আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
এবার কিয়েভে হামলা চালিয়ে প্রতিশোধ নিল রাশিয়া
ইউক্রেনের রাজধানী কিয়েভে আকাশপথে হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় গতকাল সোমবার রাতে এ হামলা হয়। রাশিয়ার রাজধানী মস্কোয় গতকালের ইউক্রেনের ড্রোন হামলার পর রাশিয়া এ পাল্টা হামলা চালাল। কিয়েভে রুশ হামলার বিষয়ে ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান শেরহি পপকো টেলিগ্রামে দেওয়া পোস্টে জানান, হামলা প্রতিহত করার জন্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রয়েছে।তবে এ হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত জানা যায়নি।এর আগে গতকাল সকালে মস্কোয় ড্রোন হামলা চালানো হয়। হামলায় অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। সূত্র: প্রথম আলো


পলিটব্যুরোর সভায় সতর্কতা
চীনা অর্থনীতি চ্যালেঞ্জের মুখে রয়েছে
চীনের অর্থনীতি নিয়ে উদ্বেগের কথা শোনা গেল খোদ ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) পলিটব্যুরোর সভায়। সিসিপির শীর্ষ নেতারা গতকাল সোমবার ২৪ সদস্যের পলিটব্যুরো সভায় বলেন, দেশের অর্থনীতি নতুন সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন করোনাভাইরাস মহামারির বড় ধাক্কার পর চলতি বছর অর্থনীতি পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। বলা হচ্ছে, বর্তমানে ভোক্তা পর্যায়ে খরচ করার প্রবণতা হ্রাস পাওয়ার কারণে দেশের অর্থনীতি গতি হারিয়ে ফেলছে।একদলীয় শাসনে পরিচালিত দেশ চীনের সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তারা প্রতিবছর জুলাইয়ে রাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করতে বৈঠকে বসেন। আগস্ট মাসের গ্রীষ্মকালীন অবকাশের আগে তাঁরা এই সভা সেরে নেন। গতকাল ছিল সিসিপির সেই বৈঠক। এতে দেশের অর্থনীতির সর্বশেষ অবস্থার মূল্যায়ন করা হয়। সূত্র: কালের কন্ঠ
বিশ্বে খাদ্য নিরাপত্তার হুমকি বাড়ছে
রপ্তানি নিষেধাজ্ঞা, তাপদাহ, যুদ্ধ সমস্যাকে ত্বরান্বিত করছে
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শস্য চুক্তির মেয়াদ ছিল ২২ জুলাই ২০২২ থেকে ১৭ জুলাই ২০২৩। নবায়ন না হওয়ায় চুক্তির জীবনকালটি ছোট, চুক্তির বেশ কিছু ত্রুটিও আছে। কিন্তু এটাই ছিল রাশিয়ার হামলার অন্ধকারাচ্ছন্ন সময়ে একমাত্র কূটনৈতিক আলো। চুক্তির মাধ্যমে ইউক্রেন কৃষ্ণসাগর ব্যবহার করে সারা বিশ্বে নিজেদের শস্য রপ্তানি করত। স্বাভাবিকের তুলনায় এক-তৃতীয়াংশ কম হলেও ৩ কোটি ৩০ লাখ টন শস্য রপ্তানি পরিমাণে কম নয়। কিন্ত সাম্প্রতিক সময়ে এর অবস্থা আরও খারাপ হয়েছে। শুধু রাশিয়া এবং ইউক্রেন নয়। অন্যান্য যে দেশগুলো বিশ্বের খাদ্যশস্যের জোগান দেয় সবখানেই প্রতিকূল অবস্থা বিরাজ করছে। যেমন- যুক্তরাষ্ট্র থেকে চীন- পৃথিবীর প্রায় অধিকাংশ দেশ ও অঞ্চলে প্রচ তাপদাহে বিপর্যস্ত কৃষি। শস্যখেত, ফলবাগান, ডেইরি খামার- খাদ্য উৎপাদনের প্রায় প্রতিটি খাতই চাপের মধ্যে। চরম বিরূপ জলবায়ুই বৈশ্বিক খাদ্য সরবরাহ ব্যবস্থার প্রতি একমাত্র হুমকি নয়। চিরায়ত কিছু ভূরাজনৈতিক বাধাও ফিরে আসছে আবার। এর মধ্যে চালের শীর্ষ রপ্তানিকারক ভারত, পণ্যটি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। সূত্র: বিডি প্রতিদিন।
‘আত্মহত্যার অভিনয় করতে গিয়ে মারা যায় বৈশাখী’
