সক্রিয় হলো রাশিয়ার অত্যাধুনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র
রাশিয়ার সামরিক বাহিনীতে অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হয়েছে। পারমাণাবিক অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র এখন ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’র এক প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।


রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন বলেন, এই অস্ত্রের কারণে রাশিয়ার শত্রুদের যেকোনো হুমকির ক্ষেত্রে দুইবার ভাবতে হবে।
রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান ইয়ুরি বোরিসভ বলেন, সারম্যাট ক্ষেপণাস্ত্রগুলোকে ‘যুদ্ধকালীন দায়িত্বে মোতায়েন’ করা হয়েছে।
সংবাদমাধ্যম টাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আরএস-২৮ মডেলের ক্ষেপণাস্ত্রটি ১০ টন পর্যন্ত ওজনের একটি এমআইআরভিইড ওয়ারহেড উত্তর ও দক্ষিণ মেরুর যে কোনো স্থানে পৌঁছে দিতে সক্ষম।
হোয়াইট হাউজের নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, রাশিয়া তাদের বহরে এই ক্ষেণাস্ত্র সক্রিয় করেছে কি-না তা নিশ্চিত করে বলার অবস্থানে তিনি নেই।
সারাদিন/০২ সেপ্টেম্বর/এমবি