শক্তিশালী ইতালির কাছে হেরে গেলো আর্জেন্টিনা
ফিফা নারী বিশ্বকাপের নবম আসরে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল শক্তিশালী ইতালি। আর্জেন্টিনা বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৮ নম্বর দল। আর ইতালির র্যাঙ্কিং ১৬তম।
সোমবার (২৪ জুলাই) দুপুর ১২টায় নারী বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে দুই দলের শক্তির পার্থক্য বেশ বোঝা গেলো। আর্জেন্টিনা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে ইতালিকে আটকে রাখতে চাইলেও শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা।


এদিন নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে ‘জি’ গ্রুপের ম্যাচে ইতালির কাছে ম্যাচের ৮৭ তম মিনিটে গোল হজম করে আলবিসেলেস্তে মেয়েরা। ক্রিস্টিনা জিরেল্লির ওই গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে শক্তিশালী ইতালি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ছিলো ইতালি। পুরো ম্যাচে আর্জেন্টিনার ৫ শটের বিপরীতে তারা ১১টি শট নিয়েছে। এমনকি তারা দুইবার বল জালেও জড়িয়েছিল। কিন্তু অফসাইডের কারণে ১৬ মিনিটে আরিয়ানা কারুসো এবং ৪১ মিনিটে ভ্যালেন্তিনা জিয়াসিনতির গোল বাতিল করে দেন রেফারি।
সারাদিন/২৪ জুলাই/এমবি