেশনা দিতে পারে। ট্রাফিক পুলিশ রাস্তা, ভেন্যু ও হোটেলগুলোকে সুরক্ষিত করতে কমপক্ষে ১৮০টি চার চাকার গাড়ি ও ৯৫০টি দুই চাকার গাড়ি মোতায়েন করতে পারে। সূত্র: যুগান্তর
বিশ্ব নেতাদের স্বাগত জানাতে প্রস্তুত দিল্লি
ভারতের রাজধানী নয়াদিল্লিতে শনিবার গ্রুপ অব ২০ (জি২০) শীর্ষ সম্মেলন শুরু হবে। ইউক্রেনে যুদ্ধের কারণে ভূ-রাজনীতির বিভিন্ন সংকট সমাধানের চেষ্টা করবেন এই জোটের নেতারা। বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিধর দেশের নেতারা অংশ নেবেন এ সম্মেলনে। ভারতে প্রথমবারের মতো জি২০ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সম্মেলন উপলক্ষে নতুন রূপে সাজানো হয়েছে নয়াদিল্লিকে। নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এ সম্মেলন উপলক্ষে দুুই দিন দিল্লিকে মূলত অবরুদ্ধ করে রাখা হয়েছে। জনসাধরণের চলাফেরা অনেকটা নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবারই সম্মেলনে অংশ নিতে ভারতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেন। তবে ইতোমধ্যে চীন ও রাশিয়া জানিয়েছে তাদের প্রেসিডেন্ট যথাক্রমে শি জিন পিং ও ভøাদিমির পুতিন সম্মেলনে অংশগ্রহণ করবেন না। তবে তাদের প্রতিনিধিত্ব থাকবে। তিন দিন ভারত ভরে উঠবে বিশ্ব নেতাদের পদভারে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে শীর্ষ সম্মেলনে কোন কোন নেতা উপস্থিত থাকবেন তা তুলে ধরেছে। প্রতিবেদনে কোন কোন বিষয়ে আলোচনা হবে তা-ও জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্মেলনে ইউক্রেনের যুদ্ধের প্রভাব, জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য বিমোচনে উন্নয়ন ব্যাংকের ভূমিকা নিয়ে তিনি আলোচনা করতে পারেন। সূত্র: বিডি প্রতিদিন ।
সাইক্লোনের খবর করে ২০ বছরের জেল সাংবাদিকের
সাইক্লোন মোকা নিয়ে খবর করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন স্বাধীন চিত্রসাংবাদিক সাই জো থাইকে। এবার বুধবার মিয়ানমারের আদালত তাকে ২০ বছরের সাজা শুনিয়েছে। খবর ডয়েচে ভেলের-গত মে মাসে উপকূল অঞ্চলে সাইক্লোন মোকা নিয়ে খবর করতে গেছিলেন তিনি। যে ঝড়ের দাপটে অন্তত ১৪০ জনের মৃত্যু হয়েছিল। যাদের মৃত্যু হয়েছিল তাদের অনেকেই রোহিঙ্গা এবং একাধিক ক্যাম্পে তারা বসবাস করছিলেন। ওই রোহিঙ্গাক্যাম্পগুলিতে গিয়েই সংবাদ সংগ্রহ করছিলেন থাইকে। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। মোট চারটি ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তার মধ্যে বিপর্যয় সংক্রান্ত আইন এবং টেলিকমিউনিকেশন আইন ছিল। এরই জেরে বুধবার ওই সাংবাদিককে ২০ বছরের সাজা শুনিয়েছে আদালত। এই রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে মিয়ানমারে। যে সংবাদপত্রে নিয়মিত কাজ দিতেন থাইকে, তারা জানিয়েছে, সংবাদপত্রের উপর চাপ তৈরি করতেই এভাবে শাস্তি দেওয়া হলো থাইকেকে। বস্তুত, এর আগেও একাধিক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। বহু সাংবাদিকের বিরুদ্ধে এভাবেই শাস্তি ঘোষণা করা হয়েছে। সূত্র: সমকাল
দ্য হিন্দুর নিবন্ধ: এশিয়া-প্রশান্ত মহাসাগরে প্রভাব বাড়াতে চায় ফ্রান্স
