এআইইউবির চেয়ারম্যান ডা. আনোয়ারুল আবেদীনের ১১তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আনোয়ারুল আবেদীন।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আনোয়ারুল আবেদীনের ১১তম মৃত্যু বার্ষিকী আগামীকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর)।
এই উপলক্ষে আগামীকাল মঙ্গলবার এআইইউবি এবং মরহুমের পরিবারের পক্ষ হতে ডাঃ আনোয়ারুল আবেদীন এর বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া, কোরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।


বাংলাদেশের উচ্চশিক্ষার প্রসারে মরহুম ডাঃ আনোয়ারুল আবেদীনের অবদান অসামান্য। এআইইউবি পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাতের জন্য সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি দোয়া কামনা করা হয়েছে।
সারাদিন. ৫ সেপ্টেম্বর. আরএ