রাজধানীর পল্লবী থানার আদর্শ নগর এলাকায় মাকে পুলিশি নির্যাতনের প্রতিবাদে মেয়ের আত্মহত্যার অভিযোগ উঠেছে। নিহত কিশোরীর নাম বৈশাখী (১৫)। আর তার মায়ের নাম লাভলী।সোমবার (২৪ জুলাই) রাতে কালশী আদর্শ নগর ১১ নম্বর রোডের ২১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।এলাকাবাসীর দাবি, ২১ নম্বর চারতলা বাড়িটির মালিক লাভলী। তার বিরুদ্ধে দুটি মাদক মামলা আছে। মাঝে-মধ্যেই পল্লবী থানা পুলিশ ওই বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে টাকা দাবি করে। রবিবারও এক লাখ টাকা নিয়ে যায় পুলিশ। সোমবার (২৪ জুলাই) লাভলীর বাসায় পুলিশ গিয়ে ৫ লাখ টাকা দাবি করে। কিন্তু টাকা না দেওয়ায় তাকে নির্যাতন করা হয়। এ সময় পল্লবী থানা পুলিশের সামনেই ওই কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।বৈশাখীর মামা সুজন গণমাধ্যমকে বলেন, বিকেল ৫টার দিকে আমার বোন লাভলীর বাসায় গিয়ে তার কাছে কোনো মাদক না পেলেও ইয়াবা দিয়ে ফাঁসানোর ভয় দেখায় পুলিশ। মোটা অংকের টাকা দাবি করে। তিনি আরও বলেন, লাভলী ৫০ হাজার টাকা দিলেও তাকে নির্যাতন করে পল্লবী থানার এসআই জহিরুল ও ফেরদৌস। এ দৃশ্য দেখে আমার ভাগ্নি কষ্টে পুলিশের সামনেই আত্মহত্যা করে। সূত্র: দেশ রুপান্তর
বিচার ব্যবস্থা সংস্কার ভোট
ইসরায়েলে পার্লামেন্টের বাইরে বিক্ষোভকারীদের ওপর জলকামান, গ্রেপ্তার ৬
বিচারব্যবস্থা সংস্কারের লক্ষ্যে অনুষ্ঠেয় ভোটকে কেন্দ্র করে ইসরায়েলজুড়ে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ চলছে।সোমবার (২৪ জুলাই) রাজধানী জেরুজালেমের পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভকারীরা প্রতিবাদ জানাতে গেলে তাদের ওপর জলকামান ছোড়ে পুলিশ এবং সেখান থেকে ছয় বিক্ষোভকারীকে গ্রেপ্তারও করা হয়েছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই সংস্কার পরিকল্পনার মধ্য দিয়ে দেশটির আদালতের ক্ষমতা খর্ব করা হবে বলে অভিযোগ উঠেছে। তবে তার সরকারের দাবি, এই পরিকল্পনা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। এদিকে নেতানিয়াহুর এ উদ্যোগকে ইসরায়েলের গণতন্ত্রের প্রতি হুমকি বলে মনে করছেন বিরোধীরা ।গত কয়েক দিন ধরে চলা এ বিক্ষোভ সমাবেশ তেল আবিব থেকে শুরু হয়ে রাজধানী জেরুজালেমে অবস্থান নেয়। প্রধানমন্ত্রীর এই সংস্কার উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশটির প্রধান দেড়শ’ প্রতিষ্ঠান , যার মধ্যে ব্যাংকও রয়েছে। এই প্রতিষ্ঠানের কর্মীরা সোমবারের প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছে। সূত্র: দেশ রুপান্তর
মস্কোতে ফের ড্রোন হামলা
ইউক্রেনকে দুষছে রাশিয়া
রাশিয়ার রাজধানী মস্কোতে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার ভোরের এই হামলায় মস্কোর অন্তত দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই হামলার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছে রাশিয়া। খবর বিবিসি, সিএনএনের। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দুটি ইউক্রেনীয় ড্রোনকে ‘বিধ্বস্ত করে দেওয়া হয়েছে।’ অবশ্য হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে রাশিয়ার এই মন্ত্রণালয়। রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, হামলা চালাতে আসা একটি ড্রোন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছাকাছি এলাকায় পড়েছে। তবে ইউক্রেনীয় সরকার এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। টেলিগ্রামে পোস্ট করা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দুটি ড্রোন ব্যবহার করে মস্কো শহরে কিয়েভ সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।’ মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, স্থানীয় সময় সোমবার ভোর ৪টার দিকে ওই দুটি ড্রোন ‘আবাসিক নয়’ এমন ভবনগুলোতে আঘাত হানে। তিনি আরও জানান, হামলায় ভবনগুলোর বড় কোনো ক্ষতি হয়নি। রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা তাস জানিয়েছে, মস্কো শহরের কমসোমলস্কি অ্যাভিনিউ বরাবর ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।ড্রোন হামলায় ধ্বংস ওডেসায় শস্যভান্ডার : ড্রোন হামলায় ইউক্রেনের ওডেসা অঞ্চলের শস্যভান্ডার ধ্বংস হয়ে গেছে। সোমবার রাশিয়ার আক্রমণাত্মক হামলায় এ ঘটনা ঘটে। দক্ষিণ ইউক্রেনের সামরিক বাহিনী টেলিগ্রামে জানিয়েছে, আজ রাতে ‘শাহেদ-১৩৬’ ড্রোন দ্বারা প্রায় চার ঘণ্টার আক্রমণটি ওডেসা অঞ্চলের দানিয়ুবের বন্দর অবকাঠামোতে পরিচালিত হয়েছিল। সূত্র: যুগান্তর