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারত সফর করবেন আগামী ৯-১০ ডিসেম্বর। সেখানে তিনি ‘বিশ্বে বিভাজনের’ নেতিবাচক প্রভাব নিয়ে কথা বলবেন। এরপর সেখান থেকে ১০ সেপ্টেম্বর তিনি ঢাকায় আসবেন। গত ৪ সেপ্টেম্বর ঢাকার ফরাসি দূতাবাস জানিয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসহাগরীয় অঞ্চলে ফ্রান্সের অংশগ্রহণ তথা প্রভাব বাড়াতেই মাখোঁর এই সফর।সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ায় মাখোঁর প্রথম সফর ছিল শ্রীলঙ্কায়। সেই সফরের মাস দুয়েকের মাথায় তিনি ভারত ও বাংলাদেশ সফরে আসছেন। এ থেকে ইঙ্গিত স্পষ্ট যে, তিনি দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসহাগরীয় অঞ্চলে ফ্রান্সের উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছেন। এই অঞ্চলে ফ্রান্স ঔপনিবেশিক আমলে নিজ উপনিবেশ গড়ার চেষ্টায় ব্যর্থ হলেও এবার এই অঞ্চলে প্রভাব বিস্তারে দৃঢ়প্রতিজ্ঞ।ঢাকার ফরাসি দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ‘ফরাসি প্রেসিডেন্ট ৯-১০ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি যাবেন। এরপর তিনি দ্বিপক্ষীয় সফরে ১০ সেপ্টেম্বর ঢাকায় আসবেন। জি-২০ শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট বিশ্বে বিভাজনের ঝুঁকির বিরুদ্ধে এবং দেশগুলোর বিচ্ছিন্ন হয়ে থাকার নেতিবাচক প্রভাব নিয়ে কথা বলবেন।’ বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সের এশিয়া-প্রশান্ত মহাসহাগরীয় অঞ্চলের কৌশল নিয়ে আলোচনা করবেন। এর আগে ফরাসি প্রেসিডেন্ট যখন প্যারিসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানান এবং পাপুয়া নিউ গিনি, ভানুয়াতু ও শ্রীলঙ্কা সফর করেন তখনো এই বিষয়ে আলোচনা হয়েছে। সূত্র; আজকের পত্রিকা।
সুদানে সেনাবাহিনীর হামলায় নিহত ৩২ বেসামরিক নাগরিক
চলতি বছরের এপ্রিলে উত্তর আফ্রিকার দেশ সুদানে যুদ্ধ শুরুর পর থেকেই সহিংসতা যেন নিত্যদিনের কর্মকাণ্ড হয়ে দাঁড়িয়েছে। সবশেষ সুদানী সেনাবাহিনীর গোলাবর্ষনে কমপক্ষে ৩২ জন বেসামরিক লোক নিহতের ঘটনা ঘটেছে। এ ছাড়া এ হামলায় আহত হয়েছে কয়েক ডজন বেসামরিক নাগরিক। দেশটিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কোনও হামলায় একদিনে এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা আল জাজিরা।অ্যাক্টিভিস্ট গ্রুপ ইমার্জেন্সি লইয়ার্স এ হামলা এবং হতাহতের কথা জানায়। বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, পশ্চিম ওমদুরমানের ওম্বাদা পাড়ায় স্থানীয় সময় মঙ্গলবার এ গোলাগুলি ও প্রাণহানির ঘটনা ঘটে।
অধিকারকর্মী এবং বাসিন্দারা বলেন, দেশের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য লড়াই চালিয়ে যাওয়া সুদানি সেনাবাহিনী এবং আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) প্রায়শই জনবহুল এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে থাকে। আর এই ধরনের হামলায় রাজধানী খার্তুমসহ অন্যান্য শহরে শত শত বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। সূত্র: দেশ রুপান্তর
সবচেয়ে দামি তরমুজ
জাপানে চাষ হয় ডেনসুকে তরমুজ বা ব্ল্যাক ওয়াটারমেলন। এ পর্যন্ত এটিই পৃথিবীর সবচেয়ে দামি তরমুজ। জাপানের হোক্কাইডো দ্বীপের উত্তরাঞ্চলে একচেটিয়াভাবে ডেনসুকে তরমুজের চাষ হয়। এগুলো এতই বিরল যে বছরে মাত্র ১০০টি জন্মায়, ফলে জোগানও কম বাজারে। এই তরমুজের বাইরের খোসার রং সবুজ নয়, কালো হয়। এতে বীজও কম থাকে। যারা এই তরমুজের স্বাদ পেয়েছেন তারা জানিয়েছেন, স্বাদ সাধারণ তরমুজের মতোই কিন্তু ঢের বেশি সুস্বাদু ও মিষ্টি।এই তরমুজগুলো চাষের পদ্ধতিও অন্য রকম। আর সাধারণ বাজারে এগুলো বিক্রি হয় না। রীতিমতো নিলামে তোলা হয় এই তরমুজ। নিলামে যিনি সবচেয়ে বেশি দর করবেন, তিনিই কিনে নেবেন এই মূল্যবান তরমুজ। কোভিড পর্যায়ের আগে এই তরমুজ একেকটি প্রায় সাড়ে ৪ লাখ টাকায় বিক্রি হতো। তবে কোভিডের পরে এই ফলের দাম পড়েছে। এখনো এই প্রজাতির তরমুজ ১ লাখ টাকার উপরে বিক্রি হয়। জাপানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এই তরমুজের চাহিদা রয়েছে। সূত্র: দৈনিক বাংলা।
ইন্ডিয়ার বদলে ভারত – উৎস কী ভারত নামটির?
