কোনও অপমানই এখন আর গায়ে লাগে না: চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৩

অভিনেতা চঞ্চল চৌধুরী

নাটক বা সিনেমা, ওয়েব সিরিজ কিংবা বিজ্ঞাপন যেখানেই স্পর্শ করেছেন সোনা ফলেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তাকেও সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ শুনতে হয়। মাঝে মধ্যেই সোশ্যাল নেটওয়ার্কে অপমানসূচক মন্তব্যও করে বসেন অনেকেই। তবে এসব নিয়ে একেবারে মাথা ঘামান না তিনি।

বুধবার (৩০ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে চঞ্চল চৌধুরী বলেন, “কোনও অপমানই এখন আর আমার গায়ে লাগে না। সেটা হোক সামাজিক যোগাযোগ মাধ্যমে, অথবা ব্যক্তি জীবনে। কারণ বয়স যেমন হয়েছে, ধৈর্য্য বেড়েছে পাল্লা দিয়ে। এটা আমার দূর্বলতা নয়।”

এই পোস্টের সাথে একটি ছবি পোস্ট করেছেন চঞ্চল চৌধুরী। সেখানে দেখা গেছে, চঞ্চল চৌধুরীর কপালে ভাঁজ, চশমার আড়ালে বেশ গম্ভীর মুখে চঞ্চল বাস্তবের উল্লেখ করলেন। বয়স হচ্ছে, হিরো হলেও তিনি এখন মধ্যবয়সী চরিত্রে অভিনয় করতেই বেশি সাবলীল।

সারাদিন/৩১ আগস্ট/এমবি