আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
জঙ্গি সংগঠন জামাতুল আনসারের আমিরসহ তিনজন মুন্সিগঞ্জে আটক: র্যাব
নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমির আনিসুর রহমানসহ তিনজনকে আটকের তথ্য জানিয়েছে র্যাব। আজ সোমবার সকাল ছয়টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার নওপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করেন র্যাব-১০–এর সদস্যরা। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিরা হলেন, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমির আনিসুর রহমান ওরফে মাহমুদ, সিরাজ ও মাহফুজুর রহমান ওরফে বিজয়। তাঁদের কাছ থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। গত বছর ২৩ আগস্ট কুমিল্লা থেকে আট তরুণ নিখোঁজ হয়েছিলেন। ওই ঘটনার তদন্ত করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামে নতুন জঙ্গি সংগঠনের তথ্য পায়। সূত্র: প্রথম আলো


ঢাকার ১১ এলাকায় ডেঙ্গু রোগী বেশি, মৃত্যু ৯ জনের
ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি এবং দক্ষিণ সিটি করপোরেশনের ছয়টি এলাকাকে ডেঙ্গুর জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই ১১টি এলাকা থেকেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। দেশে গতকাল রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ৯ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ২৯২ জন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ। এ নিয়ে এ বছরে মারা গেছে ১৭৬ জন। দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য শেফিল্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট খোন্দকার মেহেদী আকরাম কালের কণ্ঠকে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্যানুযায়ী, প্রতি ১০০ জনে ১০ জন রোগী সিভিয়ার ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। এই হার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। তাই বাংলাদেশে মৃত্যু বেশি হচ্ছে। সূত্র: কালের কণ্ঠ
বেপরোয়া শীর্ষ সাইবার অপরাধীরা
বিদেশে বসেই সক্রিয় সাইবার সন্ত্রাসীরা। লাগামহীনভাবে তারা চালিয়ে যাচ্ছে গুজবসহ সরকার ও দেশবিরোধী নানা অপপ্রচার। প্রযুক্তির অপব্যবহার করে দীর্ঘদিন ধরেই এরা ব্ল্যাকমেল করে যাচ্ছে দেশে ও বিদেশে অবস্থানরত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা কিংবা সরকারি-বেসরকারি কর্মকর্তাদের। নিজেদের অবস্থান ও মানসম্মানের কথা ভেবে ভুক্তভোগীদের অনেকেই এ সাইবার-দুর্বৃত্তদের খাই মেটাতে বাধ্য হচ্ছেন; তাদের চাওয়া মোটা অঙ্কের টাকা-পয়সা নীরবে দিয়ে দিচ্ছেন। অবৈধ হুন্ডির মাধ্যমে সে টাকা পৌঁছছে তাদের কাছে। তবে তৃপ্তির বিষয় হলো, এসব সাইবার সন্ত্রাসী নিজেরা মাঝেমধ্যেই নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের টকশোয় কিংবা নিজেরাই ফেসবুক লাইভে এসে একে অপরের অবৈধ কর্মকাণ্ড তুলে ধরছে। তারা নিজেরাই বের করে আনছে লুকিয়ে থাকা থলের বেড়াল। অন্যদিকে এমন ৬০ জন সাইবার সন্ত্রাসীর তালিকা করেছে র্যাব-পুলিশসহ সরকারের বিভিন্ন সংস্থা। এদের মধ্যে শীর্ষ ২৭ জনকে রেডমার্কে রেখে তাদের বিষয়গুলো খতিয়ে দেখছে অনেকগুলো সংস্থা। এরই মধ্যে এদের তিনজনের অপরাধের ফিরিস্তি তুলে ধরে আন্তর্জাতিক পুলিশ সংস্থাকে (ইন্টারপোল) অবহিত করেছে পুলিশ সদর দফতরের এনসিবি শাখা। তবে সাইবার অপরাধীদের লাগাম টানতে না পারার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীদের অনেকেই। সূত্র: বিডি প্রতিদিন।
মহাসমাবেশ পাল্টা সমাবেশ ঘোষণায় সংঘাতের শঙ্কা
