আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৩

ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের করভি রাখসান্দসহ চারজন

বাংলাদেশের জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ এশিয়ার নোবেল খ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন। তাঁর সঙ্গে সম্মানজনক এই পুরস্কার পেয়েছেন ভারত, ফিলিপাইন ও পূর্ব তিমুরের আরও তিনজন।আজ বৃহস্পতিবার র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ওয়েবসাইটে এবারের পুরস্কার বিজয়ী হিসেবে করভি রাখসান্দসহ চারজনের নাম প্রকাশ করা হয়েছে।চলতি বছর র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কারের ৬৫তম বার্ষিকী উদ্‌যাপন করা হচ্ছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন এ পুরস্কার দিয়ে থাকে।
আনুষ্ঠানিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে জাগো ফাউন্ডেশন ও মালালা ফান্ডের প্রকল্প ‘অদম্য’
জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও মালালা ফান্ডের ‘অদম্য’ প্রকল্পের উদ্বোধনীতে অতিথিরার‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ওয়েবসাইটে করভি রাখসান্দ সম্পর্কে বলা হয়েছে, করভি রাখসান্দ বাংলাদেশের সর্বজনীন মানসম্মত শিক্ষার বিকাশে একজন অগ্রগণ্য ব্যক্তি। তিনি নিজ দেশের তরুণদের মধ্য সক্রিয় অংশগ্রহণমূলক সংস্কৃতি বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সূত্র; প্রথম আলো

গ্যাবনে অভ্যুত্থান, গৃহবন্দি প্রেসিডেন্ট

আফ্রিকার অন্যতম তেল উৎপাদনকারী দেশ গ্যাবনে সেনা অভ্যুত্থান হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার সকালে রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছেন একদল সেনা কর্মকর্তা। এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশ্বনেতারা।
অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। হোয়াইট হাউস গতকাল বলেছে, যুক্তরাষ্ট্র দেশটির পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।গ্যাবনের নির্বাচন কমিশন প্রেসিডেন্ট আলী বঙ্গোকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত ঘোষণা দেওয়ার পরই এই সামরিক হস্তক্ষেপের খবর এলো।নির্বাচন কমিশন জানিয়েছিল, প্রায় দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন আলী বঙ্গো। তবে এই ফল প্রত্যাখ্যান করেছে বিরোধী দল। সূত্র: কালের কণ্ঠ

মৃত্যুর ২৬ বছর পরও অমলিন

ডায়ানা, সাবেক ব্রিটিশ প্রিন্সেস- যাকে বলাই হতো ‘দি মোস্ট ফটোগ্রাফড ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড’। আজ তার মৃত্যুর ২৬তম বার্ষিকী। তার মারা যাওয়ার পেছনেও শেষ পর্যন্ত দায়ী করা হয় পাপারাজ্জি বা যারা অনুমতি ছাড়াই ছুটে গিয়ে তারকাদের ছবি তোলেন, তাদের। ১৯৯৭ সালে ৩১ শে আগস্ট প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় মারা যান প্রিন্সেস ডায়ানা। এতদিন পরও ব্রিটিশ রাজপরিবারের এ সাবেক বধূর গল্প এখনো বহু মানুষের হৃদয়ে মুগ্ধতা ছড়িয়ে রেখেছে। ১৯৯৭ সালের এ দিনে প্রেমিক দোদি আল-ফায়েদের লিমুজিনে করে প্যারিস যাচ্ছিলেন ডায়ানা। মোটরবাইকে পাপারাজ্জি ফটোগ্রাফাররা তাড়া শুরু করলে ডায়ানাকে বহনকারী লিমুজিনটি দ্রুতগতিতে যাওয়ার সময় প্যারিসের পন্ট দে ল’ আলমা টানেলে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই মারা যান দোদি ও ডায়ানা। ডায়ানার মৃত্যু ব্রিটিশ রাজপরিবারকে সংকটে ফেলে দিয়েছিল। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার প্রিন্সেস ডায়ানাকে ‘জনগণের রাজকুমারী’ আখ্যা দিয়েছিলেন। বিশ্বের সবচেয়ে সুপরিচিত এ নারীর মৃত্যুতে সেদিন শোক পালন করেছিল লাখ লাখ মানুষ। মৃত্যুর ২৬ বছর পরও ডায়ানার আকর্ষণ মানুষের কাছে খুব একটা কমেনি। তাকে নিয়ে অসংখ্য বই ও সংবাদপত্রে অগণিত নিবন্ধ প্রকাশ এবং অসংখ্য টিভি প্রোগ্রাম নির্মাণ ও প্রচার হয়েছে। ১৯৯২ সালে প্রথম ডায়নার জীবনী লিখেছিলেন অ্যান্ডরু মর্টন। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইডালিয়ায় নিহত ২

