আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
ইউক্রেনে গুচ্ছ বোমাই ব্যবহৃত হচ্ছে, নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র
হোয়াইট হাউজ থেকে নিশ্চিত করা হয়েছে যে ইউক্রেন নিজ ভূখণ্ডে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহার করছে। দেশটির জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন প্রাথমিকভাবে যে ধারণা পাওয়া যাচ্ছে তাতে করে বোঝা যাচ্ছে যে রাশিয়ানদের অবস্থান বা অভিযানকে লক্ষ্য করে এই বোমা কার্যকরভাবেই ব্যবহার করা হচ্ছে।ক্লাস্টার বোমা বলতে সাধারণত অনেকগুলো ছোট ছোট বোমাকে বোঝায়, যা লক্ষ্যবস্তুতে একসাথে নিক্ষেপ করা হয়। বেসামরিক মানুষের বেশি হতাহতের ঝুঁকি থাকায় বিশ্বের একশটিরও বেশি দেশ ক্লাস্টার বোমা নিষিদ্ধ করেছে।যুক্তরাষ্ট্র ইউক্রেনে যুদ্ধাস্ত্র সরবরাহ কার্যক্রমকে জোরদার করতে এই বোমা সরবরাহ করতে সম্মত হয়েছে। ইউক্রেন অঙ্গীকার করে বলেছে, তারা এই বোমা শুধু সুনির্দিষ্টভাবে রাশিয়ান শত্রু সেনাদের লক্ষ্য করে ব্যবহার করবে। সূত্র: বিবিসি বাংলা।
যৌন সহিংসতা
মণিপুরে নারী লাঞ্ছনায় ভারতজুড়ে তোলপাড়
* দোষীদের ছাড় দেওয়া হবে না : মোদি * সুপ্রিম কোর্টের উদ্বেগ * একজন গ্রেপ্তার


ভারতের জাতিগত সহিংসতাকবলিত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে দুই নারীকে অবমাননা করার ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। জনমনের ক্ষোভের কারণ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিও যাতে দেখা যায়, একদল উত্তেজিত লোক দুই নারীকে বিবস্ত্র করিয়ে রাস্তায় হাঁটাচ্ছে। মণিপুরের এ ঘটনা ‘ভারতকে লজ্জিত করেছে’ মন্তব্য করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না।পুলিশ জানিয়েছে, নারী অবমাননার ঘটনায় ‘অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুর্বৃত্তদের’ বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণ ও অপহরণের মামলা করা হয়েছে।এরই মধ্যে একজনকে আটক করা হয়েছে এবং অন্যদেরও আটক করা হবে।সূত্র: কালের কণ্ঠ
তুরস্কে যাচ্ছেন নেতানিয়াহু, এরদোয়ানের সঙ্গে করবেন বৈঠক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২৮ জুলাই তুরস্ক সফর করবেন। এই সফরে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন। উভয় নেতার কার্যালয় গতকাল বৃহস্পতিবার রাতে এই তথ্য জানিয়েছে।ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসও তুরস্ক সফরে যাচ্ছেন। ২৫ জুলাই তাঁর তুরস্ক সফরে যাওয়ার কথা রয়েছে। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য জানিয়েছে। অর্থাৎ মাহমুদ আব্বাসের তুরস্ক সফরের দিন কয়েকের মাথায় দেশটিতে যাবেন নেতানিয়াহু।তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, এরদোয়ান একই সপ্তাহে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তাঁর দেশে স্বাগত জানাবেন। আলোচনায় থাকবে তুরস্ক-ফিলিস্তিন সম্পর্ক, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সবশেষ পরিস্থিতিসহ অন্যান্য প্রাসঙ্গিক আন্তর্জাতিক বিষয়াবলি। সূত্র: প্রথম আলো
