গাজীপুরে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল

গাজীপুর সংবাদদাতাগাজীপুর সংবাদদাতা
প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৩

ছবি- সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ট্রেনটিতে থাকা যাত্রীরা।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর স্টেশনের আউটার সিগন্যালে ট্রেনের ইঞ্জিনটি বিকলের এই ঘটনা ঘটে।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার জানান, সকাল ৭টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি জামালপুরের উদ্দেশে ছেড়ে আসে। একপর্যায়ে শ্রীপুর স্টেশনের আউটার সিগন্যালে এলে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

এ সময়ের মধ্যে ওই রেললাইনে ট্রেন চলাচলের সিডিউল না থাকায় কোনো ট্রেন আটকা পড়েনি। অন্য ট্রেনের ইঞ্জিন দিয়ে ট্রেনটি শ্রীপুর স্টেশনে নেওয়া হচ্ছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সারাদিন/২৫ জুলাই/এমবি 

Nagad