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র পাঠানো একটি নৈশভোজের আমন্ত্রণ পত্র এবং প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফরের বিস্তারিত তথ্য সম্বলিত এক সরকারি নথিতে ইংরেজিতে ‘ভারত’ নামটি ব্যবহার করায় শুরু হয়েছে বিতর্ক।সামাজিক মাধ্যমে এ নিয়ে চলছে তুমুল আলোচনা। আলোচনার শুরু জি-২০ সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত একটি নৈশভোজের আমন্ত্রণ পত্র নিয়ে। সেখানে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। এই আমন্ত্রণ-পত্রটি দুই কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও গিরিরাজ কিশোর সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। আবার বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র নরেন্দ্র মোদীর আসন্ন ইন্দোনেশিয়া সফরের একটি সরকারি নথি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন মঙ্গলবার রাতে, সেখানেও মি. মোদীর পরিচয় লেখা হয়েছে ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’।ইংরেজিতে ‘ইন্ডিয়া’ শব্দটি ব্যবহার না করে কেন ‘ভারত’ ব্যবহার করা হল, তা নিয়ে কোনও ব্যাখ্যা রাষ্ট্রপতি ভবন বা কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া হয় নি। সূত্র: বিবিসি বাংলা।
ইউক্রেনকে ডিপ্লেটেড ইউরেনিয়াম গোলা দেবে যুক্তরাষ্ট্র
দুই দিনের সফরে ইউক্রেন গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এ সফরে ব্লিঙ্কেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনের জন্য আরও ১০০ কোটি ডলার সহায়তা ঘোষণা করেছেন। এই সময় তিনি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর পাল্টা আক্রমণের প্রশংসা করেছেন। খবর আল-জাজিরা।ইউক্রেনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার সঙ্গে বৈঠক করেন ব্লিঙ্কেন। এ সময় ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেন, গত কয়েক সপ্তাহে চলমান পাল্টা আক্রমণে গতি ত্বরান্বিত হয়েছে। এই নতুন সহায়তা আক্রমণে গতি ধরে রেখে এবং আরও গতিবেগ তৈরি করতে সহায়তা করবে। তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই ইউক্রেনের যা প্রয়োজন সেটা তাদের কাছে আছে। এটা শুধু পাল্টা আক্রমণে সফল হওয়ার জন্য নয় বরং দীর্ঘ মেয়াদে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি ।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা আমাদের মিত্রদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। শক্তিশালী অর্থনীতি ও শক্তিশালী গণতন্ত্র গড়ার পথে এগিয়ে যেতে আমরা সব সময় তাদের পাশে রয়েছি।হোয়াইট হাউস জানিয়েছে, নতুন মার্কিন সহায়তার মধ্যে হিমার্স ক্ষেপণাস্ত্রব্যবস্থা, জ্যাভলিন অ্যান্টি ট্যাংক ক্ষেপণাস্ত্র, আব্রামস ট্যাংক এবং অন্যান্য অস্ত্রব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে। এর আগে, মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন বলেছিল যে, তারা ইউক্রেনে ডিপ্লেটেড ইউরেনিয়াম গোলাবারুদ পাঠাবে যা পুরু আর্মার প্লেট ছিদ্র করার জন্য অত্যন্ত কার্যকর। সূত্র: বাংলানিউজ
সারাদিন. ৭ সেপ্টেম্বর