বায়োফার্মার দুর্নীতি-পাচারের অনুসন্ধান চলবে
ওষুধ কোম্পানি বায়োফার্মা লিমিটেডের পরিচালকদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, কর ফাঁকি ও টাকা পাচারের অভিযোগ তদন্তের নির্দেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে বায়োফার্মার পক্ষে করা আবেদন (লিভ টু আপিল) খারিজ করে গতকাল সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। সেইসঙ্গে দুই মাসের মধ্যে হাইকোর্টে এ-সংক্রান্ত রুল নিষ্পত্তিরও নির্দেশ দেওয়া হয়েছে। দৈনিক কালবেলায় গত ১৮ এপ্রিল প্রকাশিত ‘দেশে দেশে পাচার বায়োফার্মার টাকা’ শীর্ষক প্রতিবেদনের ভিত্তিতে করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২৪ মে হাইকোর্ট রুলসহ অনুসন্ধানের আদেশ দেন। অভিযোগ অনুসন্ধান করার দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে নির্দেশ দেন। একই সঙ্গে রিট আবেদকারী ওই কোম্পানির শেয়ারহোল্ডার ডা. মোর্শেদ উদ্দিন আকন্দ এবং ডা. জাহাঙ্গীর আলমকে বরখাস্তের বিষয়ে দেওয়া আবেদন নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি এই দুর্নীতি এবং অর্থ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিবাদীদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এই দুর্নীতি এবং অর্থ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করা হয়। সূত্র; কালবেলা।
ভারতে ৭৪ রোহিঙ্গা গ্রেপ্তার
ভারতে নারী ও শিশুসহ ৭৪ জন রোহিঙ্গা শরণার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির উত্তর প্রদেশের ছয়টি জেলায় ‘অবৈধভাবে’ বসবাস করার জন্য তাদের গ্রেপ্তার করা হয়। খবর- আল-জাজিরা -গ্রেপ্তারদের মধ্যে ১৪ জন নারী ও পাঁচজন শিশু। পুলিশ বলছে, মিয়ানমার থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে তারা উত্তরপ্রদেশ রাজ্যের ছয়টি জেলায় বসবাস করছিল। সূত্র: সমকাল
এবার কোরআন পোড়ানো হলো ডেনমার্কে, ইরাকে বিক্ষোভ
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইরাক দূতাবাসের সামনে গতকাল সোমবার ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পুড়িয়েছেন ‘ড্যানিশ প্যাট্রিয়ট’ গ্রুপের দুই বিক্ষোভকারী। এ ঘটনার নিন্দা জানিয়েছে ইরাক। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কর্তৃপক্ষকে বাকস্বাধীনতা এবং বিক্ষোভের অধিকারের সুরক্ষার বিষয়টি অবিলম্বে আরও একবার ভেবে দেখার আহ্বান জানিয়েছে। সূত্র আজকের পত্রিকা।
ডেনমার্কে কোরআন পোড়ানোর ঘটনায় ইরাক ও তুরস্কসহ বিভিন্ন মুসলিম দেশে বিক্ষোভ
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইরাকের দূতাবাসের বাইরে সোমবার “ড্যানিশ প্যাট্রিয়ট” নামে একটি গোষ্ঠীর কোরআন পোড়ানোর ঘটনার কড়া নিন্দা জানিয়েছে ইরাক ও কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ।শুক্রবার কট্টর ডানপন্থী এই গোষ্ঠী ফেসবুকে এমন আরেকটি ঘটনার লাইভস্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার করে। এ ঘটনার পর প্রায় এক হাজার বিক্ষোভকারী বাগদাদে ডেনমার্ক দূতাবাসের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে।সুইডেনের রাজধানী স্টকহোমে পরিকল্পিতভাবে একটি কোরআন পোড়ানোর ঘটনার পর গত সপ্তাহে বাগদাদে সুইডেনের দূতাবাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারী জনতা। সে সময় তারা দূতাবাসের দেয়াল বেয়ে ভবনের ভেতরে প্রবেশ করে এবং আগুন দেয়। এক মাসের মধ্যে দ্বিতীয়বার কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করে তারা। সূত্র: বিবিসি বাংলা ।