এশিয়া কাপ: ২৩৮ রানে পাকিস্তানের বড় জয়
এশিয়া কাপের অন্যতম ফেবারিট পাকিস্তান শুরুটা করলো ফেবারিটের মতোই। অপেক্ষাকৃত খর্বশক্তির নেপাল লড়াইটাও করতে পারলো না বাবর আজমের দলের সঙ্গে। ২৩৮ রানের বিশাল এক জয় নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান।
বুধবার (৩০ আগস্ট) মুলতানে নেপালের বিপক্ষে ২৩৮ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩৪২ রানের সংগ্রহ পায় তারা। জবাব দিতে নেমে নেপাল অলআউট হয়েছে কেবল ১০৪ রানে।


মুলতানে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর। ইনিংসের ষষ্ঠ ওভারে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন ফাখর জামান (১৪)। পরের ওভারে ইমাম উল হক হন রানআউটের শিকার (৫)। ২৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর : পাকিস্তান ৫০ ওভারে ৩৪২/৬। (ফখর ১৪, ইমাম ৫, বাবর ১৫১, রিজওয়ান ৪৪, সালমান ৫, ইফতেখার ১০৯* শাদাব ৪; সম্পাল ১০-১-৮৫-২, করন ৯-০-৫৪-১, গুলশান ৪-০-৩৫-০, ললিত ১০-০-৪৮-০, লামিচানে ১০-০-৬৯-১, দীপেন্দ্র ৬-০-৪০-০, কুশাল ১-০-১০-০)
নেপাল ২৩.৪ ওভারে ১০৪/১০। (কুশাল ৮, আসিফ ৫, রোহিত ০, আরিফ ২৬, সম্পাল ২৮, গুলশান ১৩, দীপেন্দ্র ৩, মাল্লা ৬, লামিচানে ০, করন ৭*, লোলিত ০; আফ্রিদি ৫-০-২৭-২, নাসিম ৫-০-১৭-১, রউফ ৫-১-১৬-২, শাদাব ৬.৪-০-২৭-৪, নাওয়াজ ২-০-১৩-১)
ফল : পাকিস্তান ২৩৮ রানে জয়ী।