‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দর্শন ও দূরদর্শিতা ফুটে উঠেছে ৫৬০ টি মডেল মসজিদে’

লোহাগাড়া প্রতিনিধি:লোহাগাড়া প্রতিনিধি:
প্রকাশিত: ৫:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০২৩

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। পৃথিবীর অনেক শক্তিশালী দেশের চেয়েও এখন বাংলাদেশের জিডিপি ও এসডিজির অগ্রগতি ভালো।
বিভিন্ন অবকাঠামো ও রাষ্ট্রীয় উন্নয়নের পাশাপাশি দেশরত্ন শেখ হাসিনা ধর্মীয় ও নৈতিক উন্নয়নের দিকেও নজর দিয়েছেন।

পিতার দেখানো পথ ধরে তিনি জাতিগত সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছেন। আর এই জন্যই দেশের মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ জনগোষ্ঠীর ইবাদতের জায়গার নির্মাণ শুধু নয়, সেটিকে মডেল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন তিনি।

শুক্রবার (২১ জুলাই) এম এ মোতালেব সিআইপি লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের মিরিখিল কেন্দ্রীয় জামে মসজিদের নবনির্মিত ও সম্প্রসারিত কার্যক্রম পরিদর্শন করেন এবং উন্নয়নের কাজের জন্য ব্যক্তিগত পক্ষ হতে পাঁচ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু, সহ সভাপতি মিয়া কাশেম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মিন্টু, চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহা আলম পল্টু, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন, উপজেলা তাঁতীলীগের সভাপতি নাসির উদ্দীন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক খোরশেদ আলম, ইউনিয়ন পরিষদ সদস্য জাফর আলম, তামাকুমন্ডি লেইন বনিক সমিতির উপদেষ্টা জসিম উদ্দিন কবির, সাতকানিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন সহ স্থানীয় জনসাধারণ।