সাজঘরে দুই ওপেনারসহ সাকিব, নড়বড়ে শুরু বাংলাদেশের
প্রথমে ব্যাটিং নিয়ে ধুকছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ এশিয়া কাপ জয়ের মিশন শুরুর ম্যাচে আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। এ ম্যাচ দিয়েই আজ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তানজীদ তামিমের। তবে টাইগারদের হয়ে নিজের অভিষেক ম্যাচেই হতাশ করেছেন তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে মাহেশ থিকসানার বলে আউট হয়ে সাজঘরে ফিরে গেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) ২ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তামিম। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি গড়লেও তা বেশি বড় করতে পারেনি নাঈম। দলীয় ২৫ রানের মাথায় ধনঞ্জয়া ডি সিলভার বলে তুলে মারতে গিয়ে নিসানাকার হাতে ক্যাচ দিয়ে ফেরেন নাঈম। ২৩ বলে ১৬ রান আসে নাঈমের ব্যাট থেকে। এরপর সাজঘরে ফেরেন সাকিব আল হাসানও। সর্বমেষ তিন ইউকেটে ৪০ রান করেছে বাংলাদেশ।


বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নাইম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও এনামুল হক বিজয়।
শ্রীলঙ্কা দল: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, প্রমোদ মাদুশান, কাসুন রাজিথা, দিলশান মধুশঙ্কা ও মাথিশা পাথিরানা।
সারাদিন/৩১ আগস্ট/আর