নুরের সঙ্গে কেএনফের সংশ্লিষ্টতা, যাচাই-বাছাইয়ের কাজ গোয়েন্দারা’
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) যোগাযোগ খতিয়ে দেখছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, কেএনএফের ভেরিফাইড ফেসবুক পেজে নুরকে নিয়ে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। তার সঙ্গে কেএনফের যোগাযোগের বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সামনে এসেছে। গোয়েন্দারা সুক্ষ্মভাবে বিষয়টি যাচাই-বাছাই করে দেখছেন।


সোমবার (২৪ জুলাই) র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
কমান্ডার মঈন বলেন, কেএনএফের সঙ্গে নুরের সংশ্লিষ্টতা পাওয়া গেলে এ বিষয়ে পরে বলা যাবে। বাহ্যিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কেএনফের ভেরিফায়েড পেজে যেহেতু এ বিষয়ে মন্তব্য করা হয়েছে, সেক্ষেত্রে যোগাযোগ থাকতেই পারে।
এদিকে কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন নুরুল হক নুর। তিনি বলেন, এগুলো একবারেই বানোয়াট ও আজগুবি কথাবার্তা। এ ধরনের কোনো যোগাযোগ আমার নাই।