অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, ৮০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদাহ প্রতিনিধি:ঝিনাইদাহ প্রতিনিধি:
প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২৩

ঝিনাইদহে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম তৈরীর অপরাধে দুই ফ্যাক্টরীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

মঙ্গলবার (২৯ আগষ্ট) বিকেলে শৈলকুপার ভাটই বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে যৌথভাবে জেলা প্রশাসন ও র‌্যাব-৬ ।

ঝিনাইদহ র‌্যাব-৬, সিপিসি-২, ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন তথ্যের মাধ্যমে জানাযায়, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় কিছু প্রতিষ্ঠান অবৈধ প্রক্রিয়ায় নোংরা পরিবেশে খাবারপণ্য আইসক্রিম উৎপাদন ও বাজারজাতকরণ করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ ক্যাম্প এবং জেলা প্রশাসক যৌথভাবে অভিযান পরিচালনা করে ।

সেসময়, নামহীন আইসক্রিম ফ্যাক্টরির মালিক মোঃ মাহাবুব রহমান (৪৮) কে ৫০,০০০/- টাকা জরিমানা ও অনাদায়ে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একই এলাকার ফ্রেশ মিল্ক আইসবার ফ্যাক্টরী এর প্রতিষ্ঠানকে একই অপরাধে মালিক মোঃ রাকিব মালিতা (২০)কে ৩০,০০০/- টাকা জরিমানা করা সহ দুটি প্রতিষ্ঠানকে মোট ৮০,০০০(আশি হাজার) টাকা অর্থদন্ড করা হয়।

র‌্যাব আরো জানায়, এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

Nagad