মেক্সিকো উপসাগরে সৃষ্ট শক্তিশালী সাইক্লোন ইডালিয়া আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে। স্থানীয় সময় গত বুধবার বিকেলে এই সাইক্লোন আঘাত হানে। এর আগে ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হানে।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, টানা বৃষ্টি হচ্ছে। বিভিন্ন জায়গায় হড়পার আশঙ্কা করা হচ্ছে। ফ্লোরিডায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফ্লোরিডা হাইওয়ে পেট্রল কর্তৃপক্ষ বলেছে, স্থানীয় সময় বুধবার সকালে বৃষ্টিজনিত পৃথক ঘটনায় গাড়ির দুই আরোহী নিহত হয়েছেন। কিছু এলাকায় মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বলে জানিয়েছে ফ্লোরিডা কর্তৃপক্ষ। জর্জিয়ার দক্ষিণাঞ্চলে উদ্ধারকারীরা পানিবন্দিদের উদ্ধারে কাজ চালাচ্ছেন। ভিডিওতে দেখা গেছে, সমুদ্রের পানিতে ওই অঞ্চলের সড়ক তলিয়ে গেছে। সমুদ্রর তীরবর্তী এলাকাগুলোতে বন্যা দেখা দিয়েছে। সূত্র: সমকাল

রাজনীতিতে কি ইমরান খান ফিরতে পারবেন?

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইপ্রধান ইমরান খানের তোশাখানা দুর্নীতি মামলার সাজা স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। তবে সাজা স্থগিত হলেও বিচারিক আদালতের রায় এবং রাজনীতিতে নিষেধাজ্ঞা এখনো বলবৎ আছে। বিচারিক আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইমরানের করা আবেদনের ওপর আদালতের রায় না হওয়া পর্যন্ত এসব কার্যকর থাকবে বলেই মনে করেন আইন বিশেষজ্ঞরা। এ পরিপ্রেক্ষিতে ইমরান খান রাজনীতিতে ফিরতে পারবেন কিনা সেই প্রশ্ন সামনে । মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। গত ৫ আগস্ট তোশাখানা দুর্নীতি মামলায় ইমরানকে দোষী সাব্যস্ত করে তিন বছর কারাদণ্ড এবং এক লাখ রুপি জরিমানা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার। রায় ঘোষণার পর পরই ইমরানকে গ্রেফতার করা হয়। এর পর পিটিআইপ্রধানকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন।
পাকিস্তানের আইন অনুযায়ী, সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তিনি কতদিন নির্বাচন করতে পারবেন না, সেটি নির্বাচন কমিশন নির্ধারণ করে দেয়। এ মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত হতে পারে। সূত্র: যুগান্তর

ভারতে যাবেন না সি, বয়কট করতে পারেন জি-২০ সম্মেলন

চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলন বয়কট করতে পারেন। বিষয়টির সঙ্গে পরিচিত ভারত এবং চীনের একাধিক সূত্র বিষয়টি জানিয়েছে। সম্মেলন শুরু মাত্র এক সপ্তাহ আগে সি’র সম্মেলনে যোগ না দেওয়ার ব্যাপারে এই গুঞ্জন শুরু হলো। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।চীনে নিযুক্ত ভারতীয় দুই কর্মকর্তা এবং এক কূটনীতিবিদ জানিয়েছেন, আগামী ৯-১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়া দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে যোগ নাও নিতে পারেন সি চিনপিং। তাঁর পরিবর্তে চীনের প্রতিনিধিত্ব করতে পারেন প্রধানমন্ত্রী লি কিয়াং। জি-২০ ভুক্ত আরও একটি দেশের এক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।ভারতর সরকারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘সি চিনপিংয়ের পরিবর্তে চীনা প্রধানমন্ত্রীর সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে আমরা অবগত।’ তবে চীন সরকারের দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, কেন সি ভারতে যাবেন না সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট কারণ সামনে আসেনি। সূত্র: আজকের পত্রিকা।

ফের চাঙা কাশ্মীর প্রশ্ন

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করাকে অন্যতম বড় অর্জন বলে মনে করছে ভারতের বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজেই এই তথ্য জানিয়েছেন। গত মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির সঙ্গে কথোপকথনে জয়শঙ্কর এই মন্তব্য করেন। এনডিটিভি বলছে, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এমন একসময়ে এসব কথা বললেন, যখন কাশ্মীরের বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ ধারা বাতিলকে চ্যালেঞ্জ করা একগুচ্ছ পিটিশনের শুনানি করছে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। এনডিটিভিকে জয়শঙ্কর জানান, ২০১৯ সালে তিনি ভারতীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং তখন যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার সঙ্গে তিনিও জড়িত ছিলেন। কাশ্মীরের অস্থিতিশীল পরিস্থিতির দিকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘কীভাবে আমরা ২০১৯ সাল পর্যন্ত এই পরিস্থিতি সহ্য করেছি, কীভাবে আমরা এই পরিস্থিতিকে এত দিন ধরে চলতে দিয়েছি; এটি ভেবে আমি এখনো বিস্মিত হই।’ সূত্র: দেশ রুপান্তর