প্রিগোজিনের সঙ্গে পুতিনের ‘অবমাননাকর চুক্তি’
ভাড়াটে যোদ্ধা ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভগিনি প্রিগোজিনের গত মাসে ব্যর্থ অভ্যুত্থান নিয়ে এবার কথা বললেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থার প্রধান। চেক প্রজাতন্ত্রের রাজধানীতে বিরল বক্তৃতায় এমআই৬-এর প্রধান রিচার্ড মুর বলেন, আমি মনে করি তিনি (পুতিন) সম্ভবত চাপ বোধ করেছিলেন। প্রিগোজিন তাঁরই তৈরি। আরও পরিষ্কারভাবে বললে সম্পূর্ণরূপে তাঁর নিজ হাতে তৈরি। তিনি সত্যিই প্রিগোজিনের বিরুদ্ধে লড়াই করেননি। বেলারুশের নেতার মাধ্যমে নিজের পিঠ বাঁচাতে তিনি প্রিগোজিনের সঙ্গে অবমাননাকর চুক্তি করেছিলেন তিনি। প্রাগে ব্রিটিশ রাষ্ট্রদূতের বাসভবনে মুরের এ মন্তব্য প্রিগোজিনের অত্যাশ্চর্য কিন্তু স্বল্পস্থায়ী বিদ্রোহ সম্পর্কে একজন পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তার অন্তর্দৃষ্টি তুলে ধরে। গত ২৩ জুন ওয়াগনার নেতা রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দিয়ে মস্কো অভিমুখে যাত্রা শুরু করেছিলেন। বেলারুশের প্রেসিডেন্টের মধ্যস্থতায় একটি চুক্তির মাধ্যমে কয়েক ঘণ্টার শ্বাসরুদ্ধকর উত্তেজনার সমাপ্তি ঘটে। এর দুই সপ্তাহেরও বেশি সময় পরে ক্রেমলিন জানায়, প্রিগোজিনসহ অন্যান্য ওয়াগনার নেতা বিদ্রোহ শেষ হওয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কয়েক ঘণ্টাব্যাপী বৈঠক করেন। সূত্র; সমকাল
শস্য চুক্তিতে ফিরতে পাঁচ শর্ত পুতিনের
বিশ্ববাজারে তীব্রভাবে বাড়ছে গমের দাম, ভুট্টার দাম বেড়েছে ৫.৪ শতাংশ * ইউক্রেনের সব জাহাজকে সামরিক লক্ষ্যবস্তু হিসাবে দেখবে রাশিয়া
শস্য চুক্তি প্রত্যাহার করার পর আবারও চুক্তিতে ফিরতে পাঁচ শর্র্ত দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বললেন, পশ্চিমারা তাদের পাঁচ শর্ত পূরণ করার সঙ্গে সঙ্গেই রাশিয়া অবিলম্বে চুক্তিতে ফিরে আসবে। স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে এ কথা বলেন পুতিন। রয়টার্স। কৃষ্ণসাগর রুট ধরে ইউক্রেনের শস্য সরবরাহের নতুন শর্তগুলো হলো-১. সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশনে (সুইফট) রাশিয়ার কৃষি ব্যাংককে আবারও অন্তর্ভুক্ত করতে হবে। ২. রাশিয়ান কৃষি যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ রপ্তানি পুনরায় শুরু করতে হবে। ৩. রুশ জাহাজের বিমা ও বন্দরে প্রবেশের নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে হবে। ৪. রুশ টোগলিয়াত্তি থেকে ইউক্রেনের ওডেসা পর্যন্ত ক্ষতিগ্রস্ত অ্যামোনিয়া রপ্তানির পাইপলাইনগুলো প্রতিস্থাপন করতে হবে। ৫. রুশ সার কোম্পানিগুলোর অ্যাকাউন্ট ও আর্থিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। সন্ধির পাশাপাশি কৃষ্ণসাগর নৌ-রুট ব্যবহারকারীদের উদ্দেশে কঠোর হুমকিও দিয়েছে মস্কো। বৃহস্পতিবার এক বিবৃতিতে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ইউক্রেনের বন্দর থেকে ছাড়া সব জাহাজকে সামরিক লক্ষবস্তু হিসাবে বিবেচনা করা যেতে পারে। সূত্র: যুগান্তর
ইউক্রেনের বন্দরে ভয়াবহ রুশ হামলা
