আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২৩

আগুন থেকে বাঁচতে পানিতে ঝাঁপ দিলেন তাঁরা, পরক্ষণেই নৌকায় বিস্ফোরণ

পানিতে ভাসমান নৌকায় আগুন জ্বলে উঠেছে। নৌকার দুই আরোহী কী করবেন, বুঝে উঠতে পারছিলেন না। প্রাণ বাঁচাতে একপর্যায়ে পানিতে ঝাঁপিয়ে পড়েন তাঁরা। এর পরমুহূর্তেই বিস্ফোরিত হয় নৌকাটি। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের মিশিগান হ্রদের ওয়েস্ট গ্র্যান্ড ট্রাভার্স বে অঞ্চলে। ওই দুই ব্যক্তির পানিতে ঝাঁপ দেওয়ার একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে। পরে তাঁদের উদ্ধারে এগিয়ে আসে এক দম্পতি।ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। নৌকা থেকে সরতে হবে। এটি বিস্ফোরিত হবে। সূত্র: প্রথম আলো

সেনাবাহিনী ও পিটিআই
পৃষ্ঠপোষকরাই পতন চেয়েছে ইমরানের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দীর্ঘদিন থেকেই বেশ খোলামেলাভাবে দেশের প্রভাবশালী সামরিক বাহিনীর কড়া সমালোচনা করে আসছিলেন। অথচ একসময় তাঁর সঙ্গে ‘এস্টাবলিশমেন্ট’ হিসেবে পরিচিত সেনাবাহিনীর মধুর সম্পর্কের কথা কারো অজানা নয়। সামরিক বাহিনীর ছত্রচ্ছায়ায়ই তাঁর উত্থান হয়েছে বলে ব্যাপকভাবে মনে করা হয়। শেষ পর্যন্ত তারাই মুখ ফিরিয়ে নেওয়ায় বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন পিটিআই চেয়ারম্যান। পৃষ্ঠপোষকরাই পতন চেয়েছে ইমরানেরপাকিস্তানে ২০১৩ সালের নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে উঠে এসেছিল ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। নির্বাচনে কারচুপির অভিযোগ তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবিতে ২০১৪ সালের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সরকারের বিরুদ্ধে অবস্থান ধর্মঘট শুরু করে পিটিআই। রাজধানী ইসলামাবাদের ওই কর্মসূচি বিচার বিভাগ ও প্রভাবশালী সেনাবাহিনীর সমর্থন পেয়েছিল। ওই সময় পিটিআই কর্মীরা রাষ্ট্রীয় টেলিভিশন ও সুপ্রিম কোর্ট ভবনে ঢুকে পড়লেও সেনাবাহিনী কোনো ধরনের বল প্রয়োগ না করার আহ্বান জানায় সরকারকে। সূত্র; কালের কণ্ঠ

২০ মিনিটে ২ লিটার পানি পান করে মার্কিন নারীর মৃত্যু

পানির অপর নাম জীবন হলেও এবার পানি পানের ফলে অ্যাশলে সামারস নামে যুক্তরাষ্ট্রের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের লেক ফ্রিম্যানে পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন অ্যাশলে। প্রচণ্ড গরমে খুব তৃষ্ণা পায় তার। ফলে মাত্র ২০ মিনিটের মধ্যে ২ লিটার পানি পান করেন তিনি। তারপর জ্ঞান হারিয়ে ফেলেন। অ্যাশলে সামারসের বড় ভাই ডেভন মিলার বলেন, সে ২০ মিনিটে ৪ বোতল পানি পান করেছে। একটি বোতলে গড়ে ১৬ আউন্স পানি ধরে। সে হিসাবে ৪ বোতলে ৬৪ আউন্স পানি ছিল (প্রায় ২ লিটার)।তিনি জানান, লেক ফ্রিম্যান থেকে ফিরে নিজ বাড়ির গ্যারেজে অ্যাশলে অচেতন হয়ে পড়েন। এরপর তার আর জ্ঞান ফেরেনি। হলি নামে তাঁর আরেক বোন অ্যাশলেকে হাসপাতালে ভর্তির বিষয়টি তাঁকে ফোন করে জানান। তবে সে সময় তাঁরা জানতেন না, কী কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। সূত্র; সমকাল