রাজপথ দখলে রাখতে ‘চূড়ান্ত লড়াই’-এর দিকে যাচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। বিরোধীদের মহাসমাবেশের দিন আগামী বৃহস্পতিবার রাজধানীতে পাল্টা সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীনরা। দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে জনমনে। আগামী সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক মহল থেকে বারবার সমঝোতার তাগিদ দেওয়া হলেও সে পথে হাঁটছে না কেউ। ইতোমধ্যে শোডাউনের জবাবে পাল্টা শোডাউনে দু’জনের প্রাণহানির ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর ও নড়াইলে। এমন পরিস্থিতিতে বিএনপির মহাসমাবেশের দিন রাজধানীতে সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন সামনে রেখে রাজনীতির মাঠ গরম হওয়াই স্বাভাবিক। তবে সহিংসতা কোনোভাবেই কাম্য হতে পারে না। যদিও পূর্বঘোষিত যুবলীগের এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজ ২৪ জুলাই। গতকাল রাতে অবশ্য সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে ‘শান্তি সমাবেশ’ নাম দিয়ে যুবলীগের সঙ্গে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগকেও মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে শনিবার রাজধানীতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মহাসমাবেশের ঘোষণা দেন। এরপর গতকাল রোববার দুপুরে যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগীয় কর্মসূচি ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ ২৪ জুলাইয়ের পরিবর্তে বৃহস্পতিবার ধার্য করা হয়। সূত্র: সমকাল
পরিচালকদের ঋণ ২ লাখ ৩২ হাজার কোটি টাকা
ব্যাংক খাতে ১৪ লাখ কোটি টাকার বেশি ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ব্যাংক পরিচালকরা নিয়েছেন প্রায় ২ লাখ ৩২ হাজার কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ১০ দশমিক ৯৩ শতাংশ। এর বেশির ভাগই যোগসাজশের ঋণ। এর মধ্যে খেলাপি হয়ে গেছে প্রায় ৭৫৭ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের শূন্য দশমিক ৩৩ শতাংশ। যদিও ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, এক টাকাও খেলাপি থাকলে ব্যাংকের পরিচালক হওয়া বা থাকার সুযোগ নেই। কিন্তু বাস্তবে এক্ষেত্রে আইনের প্রয়োগ নেই। যে কারণে খেলাপি হয়েও অনেকে পরিচালক পদে বহাল আছেন। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। সংশ্লিষ্টরা বলেন, নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্যাংক পরিচালকরা যোগসাজশের মাধ্যমে ঋণ নিচ্ছেন। মানে-‘আমার ব্যাংক থেকে তুমি নাও, তোমার ব্যাংক থেকে আমি নেব’, এ পদ্ধতিতে ঋণ নিয়েছেন পরিচালকরা। এরপর পরিশোধের ক্ষেত্রে তারা ছলচাতুরির আশ্রয় নেন। এতে তাদের কাছে পাহাড় পরিমাণ অর্থ পুঞ্জীভূত হয়েছে। জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম যুগান্তরকে বলেন, এখানে সুশাসন নেই। নেই কোনো আইনের প্রয়োগ। পরিচালকরা ব্যাংক থেকে টাকা নিয়ে তা আর ফেরত দিচ্ছেন না। এক ব্যাংকের পরিচালক অন্য ব্যাংক থেকে যোগসাজশ করে ঋণ নেওয়ার প্রবণতা ভয়াবহ আকার ধারণ করেছে। এসব বন্ধ না করলে পরিস্থিতি আরও খারাপ হবে। সূত্র; যুগান্তর
তরল খেতে পারলে হাসপাতালে নয়
ডেঙ্গু আক্রান্ত সব রোগীর হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর থেকে বলা হয়েছে, নির্দিষ্ট কিছু বিপদচিহ্ন থাকলে তবেই হাসপাতালে ভর্তি হতে হবে। বাকিদের বাসায় বসে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিলেই চলবে। বিপদচিহ্নগুলো হলো পেটে ব্যথা, অত্যধিক পানি পিপাসা থাকা, ঘন ঘন বমি হওয়া বা বমি বন্ধ না হওয়া, রক্তবমি বা কালো পায়খানা হওয়া। অনেক রোগীর দাঁতের মাড়ি থেকে রক্তপাত হয় ও কারও কারও ছয় ঘণ্টার বেশি সময় প্রস্রাব না হলে তাদের হাসপাতালে যেতে হবে। এ ছাড়া প্রচণ্ড শ্বাসকষ্ট ও অত্যধিক শারীরিক দুর্বলতা অনুভব এবং শরীরের তাপমাত্রা অস্বাভাবিক কমে গেলে রোগীকে হাসপাতালে যেতে হবে। তবে বিপদচিহ্ন না থাকলেও ডেঙ্গু আক্রান্ত অন্তঃসত্ত্বা ও শিশু এবং যেসব বয়স্ক মানুষ ডায়াবেটিসসহ অন্যান্য দুরারোগ্য রোগে আক্রান্ত, তাদের হাসপাতালে ভর্তি হতে হবে বলেও জানিয়েছে অধিদপ্তর। গতকাল রবিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মো. হাবিবুল আহসান তালুকদার এসব পরামর্শ দেন।সূত্র; দেশ রুপান্তর
