চঞ্চলের নতুন নায়িকা স্বস্তিকা!

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৩

চঞ্চল চৌধুরী ও স্বস্তিকা মুখার্জি, ছবি- সংগৃহীত

কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। কোনও না কোনও কারণে বিভিন্ন সময়ে তাকে নিয়ে ‘বিতর্ক’-এর সৃষ্টি হয়। যে কোনও বিষয়ে নিজের মতামত দিতে পিছপা হন না এই অভিনেত্রী। ইদানীং তিনি মন দিয়েছেন অন্য ভাষার ছবিতে। তাই অনেকে অভিযোগও জানান যে, কেন বাংলা ছবিতে এত কম দেখা যায় স্বস্তিকাকে?

তিনি বরাবরই বলে এসেছেন, সব সময় একটু অন্য রকম কাজ করার খিদে তাকে তাড়া করে বেড়ায়। তাই স্বস্তিকাকে ‘হ্যাঁ’ বলানো বেশ মুশকিল হয়ে দাঁড়িয়েছে অনেক পরিচালক প্রযোজকের পক্ষে। শোনা যাচ্ছে, তেমনই কোনও লোভনীয় চিত্রনাট্য নাকি শুনেছেন নায়িকা। শোনার পর ‘না’ বলতে পারেননি নাকি এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, টলিপাড়ার নতুন গুঞ্জন- এবার বাংলাদেশের নতুন সিনেমার প্রস্তাব অভিনেত্রী স্বস্তিকার কাছে গেছে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা কি-না, তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। তবে বাংলাদেশের এই সিনেমার জন্য রাজিও হয়ে গেছেন এই নায়িকা। এখানেই শেষ নয়, এই সিনেমাতে আরও চমক রয়েছে। এতে নায়ক নাকি অভিনেতা চঞ্চল চৌধুরী।

অর্থাৎ সব ঠিক থাকলে প্রথম বার বড় পর্দায় জুটি বাঁধবেন চঞ্চল এবং স্বস্তিকা। প্রযোজক নাকি ইতিমধ্যেই অগ্রিম দিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। কিন্তু চঞ্চলের ডেট পেতে অসুবিধা হচ্ছে। তাই এখনও শুটিংয়ের সময় চূড়ান্ত হয়নি। সম্ভবত পুজোর পরে অর্থাৎ নভেম্বরেই শুরু হবে এই নতুন সিনেমার শুটিং।

তবে এই সিনেমার বিষয়ে কিছুই জানেন না না-কি বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি বলেন, “অনেকেই তো কাজের প্রস্তাব দেয়। সাম্প্রতিক সময়েও কলকাতার ৮-১০ জন নির্মাতার সাথে কথা চলছে। কিন্তু কারও সাথে ফাইনাল কিছুই হয়নি। এমনকি আনন্দবাজারের মতো পত্রিকা এমন একটি খবর ছাপল, সেখানেও কোনো তথ্য নেই। আমাকেও তারা কিছু জিজ্ঞেস করেনি। ফলে আমি নিজেই আসলে বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম এখন! আমি আর স্বস্তিকা আসলে কোন নির্মাতার সিনেমা করছি? গল্পটাই বা কেমন!”

সারাদিন/০২ সেপ্টেম্বর/এমবি 

Nagad