Nagad

ইমরান খান গ্রেফতার
তিন বছরের দণ্ড, পাঠানো হলো কারাগারে, সমর্থকদের বিক্ষোভ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতারের পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। গতকাল দুপুরে তাঁকে গ্রেফতার করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে দেশটির প্রধান প্রধান শহরে বিক্ষোভ শুরু হয়। সন্ধ্যায় সরকারি বাহিনী এবং ইমরান সমর্থকরা মুখোমুখি অবস্থানে ছিলেন। যদিও গ্রেফতারের আগে ইমরান খান তাঁর দলের নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন। সূত্র : রয়টার্স, বিবিসি, আলজাজিরা, জিও নিউজ, এনডিটিভি। প্রাপ্ত খবর অনুযায়ী, লাহোরের জামান পার্ক এলাকার বাড়ি থেকে ইমরান খানকে গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে তাঁর বিরুদ্ধে আনা তোশাখানা মামলায় আদালত থেকে তিন বছরের সাজার রায় ঘোষণার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে গ্রেফতার করেন এবং পরে লাহোরের কোট লখপত জেলখানায় পাঠানো হয়। খবরে উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সমীক্ষায় যখন তাঁর পক্ষে জনমত সর্বশীর্ষে দেখা যায়, তখনই তাঁকে সাজা দেওয়া হয়েছে। তাঁর নির্বাচনে দাঁড়ানোর পথ বন্ধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। রায় ঘোষণার সময় ইসলামাবাদের জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার বলেন, ‘এ রায়ের ফলে ইমরান খান আগামী পাঁচ বছর ভোটে লড়তে পারবেন না’। সূত্র: বিডি প্রতিদিন ।

রাশিয়ার বড় ট্যাঙ্কারে হামলা
ইউক্রেন ইস্যুতে সৌদিতে শান্তি আলোচনা শুরু : ভারত, চীন, ব্রাজিল, ইন্দোনেশিয়া মিসর এবং মেক্সিকো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দ. আফ্রিকা, পোল্যান্ডের অংশগ্রহণের কথা রয়েছে

অধিকৃত ক্রিমিয়ার কের্চ প্রণালিতে রাশিয়ার সবচেয়ে বড় ট্যাঙ্কারগুলোর একটিতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শুক্রবার গভীর রাতের ওই হামলায় ড্রোনটিতে ৪৫০ কেজি বিস্ফোরক ছিল। এর আগের দিন কৃষ্ণসাগরে মস্কোর একটি জাহাজেও হামলা চালায় কিয়েভ বাহিনী। ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র শনিবার বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, গতকাল গভীর রাতে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা ‘এসআইজি’ নামে রুশ ফেডারেশনের একটি বড় তেল ট্যাঙ্কারে হামলা চালায়। ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীর জন্য এই ট্যাঙ্কার থেকে তেল সরবরাহ করা হতো। ক্রিমিয়া ব্রিজ থেকে ২৭ কিলোমিটার দূরের এই বিশেষ অভিযান সফল করতে ব্যবহৃত হয়েছে নৌবাহিনীর ড্রোন ও বিস্ফোরক। ইউক্রেনের জলসীমা থেকে নৌবাহিনী এই হামলা চালিয়েছে। ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজটি জ্বালানিতে পরিপূর্ণ ছিল। এতে বিস্ফোরণ হলে অনেক দূরে থেকে আতশবাজির মতো দেখা যায়। ফরাসি সংবাদ সংস্থাটির হাতে ড্রোন হামলার একটি ভিডিও রয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, একটি বড় জাহাজের কাছে একটি জলযান পৌঁছাচ্ছে। এরপরেই ভিডিওটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।রুশ জাহাজ ও ক্রিমিয়া সেতুতে আরও হামলা চালানোর হুমকি দিয়েছে ইউক্রেন। কৃষ্ণসাগরে একটি রুশ ট্যাঙ্কারে ড্রোন আঘাতে হানার পর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে দেশটির সরকার। ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা (এসবিইউ) প্রধান ভ্যাসিল মালিউক শনিবার বলেছেন, রাশিয়ার জাহাজ অথবা ক্রিমিয়া সেতুতে যেকোনো বিস্ফোরণ যৌক্তিক ও কার্যকর পদক্ষেপ। সূত্র: যুগান্তর

