কবিরহাট উপজেলা আ. লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত
কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ আমাদের প্রধান শত্রু। আর এ দুইয়ের বিশ্বস্ত ঠিকানা বিএনপি। আমাদের অস্তিত্বের লড়াই চলছে। আপনারা প্রস্তুত থাকবেন। যে হাত আগুন নিয়ে পোড়াতে আসবে সেই হাত ভেঙে দেবেন। যে হাত ভাঙচুর করতে আসবে সে হাতও ভেঙে দেবেন।’


শনিবার (২২ জুলাই) নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে দুপুরে কবিরহাট সরকারি কলেজ মাঠে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই কবিরহাট উপজেলার বিভিন্ন শাখার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলে আসতে শুরু করেছেন। শেখ হাসিনা সরকার, বারবার দরকার স্লোগানে নেতাকর্মীরা মিছিল মুখরিত করে তোলে।
কবিরহাট উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ। প্রধান অতিথি মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগমন উপলক্ষে কবিরহাট উপজেলার সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার তিন বারের নির্বাচিত সফল মেয়র জহিরুল হক রায়হান এর নির্দেশে ১ নং নরোত্তমপুর ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে উক্ত সমাবেশে উপস্থিত হয়।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান এ কে এম সিরাজ উল্লাহ, সেক্রেটারি বাহার উদ্দিন, “ইউনিয়ন যুবলীগ নেতা বাহালুল,মিলন ও গোলাম মর্তুজা ফরমান মিঞা” সহ যুব লীগের বিভিন্ন নেতৃবৃন্দ সাথে ১ নং নরোত্তমপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো: রাজু, আহাদ ইবনে আওলাদ, রায়হান ভুট্টু, কবির হোসেন।
১ নং নরোত্তমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আহাদ ইবনে আওলাদ (মিঞা) জানান, ওবায়দুল কাদের মন্ত্রী মহোদয়ের আগমন উপলক্ষে প্রিয় নেতা জহিরুল হক রায়হান ভাইয়ের নির্দেশে এবং উনার নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন এর নেতৃবৃন্দের মাধ্যমে ইউনিয়ন ভিত্তিক মিছিল এসে উপস্থিত হয় উক্ত সমাবেশে।
এছাড়াও সমাবেশে জেলা, উপজেলা আওয়ামী লীগের, অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সারাদিন. ২৩ জুলাই