রাজউকের প্লট পাচ্ছেন আরও ১৫ সংসদ সদস্য
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র কয়েক মাস। এই সময়ে একাদশ সংসদের ১৫ সংসদ সদস্যকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দ দিচ্ছে সরকার। তাঁদের ১ জন স্বতন্ত্র এবং বাকি ১৪ জন আওয়ামী লীগদলীয় সদস্য। তাঁদের ৯ জন সংরক্ষিত নারী আসনের সদস্য। এই ১৫ সংসদ সদস্য রাজউকের পূর্বাচল উপশহর প্রকল্পে প্লট পাচ্ছেন। সংরক্ষিত কোটা থেকে তাঁদের প্লট দেওয়া হচ্ছে। রাজউকের সূত্র বলেছে, একসঙ্গে এত প্লট না থাকায় দ্বৈত প্লট বাতিল করে পর্যায়ক্রমে তাঁদের বরাদ্দ দেওয়া হবে। জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সংরক্ষিত কোটা থেকে আমরা সংসদ সদস্যদের প্লট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তালিকা দেওয়া হয়েছে।’ সূত্র বলেছে, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় প্লট বরাদ্দ দিতে একাদশ সংসদের ১৫ জন্য সদস্যের একটি তালিকা ১৩ জুলাই রাজউকের চেয়ারম্যানের কাছে পাঠায়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত ওই চিঠিতে এই সংসদ সদস্যদের সবাইকে ৩ কাঠা আয়তনের একটি করে প্লট দিতে বলা হয়। এই চিঠি পাওয়ার পর রাজউক প্লট বরাদ্দ দেওয়ার পরবর্তী কার্যক্রম শুরু করেছে। সূত্র: আজকের পত্রিকায়।
‘মহাসমাবেশ পাল্টা সমাবেশ ঘোষণায় সংঘাতের শঙ্কা’
দৈনিক সমকালের প্রধান শিরোনাম, “মহাসমাবেশ পাল্টা সমাবেশ ঘোষণায় সংঘাতের শঙ্কা”। প্রতিবেদনে বলা হচ্ছে, বৃহস্পতিবার বিরোধী দল বিএনপি ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে। একই দিন পাল্টা সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। খবরে বলা হয়েছে, দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে জনমনে। আগামী সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক মহল থেকে বারবার সমঝোতার তাগিদ দেয়া হলেও সে পথে হাঁটছে না কেউ। ইতোমধ্যে শোডাউনের জবাবে পাল্টা শোডাউনে দুই জনের প্রাণহানির ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর এবং নড়াইলে। নির্বাচন পদ্ধতি নিয়ে বড় দুই দলের বিরোধ নিয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম, “অনিশ্চয়তা বাড়ছে রাজনীতিতে”। প্রতিবেদনে বলা হচ্ছে, নির্বাচন ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি এখন বিপরীতমুখী ও অনমনীয় অবস্থানে রয়েছে। সূত্র: বিবিসি বাংলা
জঙ্গি দল জামাতুল আনসারের আমির গ্রেপ্তার
মুন্সিগঞ্জের লৌহজংয়ে এক বাড়ি ঘিরে অভিযান চালিয়ে নতুন জঙ্গি দল জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমির মো. আনিসুর রহমান ওরফে মাহমুদসহ তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। রোববার রাত ৩টা থেকে লৌহজং উপজেলার বড়নওপাড়া গ্রামে এই অভিযানে ওই বাড়ি থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী পুস্তিকা ও নগদ টাকা জব্দ করার কথা জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।তিনি বলেছেন, সোমবার ঢাকায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে-বিডি নিউজ
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট কাজ করছে। সোমবার (২৪ জুলাই) সাড়ে ১০টার দিকে ফকির এপারেলস নামে ওই পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সূত্র: জাগো নিউজ