বাংলাদেশে এলো বিখ্যাত চাইনিজ লাইফস্টাইল ব্র্যান্ড হাইফিউচার
বাংলাদেশে যাত্রা শুরু করল চাইনিজ লাইফস্টাইল ব্র্যান্ড হাইফিউচার। বিশ্বে ৫০ টির বেশি দেশে সমাদৃত গ্লোবাল ট্রাস্টেড এই ব্র্যান্ডটির বাংলদেশের পরিবেশক হিসবে সম্প্রতি দেশীয় প্রতিষ্ঠান সেলেক্সট্রার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে হাইফিউচার।
সেলেক্সট্রার পক্ষ থেকে জানানো হয়, উন্নত মানের পণ্য সরবরাহে বিশ্ব বাজারে হাই ফিউচার অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড। এদিকে দেশের বাজারে ক্রমবর্ধমান লাইফস্টাইল পণ্যের চাহিদার তুলনায় ভালো পণ্য অপ্রতুল। সেই চাহিদার প্রতি নজর রেখেই ক্রেতাদের হাতে একটি ট্রাস্টেড ব্র্যন্ডের পণ্যকে তুলে দিতে ব্র্যান্ডটি নিয়ে এসেছে সেলেক্সট্রা।


হাইফিউচারের ম্যানেজিং ডিরেক্টর লেভিন লাউ বলেন, বিশ্ব বাজারে হাইফিউচার একটি ট্রাস্টেড ব্র্যান্ড হিসেবে সবার কাছে পরিচিত হচ্ছে। আমাদের মূল লক্ষ্য হলো আগামীর প্রযুক্তি এবং প্রযুক্তির ক্রমবর্ধমান অগ্রগতিকে প্রজন্মের হাতে আকর্ষনীয় ভাবে তুলে দেয়া। আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের রয়েছে দক্ষ প্রকৌশলী এবং ডিজাইনারের একটি টিম, রয়েছে নিজস্ব কারখানা। সম্পূর্ণ নিজস্ব সেটআপ ব্যবহার করে আমরা পণ্যের সর্বোচ্চ মান নিশ্চিত করে থাকি। সেলেক্সট্রা এর মতো দ্রুত বর্ধনশীল কোম্পানির সাথে আমাদের এই পার্টনারশীপ বাংলাদেশ মার্কেট এ বড় হতে আমাদের অনেক সাহায্য করবে। সেলেক্সট্রা এর ম্যানেজিং ডাইরেকটর সাকিব আরাফাত জানালেন লাইফস্টাইল টেকনোলজি কোম্পানি হিসাবে বাজারে ভালো কোয়ালিটি প্রোডাক্ট সরবরাহ করাটা আমাদের দায়ীত্ব। আমরা কোয়ালিটি ডিস্ট্রিবিউশন এ বিশ্বাস করি, হাইফিউচারের এর সাথে এই পার্টনারশীপ আমাদের আরও শক্তশালী করেছে বাংলাদেশের মার্কেট এ।
হাইফিউচারের বিভিন্ন পণ্যের মধ্যে বিশেষ একটি পণ্য হলো ফিউচার রিং। হাতের আঙ্গুলে পড়ার বিশেষ এই রিংটি হাইফিউচারই বিশ্বের বাজারে প্রথম পরিচয় করিয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি নারীদের জন্য বিশেষ কিছু ডিজাইনের স্মার্টওয়াচ ‘অরা’ বাজারে এনেছে। মেটালিক ফ্রেমের স্টাইলিশ স্মার্টওয়াচের মডেলগুলোতে ব্যবহার করা হয়েছে এক ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। রয়েছে কুইক ডায়াল, কুইক চ্যাট এবং কনট্যাক্ট বুক ম্যানেজ করার ব্যবস্থা। সেন্সরের মধ্যে রয়েছে হার্টরেট এবং স্লিপ মনিটরিং। আইপি৬৮ ওয়াটার রেজিস্ট্যান্স। ব্যাটারি লাইফ সাত দিন। প্রিস্টিন সিলভার, মার্ক ব্ল্যাক ও গ্লিস্টেন গোল্ড এই তিনটি কালারে পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, ২০১৬ সালে কম্পানি হিসেবে হাইফিউচারের যাত্রা শুরু করে। এর দুই বছর পর হাইফিউচার একটি ব্র্যান্ড হিসেবে বিশ্ব বাজারে প্রতিষ্ঠিত হয়। ব্র্যান্ডটির টিডব্লিউএস এর জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়তে থাকে। ২০১৯ সালে এর টিডব্লিউএস এয়ারবাড এবং টিডি এয়ারবাড আমেরিকার শীর্ষ দশটি সেলস প্রোডাক্টের একটিতে স্থান পায়। বর্তমানে গোটা বিশ্বে ব্র্যান্ডটির ছয় হাজারের উপরে কনজুমার স্টোর এবং চল্লিশ লাখের চেয়ে বেশি নিয়মিত ক্রেতা রয়েছে।