অর্থাভাবে শত বছরের পুরোনো রেলপথ ফের চালু করছে উগান্ডা

শত বছরের পুরোনো একটি রেলপথ আবারও চালু করতে যাচ্ছে আফ্রিকার দেশ উগান্ডা। চীনের কাছ থেকে নতুন রেলপথ নির্মাণে প্রয়োজনীয় অর্থ ছাড় না পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।উগান্ডার রেলপথ মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, এই রেললাইন চালু হলে দেশের উত্তরাঞ্চলে মালামাল পরিবহনের খরচ কমার পাশাপাশি দক্ষিণ সুদান ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতেও মালামাল পরিবহনের খরচ কমে যাবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রেলপথটি আজ থেকে ৪০ বছর আগে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার আগে এটি পূর্ব আফ্রিকা রেল নেটওয়ার্কের অংশ ছিল, যা কিনা কেনিয়ার মোম্বাসা বন্দর থেকে উগান্ডা পর্যন্ত বিস্তৃত ছিল। ২০ শতকের শুরু দিকে এই রেলপথটি নির্মাণ করেছিল দেশ দুটির তৎকালীন ঔপনিবেশিক শাসক ব্রিটেন।উগান্ডার রেলওয়ে করপোরেশনের মুখপাত্র জন লিনন বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো আগামী কয়েক বছরের মধ্যে দেশের সব দূরতম প্রান্তে মালামাল পরিবহনকে সড়ক পরিবহন থেকে রেলপথে নিয়ে আসা। কারণ রেলে খরচ এবং সময় উভয় দিক থেকেই সস্তা।’ সূত্র: আজকের পত্রিকা।

স্থগিতাদেশের হাওয়া ইনডিয়ায়!

জাতিগত সংঘাতে উত্তাল ভারতের মণিপুর, হারিয়ানা রাজ্য। কেরালা-কর্ণাটকের পর হিজাব বিতর্কের ঢেউ আছড়ে পড়েছে ত্রিপুরায়। থমথমে কাশ্মীরের পরিস্থিতি। এর মধ্যে ধীরে ধীরে সক্রিয় হচ্ছে কংগ্রেস-সহ দেশের ২৬টি বিরোধী দলের জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ‘ইনডিয়া’। অবশ্য যার মাথা থেকে নরেন্দ্র মোদি বিরোধী এই জোটের ধারণা ও নামে এসেছে সেই রাহুল গান্ধী বিতর্কিত সাজা নিয়ে অযোগ্য ছিলেন পার্লামেন্টে; যে কারণে, জোটের আন্দোলন কর্মসূচির গতিও ছিল কম। তবে গত সোমবার মোদি পদবির মানহানি মামলায় রাহুল গান্ধীকে সুরাটের দায়রা আদালতের দেওয়া দুই বছরের সাজা স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। এতে করে রাহুল আবার পার্লামেন্টে ফেরা এবং আগামী বছর নির্বাচনে লড়ার যোগ্য হলেন। রাহুল গান্ধী ফের সংসদীয় রাজনীতিতে ফিরে আসার সুযোগ পাওয়ায় দেশের কংগ্রেস কর্মীরা উজ্জীবিত। উচ্ছ্বসিত ‘ইনডিয়া’ জোটের শরিকরাও। কেউ কেউ বলছেন, রাহুলের সাজা স্থগিতের হাওয়া জোটের পালেও লেগেছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে ওয়েনাড থেকে নির্বাচিত এমপি রাহুল কর্ণাটকের কোলারে এক জনসভায় পলাতক ব্যবসায়ী নীরব মোদি ও ললিত মোদির সঙ্গে নরেন্দ্র মোদির নামের মিল থেকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মন্তব্য করেছিলেন। বলেছিলেন, সব চোরের পদবি মোদি হয় কী করে? রাহুলের সেই মন্তব্যের জেরেই তার বিরুদ্ধে মানহানির মামলা করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক ও গুজরাটের সাবেক মন্ত্রী পুর্নেশ মোদি। চলতি বছর মার্চেই গুজরাটের সুরাট আদালত ওই মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করে এবং দুই বছরের কারাদণ্ডের সাজা দেয়। যার ফলে রাহুল লোকসভায় অযোগ্য ঘোষিত হন। সাজায় স্থগিতাদেশ চেয়ে একের পর এক আদালতের দ্বারস্থ হচ্ছিলেন রাহুল। শেষে সুপ্রিম কোর্টের রায়ে আপাতত স্বস্তি পেলেন তিনি। সূত্র; দেশ রুপান্তর

