মিরপুরে শিক্ষার্থী-বাস শ্রমিকদের মারামারি, ভাঙচুর
রাজধানীর মিরপুরে ভাষানটেক এলাকায় হোমিও কলেজের শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীরা চারটি বাসের গ্লাস ভাঙচুর করেছে।
বুধবার (২৬ জুলাই) দুপুর একটার দিকে মারামারির এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ভাষানটেক থানার ওসি বলেন, বাসের হেলপার ও মিরপুর হোমিও কলেজের শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা চারটি বাসে গ্লাস ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেছে। ওই এলাকার যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এই ঘটনা কোনো হতাহত আছে কি-না? এমন প্রশ্নে ওসি জানে আলম মুন্সি বলেন, হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
সারাদিন/২৬ জুলাই/এমবি