খাদ্য সংকটের মুখে বিশ্ব
বিশ্বের অন্যতম খাদ্যভান্ডার রাশিয়া ও ইউক্রেন। দেড় বছর ধরে দুই দেশই যুদ্ধে লিপ্ত। ফলে বিশ্বজুড়ে দেখা দিয়েছে খাদ্যশস্যের অভাব। একটি গবেষণায় বলা হয়, যুদ্ধের জেরে খাদ্য, জ্বালানি বা আর্থিক, কোনো না কোনো সংকটের মুখে পড়তে হয়েছে ১৬০ কোটি মানুষকে। এর মধ্যে কৃষ্ণসাগরে ইউক্রেনীয় বন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ধ্বংস হয়েছে ৬০ হাজার টন খাদ্যশস্য এবং গুদাম। তবে এ যুদ্ধের মধ্যেই জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় গত বছরের ২৪ জুলাই কৃষ্ণসাগরে ইউক্রেনের বন্দরগুলো দিয়ে শস্য রপ্তানিতে মঞ্জুরি দেয় রাশিয়া। কিন্তু সোমবার সেই ঐতিহাসিক চুক্তি থেকে সরে আসে মস্কো। আর কয়েক ঘণ্টার মধ্যেই মঙ্গলবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসা এবং মাইকোলাইভে হামলা চালায় রুশ সেনাবাহিনী। এর পরও বুধবার পর্যন্ত রাতভর ওডেসা এবং করনোমোর্স্কে কৃষ্ণসাগর উপকূলের বন্দর ও শস্য টার্মিনালগুলোকে নিশানা করে ক্ষেপণান্ত্র হামলা চালায় পুতিন বাহিনী। ওডেসার সামরিক মুখপাত্র শেরহি ব্রাতচুক বলেছেন, ‘সত্যিই ভয়াবহ হামলা হয়েছে। ৬০,০০০ টন শস্য ধ্বংস হয়েছে, যেগুলো একটি বড় জাহাজে তুলে নিরাপদ করিডর দিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল।’ সূত্র: বাংলাদেশ প্রতিদিন।
মাহমুদ আব্বাসের পর তুরস্ক সফরে যাবেন নেতানিয়াহু, কি নিয়ে হবে আলোচনা
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তুরস্ক সফরে যাবেন ২৮ জুলাই। এই সফরে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন। উভয় নেতার কার্যালয় গতকাল বৃহস্পতিবার রাতে এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসও তুরস্ক সফরে যাচ্ছেন। ২৫ জুলাই তার তুরস্ক সফরে যাওয়ার কথা রয়েছে। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য জানিয়েছে। অর্থাৎ মাহমুদ আব্বাসের তুরস্ক সফরের দিন কয়েকের মাথায় দেশটিতে যাবেন নেতানিয়াহু। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, এরদোয়ান একই সপ্তাহে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তার দেশে স্বাগত জানাবেন। আলোচনায় থাকবে তুরস্ক-ফিলিস্তিন সম্পর্ক, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সবশেষ পরিস্থিতিসহ অন্যান্য প্রাসঙ্গিক আন্তর্জাতিক বিষয়াবলি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় নেতানিয়াহুর আসন্ন তুরস্ক সফরের তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। ২০০৮ সালে এহুদ ওলমার্টের পর এই প্রথম কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রী তুরস্ক সফরে যাচ্ছেন। সূত্র: আজকের পত্রিকা।
দুবাইয়ে জনসমক্ষে চিৎকার করায় মার্কিন নারী জেলে
