প্রভাষকদের বেতন ফেরত দেওয়ার বিষয়ে স্থিতাবস্থা হাইকোর্টের
সরকারিকরণের পর থেকে কলেজের প্রভাষকদের সপ্তম গ্রেডে বেতন বা এমপিও হিসেবে গ্রহণ করা অর্থ ফেরত দেওয়ার বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সাথে সরকারিকরণকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০১৮ বিধি-৯ অনুযায়ী অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত প্রভাষকদের বেতন স্কেল বিদ্যমান জাতীয় বেতন স্কেলের সংশ্লিষ্ট গ্রেডের প্রারম্ভিক ধাপে নির্ধারণ করা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।


মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ ৮ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুলাই) সিলেট ও সুনামগঞ্জ জেলার সরকারিকরণ হওয়া দুইটি কলেজের ১৮ জন প্রভাষকের দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।
রিটকারীরা হলেন- সিলেট জেলার মো: ফরিদ আহমেদ, মো: বশির আহমেদ, মো: শফিউল আজম চৌধুরী, মো: মইনুল হক চৌধুরী, শান্তিময় দেব, সুনামগঞ্জ জেলার আরাধন চন্দ্র সরকার, রূপচান দাস, অরুণ কান্তি চৌধুরী, মো: মোজাম্মিল ইসলাম এবং শিল্পি রানি বনিকসহ মোট ১৮ জন প্রভাষক এই রিট দায়ের করেন।
সারাদিন/১৯ জুলাই/এমবি