আগামী ২৭ জুলাই তারণ্যের সমাবেশ করতে করবে যুবলীগ
দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে ‘তারুণ্যের জয়যাত্রা’ ব্যানারে ঢাকায় সমাবেশ করবে যুবলীগ।
রোববার (২৩ জুলাই) যুবলীগের দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


জানা গেছে, দেশব্যাপী ‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, নৈরাজ্য ও তাণ্ডবের’ প্রতিবাদে ‘তারুণ্যের জয়যাত্রা’ ব্যানারে যুবলীগের এই সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনের ফাঁকা জায়গা সমাবেশের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে।
তবে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল শনিবার (২২ জুলাই) শান্তি সমাবেশে জানিয়েছিলেন ২৪ জুলাই সমাবেশ হবে। পরে যুবলীগের দপ্তর থেকে জানানো হয়, এ সমাবেশ হবে ২৭ জুলাই।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেন, বিএনপি বিদেশিদের কাছে গিয়ে ধরনা দেয় কিন্তু ধরনা দিয়েও কাজ হবে না। অর্থনৈতিক মন্দার ফলে তারা (বিদেশি) নিজেদের নিয়ে এখন ‘চাচা আপন প্রাণ বাঁচা’ অবস্থায়।
এর আগে, শনিবার (২২ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ করে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল।একই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শান্তি সমাবেশে করে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ। সেখানেই সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল আগামী ২৪ জুলাই সমাবেশ করার ঘোষণা দেন। পরে সমাবে