ফের অশান্ত মণিপুর, নিহত ২

ফের অশান্ত হয়ে উঠেছে মণিপুরের পরিস্থিতি। মণিপুরে কুকি ও মেইতেইদের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। খবর ডয়চে ভেলের। কুকি-অধ্যুষিত চূড়াচাঁদপুর ও মেইতেই-প্রধান বিষ্ণুপুরের সীমানায় খইরেনতাক গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ দাবি করেছে, নারানসেনার কাছে ওই গ্রামে গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলিতেই হতাহতের ঘটনা ঘটেছে।সংঘর্ষের পর দ্রুত পুলিশ, আসাম রাইফেলস এবং কমান্ডোরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।ট্রাইবাল লিডার্স ফোরাম দাবি করেছে, স্থানীয় সময় গতকাল বুধবার সকাল ১০টা নাগাদ গ্রামে আক্রমণ চালানো হয়। গ্রামরক্ষী বাহিনী মোতায়েন ছিল। তারাও গুলি চালাতে থাকে। গ্রামরক্ষী বাহিনীর একজন মারা যান। এরপরই ওই এলাকাজুড়ে ব্যাপক গুলির লড়াই চলতে থাকে। বেশ কিছুক্ষণ ধরে ওই লড়াই চলে। সূত্র: দৈনিক বাংলা।

গ্যাবনে সেনাঅভ্যুত্থান: সাহায্য চাইলেন বন্দি প্রেসিডেন্ট

সেনাঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে উৎখাত হওয়ার কয়েক ঘণ্টা পর এক ভিডিও বার্তায় গ্যাবনের প্রেসিডেন্ট আলি বঙ্গো ওনডিমবা দেশবাসী এবং আন্তর্জাতিক মিত্রদের কাছে এর বিরুদ্ধে ‘আওয়াজ তোলার’ অনুরোধ জানিয়েছেন।
নিজের প্রেসিডেনশিয়াল গার্ড বাহিনীই বুধবার বঙ্গোকে বন্দি করে। তাকে বন্দি করার একটি ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়েছে। সেটার সত্যতা যাচাই করেছে আল জাজিরা।ওই ভিডিওতে বঙ্গো নিজেই তাকে বন্দি করার বিষয়টি নিশ্চিত করে জনগণকে এই অভ্যুত্থান চেষ্টা প্রতিহত করতে ‘প্রতিবাদ জানানোর’ আহ্বান জানিয়েছেন।তিনি আরো জানান, তাকে প্রেসিডেন্ট প্রাসাদেই বন্দি করে রাখা হয়েছে। কিন্তু তার স্ত্রী ও ছেলেকে অন্য কোথাও রাখা হয়েছে। সূত্র: বিডি নিউজ

আফ্রিকায় কীভাবে চীন ও রাশিয়ার প্রভাব বাড়ছে?

আফ্রিকার সবচেয়ে ধনী এলাকায় গত সপ্তাহে হয়ে গেল একটি বড় আন্তর্জাতিক সম্মেলন, যেখানে গর্ব, স্বস্তি আর অস্বস্তি-সবই ছিল। স্যান্ডটন- দক্ষিণ আফ্রিকার ক্রমবর্ধমান জরাজীর্ণ শহর জোহানেসবার্গের উপকণ্ঠে একটি ঝকঝকে শহর যেটি মূলত একটি ব্যাংক পাড়া। এখানেই ব্রিকস গ্রুপের সর্বশেষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে বিশ্বে পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করার একক ইচ্ছা থেকে গঠিত এই জোটটি উচ্চাকাঙ্ক্ষী হলেও এখনো খুব একটা সুসংগঠিত নয়। এই জোটটিতে এখন অন্তত আরো কয়েক ডজন দেশ যোগ দেয়ার জন্য অপেক্ষায় আছে।ব্রিকস সম্মেলন ঘিরে দক্ষিণ আফ্রিকায় বর্তমানে স্বস্তির যে বাতাস বইছে তা মূলত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই সম্মেলন থেকে দূরে থাকার সাম্প্রতিক সিদ্ধান্তের কারণেই।তিনি যদি