সংযুক্ত আরব আমিরাতের বিলাসবহুল শহর দুবাইয়ে জনসমক্ষে চিৎকার করায় এক মার্কিন নারী পর্যটককে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। ওই নারীর নাম টাইরা ইয়াং অ্যালেন। তিনি টেক্সাসের একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ট্রাক চালক।নিউজ উইকের প্রতিবেদনে বলা হয়, দুই মাসেরও বেশি সময় ধরে দুবাইতে আটকে রয়েছেন টাইরা। তার পরিবারের সদস্যরা মেয়ের ভবিষ্যত নিয়ে চিন্তিত। টাইরার মায়ের দাবি, তার মেয়ের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি জানান, ঘটনাটি ঘটেছিল গত মে মাসে। সে সময় টাইরা তার এক বন্ধুর সাথে দুবাইয়ে বেড়াতে যায়। তারা দুইজন একটি গাড়ি ভাড়া করেছিলেন। পথে একটি দুর্ঘটনার শিকার হলে পুলিশ তাদের আটক করে এবং একপর্যায়ে ছেড়ে দেয়।তবে টাইরা যে প্রতিষ্ঠান থেকে গাড়ি ভাড়া করেছিলেন ঝামেলার সূত্রপাত সেখানেই। ওই প্রতিষ্ঠানে কিছু ব্যক্তিগত জিনিস রেখেছিলেন টাইরা। সেগুলো ফেরত আনতে গেলে তাকে জানানো হয়, নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে জিনিসগুলো ফেরত পাবেন তিনি। এতে রেগে গিয়ে চিৎকার করেন টাইরা। সূত্র: দেশ রুপান্তর
বাসমতি নয় এমন চাল রপ্তানি বন্ধের ঘোষণা ভারতের
সময়মত বৃষ্টি না হওয়ায় ধানের উৎপান কম হয়েছে। তাতে স্থানীয় বাজারে বেড়ে গেছে চালের দাম। পরিস্থিতি সামাল দিতে বাসমতি নয় এমন সব ধরনের সাদা চাল রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। বৃহস্পতিবার ভারত সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। বলা হয়, “ভারতের বাজারে বাসমতি নয় এমন সাদা চালের পর্যাপ্ততা নিশ্চিত করতে এবং অভ্যন্তরীন বাজারে চালের মূল্য বৃদ্ধির প্রবণতা নিয়ন্ত্রণে ভারত সরকার নিজেদের রপ্তানি নীতিতে সংশোধন এনেছে।”গত ১২ মাসে ভারতে খুচরা বাজারে চালের দাম সাড়ে ১১ শতাংশ বেড়ে গেছে বলেও সরকার থেকে জানানো হয়। তার মধ্যে গত একমাসে দাম বেড়েছে ৩ শতাংশ।ভারতে এ বছর বর্ষা মৌসুম শুরু হয়েছে দেরিতে। গত মাসের মাঝামাঝি পর্যন্ত দেশটিতে স্বাভাবিক বৃষ্টিপাত না হওয়ায় ফসলের, বিশেষ করে ধানের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্য জুনের পর থেকে আবার স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ায় তাও ফসলের জন্য ক্ষতিকারক হয়েছে।বিশ্বে ৪০ শতাংশের বেশি চালের যোগান দেয় ভারত। ফলে দেশটি কোনো কারণে রপ্তানি হ্রাস করলেই বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়ে যায়। সূত্র: বিডি নিউজ
সংবাদ ও নিবন্ধ লিখবে গুগলের এআই ‘জেনেসিস’
সম্পূর্ণ নতুন ধরণের প্রযুক্তি সেবা নিয়ে আসছে টেক জায়ান্ট প্রতিষ্ঠান গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি এই সেবার নাম ‘জেনেসিস’, যা সংবাদ ও নিবন্ধ স্বয়ংক্রিয়ভাবে লিখতে সক্ষম। গুগল জানিয়েছে, স্বয়ংক্রিয়ভাবে সংবাদ ও নিবন্ধ লিখবে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সেবা ‘জেনেসিস’। জেনেসিস এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে।স্বয়ংক্রিয়ভাবে সংবাদ লেখা ছাড়াও সাংবাদিকদের আনুষঙ্গিক নানা কাজে সাহায্য করবে ‘জেনেসিস’। সংবাদের আকর্ষণীয় শিরোনাম লিখতেও এটি সহায়তা করবে।তবে তথ্য যাচাইয়ের মতো সেবাগুলো ‘জেনেসিস’দেবে না। সংবাদের বিষয়বস্তু উল্লেখ করামাত্রই স্বয়ংক্রিয়ভাবে লেখা শুরু করে দেবে সেবাটি। সূত্র: চ্যানেল আই অনলাইন