হঠাৎ এক আবিষ্কারে খুলে গেছে ম্যালেরিয়া নির্মূলের সম্ভাবনা

বিজ্ঞানীরা ব্যাকটেরিয়ার এমন একটি স্ট্রেইন বা ধরন খুঁজে পেয়েছেন – যেটি মশা থেকে মানুষের শরীরে ম্যালেরিয়া জীবাণুর সংক্রমণ ঠেকাতে সক্ষম।হঠাৎ করেই ব্যাকটেরিয়ার এই স্ট্রেইনটি তারা আবিষ্কার করেছেন। ল্যাবরেটরিতে সংরক্ষিত এক ঝাঁক মশার ভেতর ম্যালেরিয়ার জীবাণু তৈরি কেন বন্ধ হয়ে গেল – তার কারণ খুঁজতে গিয়ে ব্যাকটেরিয়ার এই ধরনটির সন্ধান পান বিজ্ঞানীদের একটি দল।ঐ গবেষকরা এখন বলছেন, খুঁজে পাওয়া নতুন ধরণের এই ব্যাকটেরিয়া – যেটি স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশে বিরাজ করে – বিশ্বের অন্যতম প্রাচীন এই প্রাণঘাতী রোগের মোকাবেলায় নতুন একটি অস্ত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে। এখনও বিশ্বে প্রতি বছর ম্যালেরিয়ায় ছয় লাখ লোক মারা যায়।নতুন আবিষ্কৃত এই ব্যাকটেরিয়ার প্রয়োগে ম্যালেরিয়া প্রতিরোধের ট্রায়াল বা পরীক্ষা এরই মধ্যে শুরু হয়ে গেছে।স্পেনে ওষুধ কোম্পানি জিএসকের পরিচালিত একটি গবেষণাগারে বিজ্ঞানীরা হঠাৎ করে আবিষ্কার করেন যে একটি ওষুধ তৈরির গবেষণার প্রয়োজনে আটকে রাখা এক ঝাঁক মশার শরীরে ম্যালেরিয়ার জীবাণু তৈরি হচ্ছেনা। সূত্র: বিবিসি বাংলা।

পাকিস্তানি প্রতিষ্ঠানের কাছেও যাচ্ছে এনআইডির তথ্য’

পাকিস্তানি প্রতিষ্ঠানের কাছেও যাচ্ছে এনআইডির তথ্য – কালবেলার শিরোনাম এটি। এই খবরে বলা হয়েছে, সরকারি-বেসরকারি ১৭০টি প্রতিষ্ঠানের কাছে জাতীয় তথ্যভান্ডারের তথ্য বিক্রি করেছে নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগ। এর মধ্যে ৫৩টি সরকারি প্রতিষ্ঠান, ছয়টি মোবাইল ফোন কোম্পানি, ৬৩টি বাণিজ্যিক ব্যাংক, ২৮টি আর্থিক প্রতিষ্ঠান, পাঁচটি বীমা প্রতিষ্ঠান, পাঁচটি মোবাইল ফাইন্যান্সিয়াল কোম্পানি এবং অন্যান্য সাতটি প্রতিষ্ঠানের নাম রয়েছে। তালিকায় পাকিস্তানের ন্যাশনাল ব্যাংক ও হাবিব ব্যাংক, হংকংয়ের এইচএসবিসি ব্যাংক, যুক্তরাজ্যের স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং যুক্তরাষ্ট্রের বীমা প্রতিষ্ঠান মেটলাইফও রয়েছে। এ ছাড়া অন্যান্য ৭টি প্রতিষ্ঠানের মধ্যে দেশের স্বনামধন্য দুটি শিল্প গ্রুপের বাণিজ্যিক প্রতিষ্ঠানও রয়েছে।এনআইডি বিভাগের চুক্তিপত্র অনুযায়ী, ওই ১৭০টি প্রতিষ্ঠান এনআইডি সার্ভারের প্রবেশাধিকার (এক্সেস) পাবে। সেজন্য এককালীন ৫ লাখ টাকা দিয়ে নিবন্ধন করেছে প্রতিষ্ঠানগুলো। এরপর একেকটি এনআইডি তথ্য যাচাইয়ের জন্য প্রতিবার সরকারি সংস্থাগুলোর কাছ থেকে এক টাকা এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৫ টাকা ফি আরোপ করে এনআইডি অনুবিভাগ। সূত্র: বিবিসি বাংলা ।

অস্ট্রেলিয়ায় বাড়িতে আগুন লেগে বাবা ও ৫ ছেলের মৃত্যু

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে একটি বাড়িতে আগুন লেগে এক বাবা ও তার পাঁচ ছেলের করুণ মৃত্যু হয়েছে।তবে ওই ব্যক্তির স্ত্রী অক্ষত অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। স্থানীয় সময় রোববার ভোররাতের দিকে কুইন্সল্যান্ডের রাসেল আইল্যান্ডের একটি ছোট্ট শহরে ওই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। ব্রিসবেন থেকে শহরটির দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার।পুলিশ সুপার ম্যাট কেলি বলেন, ওই নারী এই মুহূর্তে মানসিকভাবে মারাত্মক বিপর্যস্ত অবস্থায় আছেন।“আগুনে স্বামী-সন্তানসহ তিনি তার পুরো পরিবারকে হারিয়েছেন।“এটা আসলেই একটি দুঃখজনক ঘটনা।” সূত্র: বিডি নিউজ