বৃষ্টিতে পরিত্যক্তই হয়ে গেলো ভারত-পাকিস্তান ম্যাচ, পয়েন্ট ভাগাভাগি
অবশেষে বৃষ্টিই জিতে গেল। ভারত-পাকিস্তান ম্যাচে দুই দলের লড়াই ছাপিয়ে জিতে গেল বৃষ্টি। এশিয়া কাপে এই দুই দলের লড়াই দেখতে মুখিয়ে থাকে ক্রিকেট সমর্থকরাও। সেই অপেক্ষায় জল ঢেলে দিল বৃষ্টি।
ম্যাচের শেষ সময় হিসেবে স্থানীয় সময় ১০টা ২৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করেন ম্যাচ রেফারি। এই সময়ের মধ্যে খেলা হলে ২০ ওভারের ম্যাচ হতো। কিন্তু বৃষ্টি না থামায় শেষমেশ পয়েন্ট ভাগাভাগি করেই খুশি থাকতে হয় দুই দলকে। ম্যাচের আগেই ৬০-৭০ শতাংশ সম্ভাবনা ছিল বৃষ্টির। সেই সম্ভাবনাই হলো সত্যি। বৃষ্টির বাঁধায় হাইভোল্টেজ এই ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।


আজ শনিবার (২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৬৬ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায় ভারত। তবে বৃষ্টির কারণে একটি বলও ব্যাটিং করতে পারেনি পাকিস্তান। দীর্ঘ ২ ঘণ্টা অপেক্ষা করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৪৮.৫ ওভারে ২৬৬ (রোহিত ১১, কোহলি ৪, গিল ১০, শ্রেয়াস ১৪, পান্ডিয়া ৮৭, ইষান ৮২, জাদেজা ১৪, শার্দুল ৩, কুলদিপ ৪, বুমরাহ ১৬, সিরাজ ১* ; আফ্রিদি ১০-২-৩৫-৪, রউফ ৯-০-৫৮-৩, নাসিম ৮.৫-০-৩৬-৩, শাদাব ৯-০-৫৭-০, নাওয়াজ ৮-০-৫৫-০, সালমান ৪-০-২১-০)।
ফলাফল: বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত