আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
‘অবৈধ’ বিয়ের অভিযোগ
ইমরান-বুশরাকে আদালতে তলব
ইমরান খান ও বুশরা বিবির ‘অবৈধ বিয়ের’ অভিযোগ গ্রহণ করেছেন পাকিস্তানের একটি দেওয়ানি আদালত।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও বুশরা বিবির ‘অবৈধ বিয়ের’ অভিযোগ গ্রহণ করেছেন পাকিস্তানের একটি দেওয়ানি আদালত। আগামীকাল বৃহস্পতিবার তাঁদের আদালতে তলব করা হয়েছে।গতকাল মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের একটি জেলা ও দায়রা জজ আদালতে বিষয়টি উত্থাপিত হয়। এ নিয়ে সেখানকার সিভিল জজ কুদরাতুল্লাহ এই আদেশ দেন।এর আগে গত সপ্তাহে মামলাটি দেওয়ানি আদালতের বিচারকের কাছে স্থানান্তর করেন ইসলামাবাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জজ মুহাম্মদ আজম খান। পাশাপাশি এ বিবাহের বৈধতা চ্যালেঞ্জ করে করা একটি নালিশি মামলাকে অগ্রহণযোগ্য বলে দেওয়ানি আদালতের দেওয়া একটি রায় খারিজ করে দেন তিনি।ওই মামলার বাদী মুহাম্মদ হানিফ দাবি করেছেন, বুশরা বিবির সঙ্গে তাঁর সাবেক স্বামীর বিচ্ছেদ হয় ২০১৭ সালের নভেম্বরে। এরপর তিনি ইদ্দত (বিচ্ছেদ হওয়া নারী ৩ মাস ও বিধবা নারী ৪ মাস ১০ দিন সময়ের মধ্যে বিয়ে না করার বিধান) সম্পন্ন না করেই ২০১৮ সালের ১ জানুয়ারি ইমরান খানকে বিয়ে করেন, যা ইসলামিক বিধান (শরিয়া) ও মুসলিম রীতিনীতিবিরোধী। এ বিষয়ে বাদী বিয়ে পরিচালনাকারী মুফতি মুহাম্মদ সায়িদ ও বিবাহের সাক্ষী ইমরানের ঘনিষ্ঠ বন্ধু আউন চৌধুরীর বক্তব্য আদালতে জমা দিয়েছেন। সূত্র: প্রথম আলো


নতুন বিরোধী জোটের আত্মপ্রকাশ
মোদির সঙ্গে ইন্ডিয়ার লড়াই
ভারতে বিরোধী দলগুলো নতুন এক জোটের আত্মপ্রকাশ ঘটিয়েছে। বিগত দুটি লোকসভা নির্বাচনে এমন জোট করতে গিয়ে বারবার থমকে গিয়েছিল বিরোধীরা। কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে গতকাল মঙ্গলবার এক বৈঠকে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকারকে হটাতে এই নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দেওয়া হয়। দেশের নামের সঙ্গে মিল রেখে এর নামকরণ করা হয় ‘ইন্ডিয়া’।
মোদির সঙ্গে ইন্ডিয়ার লড়াইবিজেপিবিরোধী ২৬টি দলের নেতারা গতকাল সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বৈঠক করার পর যৌথ ঘোষণাপত্র প্রকাশ করে। সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, নবগঠিত জোটের নাম হচ্ছে ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’। অর্থাৎ ইংরেজিতে শব্দগুলোর নামের আদ্যক্ষর মিলে জোটের নাম দাঁড়ায় ইন্ডিয়া। ইন্ডিয়া জোটে ভারতের কমিউনিস্ট পার্টি—মার্ক্সবাদীর (সিপিআইএম) মতো বামপন্থী শক্তির পাশাপাশি উদ্ধব ঠাকরের শিবসেনার মতো উগ্র হিন্দুত্ববাদী দলও রয়েছে। সূত্র: কালের কণ্ঠ
তাপানলে পুড়ছে পৃথিবী
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান তাপমাত্রায় পৃথিবী যেন এক ঝলসানো রুটি। ‘অত্যাচারী’ গরমে অতিষ্ঠ জনজীবন। এল নিনোর প্রভাবের পর থেকেই বিশ্বব্যাপী তাপমাত্রার রেকর্ড ছাড়িয়েছে। দাবদাহে রীতিমতো নাস্তানাবুদ বিশ্বের বড় বড় দেশ। তীব্র গরমে বিপর্যস্ত ইউরোপে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। ঝলসে যাচ্ছে চীন, যুক্তরাষ্ট্র। সোমবার বিশ্বগণমাধ্যমের খবর ছিল, এ সপ্তাহে সর্বকালের সর্বোচ্চ উষ্ণতা ছিল ইউরোপে। তাপপ্রবাহের প্রখরতায় প্রতি বছর ইউরোপজুড়ে হাজার হাজার মানুষ মারা যায়। এ বছরও তার ব্যতিক্রম নয়, ইউরোপের বেশ কিছু দেশে ইতোমধ্যেই রুদ্রমূর্তি ধারণ করেছে প্রাণঘাতী তাপদহন। ইতালিতে রেড অ্যালার্ট : লাগামহীন তাপপ্রবাহে ভয়াবহ পরিস্থিতি ইউরোপের শহর ইতালিতে। মঙ্গলবার ইতালির সার্ডিনিয়া এবং সিসিলিতে তাপমাত্রা ৪৮ ডিগ্রিতে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছিল। ইতোমধ্যেই দেশটির ২৭টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকেই সুইস আলপ্সের দাবানল ঠেকাতে কাজ করছে অগ্নিনির্বাপক কর্মীরা। আগুনের ভয়াবহতা সীমান্তের কাছাকাছি হাউতে-ভালাইস এলাকায় ছড়িয়ে পড়েছে। ২০০ জন উদ্ধারকর্মীসহ বেশ কয়েকটি হেলিকপ্টার আগুন নেভানোর কাজে যুক্ত ছিল। দূষণ রোধে স্থানীয়দের জানালা বন্ধ করে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নতুন করে মঙ্গলবার ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নাগরিক ও দর্শনার্থীদের জন্য নতুন কিছু নিয়ম করা হয়েছে। যেমন, সূর্যের বিকিরণ এড়িয়ে চলা, প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, ছাতা ব্যবহার, কমপক্ষে ১.৫ লিটার পানি পান করা, হালকা খাবার ও আরামদায়ক পোশাক পরিধান করা ইত্যাদি। সূত্র: যুগান্তর
ব্রেক্সিট ‘ভুল ছিল’ বলা ব্রিটিশদের সংখ্যা বাড়ছে
ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়াকে ‘ভুল’ হিসেবে দেখা ব্রিটিশদের সংখ্যা বাড়ছে। চলতি মাসে সেই সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বলে জরিপকারী সংস্থা ইউগভের এক হিসাবে উঠে এসেছে। গতকাল প্রকাশিত তাদের সর্বশেষ জরিপ বলছে, সামান্য কিছু অর্থনৈতিক সুবিধার জন্য ২০১৬ সালের জুনে গণভোটে হওয়া ব্রেক্সিটের প্রতি যুক্তরাজ্যের নাগরিকদের আস্থা প্রতিনিয়তই কমছে। ইউগভের এ জরিপে অংশ নেওয়াদের ৫৭ শতাংশই এখন ৭ বছর আগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়াকে ভুল সিদ্ধান্ত ছিল বলে মনে করছেন। বিপরীতে ৩২ শতাংশ বলছেন, ব্রেক্সিট ঠিক ছিল। জরিপে মত জানানোর অর্ধেকেরও বেশি (৫৫ শতাংশ) বলেছেন, আজকেই ভোট হলে তারা ফের ইইউতে যোগ দেওয়ার পক্ষে অবস্থান নেবেন। ৩১ শতাংশের রায় থাকবে আলাদা থাকার পক্ষে। সর্বশেষ এ জরিপে প্রাপ্ত ফলের সঙ্গে ২০২১ সালের জানুয়ারিতে করা জরিপের ফলে বেশ খানিকটা পার্থক্যও ধরা পড়েছে। দুই বছর আগের জরিপে ৪৯ শতাংশ বলেছিলেন তারা পুনরায় ইইউতে যোগ দেওয়ার পক্ষে, ৩৭ শতাংশ ছিলেন বিপক্ষে। চলতি বছরের মে মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছিলেন, ব্রেক্সিটে যুক্তরাজ্য উপকৃত হচ্ছে। তার পছন্দের নীতি ফ্রিপোর্টস আর ভ্যাট কমানোর কথা উল্লেখ করে তিনি আরও বলেছিলেন, এই পদক্ষেপগুলোর ফলে বিয়ার আর স্যানিটারি পণ্যের দাম কমবে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।
প্রেমের টানে ভারতে আসা পাকিস্তানি তরুণীকে আইএসআইয়ের চর ভাবছে পুলিশ
অনলাইন গেম পাবজি খেলার সূত্র ধরে ভারতীয় যুবক শচীন মিনার সঙ্গে পরিচয় হয় পাকিস্তানি নারী সীমা হায়দারের। সেই সূত্র ধরে চার সন্তান নিয়ে উত্তর প্রদেশে শচীনের কাছে চলে আসেন সীমা। তবে অবৈধ অনুপ্রবেশের দায়ে সোমবার তাকে গ্রেপ্তার করেছে উত্তর প্রদেশের অ্যান্টি টেরর স্কোয়াড (এটিএস)। সঙ্গে শচীন এবং তার বাবা নেত্রপাল সিংকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে সীমা কেবলই প্রেমের টানেই ভারতে এসেছেন, নাকি তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের চর সে নিয়েও চলছে কানাঘুষা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এটিএস এরই মধ্যে সীমার পরিচয়পত্র এবং অন্যান্য নথিপত্র যাচাই করে দেখেছে। এমনকি তার চার সন্তানের কাগজপত্রও যাচাই করা হয়েছে। এ বিষয়ে উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল ডিরেক্টর জেনারেল প্রশান্ত কুমার বলেন, রুটিন মেনেই সব যাচাই করা হয়েছে। কারণ, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো পাকিস্তানি নাগরিক এ দেশে থাকতে পারেন না।
এর আগে, চলতি মাসের শুরুর দিকে ২৭ বছর বয়সী সীমা হায়দার ভারতে আসেন তার বয়ফ্রেন্ড শচীনের সঙ্গে দেখা করতে। সীমা ভারত প্রবেশ করেন দুবাই থেকে নেপাল হয়ে এবং এরপর নয়ডায় এসে শচীনের বাড়ির কাছেই থাকতে শুরু করেন। সূত্র: আজকের পত্রিকা।
ফের খাদ্য সংকটের শঙ্কা
কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি থেকে রাশিয়া বেরিয়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। ইউক্রেনের সঙ্গে সম্পাদিত শস্যচুক্তির মেয়াদ আর না বাড়ানোয় বিশ্বের লাখো মানুষ নতুন করে খাদ্য সংকটে পড়বে, ফের এমন শঙ্কা জাগছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, কৃষ্ণ সাগরে ইউক্রেনের বন্দরগুলো দিয়ে শস্য রপ্তানি চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তে সব জায়গাতেই মানুষ ভুক্তভোগী হবে। তিনি বলেন, বিশ্বে লাখ লাখ মানুষ অনাহারে আছে। আরও বহু মানুষ জীবনযাত্রা ব্যয় সংকটে আছে। রাশিয়ার সিদ্ধান্তের ‘মূল্য দেবে’ এসব মানুষ। আলোচিত চুক্তিটি ফের নবায়নের জন্য প্রেসিডেন্ট পুতিনকে চিঠি লিখেছিলেন জাতিসংঘ মহাসচিব। কিন্তু তাতে সাড়া পাওয়া যায়নি। গত সোমবার শস্যচুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে আর তা না বাড়ানোর বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে রাশিয়া। জাতিসংঘ মহাসচিব এই সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ করেছেন। বিবিসি জানায়, এ মেয়াদ আর না বাড়ার সিদ্ধান্তে গভীর হতাশা প্রকাশ করেছেন বিশ্ব বাণিজ্য সংগঠনের (ডব্লিউটিও) প্রধান ড. ওকোনজো ইওয়েলা। তিনি এক টুইটে লেখেন, ‘কৃষ্ণ সাগর দিয়ে খাবার, গবাদি পশু খাদ্য এবং সার বাণিজ্য বিশ্বব্যাপী খাবারের দাম স্থিতিশীল রাখার জন্য গুরুত্বপূর্ণ। দুঃখের সঙ্গেই বলতে হচ্ছে, গরিব মানুষ আর গরিব দেশগুলো সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে।’যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অ্যাডাম হজ এক বিবৃতিতে বলেছেন, আমরা রাশিয়া সরকারকে অবিলম্বে তার সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি। সূত্র: দেশ রুপান্তর
২০২০ সালের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করায় গ্রেপ্তার হতে পারি: ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন, ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন সংসদ ক্যাপিটল হিলে দাঙ্গা তদন্তে এবং ২০২০ সালের নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করার দায়ে তাকে গ্রেপ্তার করা হতে পারে। তিনি বলেন, রোববার রাতে সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ তাকে জানিয়েছেন যে, তাকে লক্ষ্য করে তাদের তদন্ত চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে তিনি আরও জানিয়েছেন, একটি গ্র্যান্ড জুরির কাছে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। সাধারণত এসব ক্ষেত্রে গ্রেপ্তার ও অভিযোগনামা দায়ের করা হয়। তবে এ বিষয়ে বিশেষ কৌঁসুলি তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের প্রশ্নের কোনো জবাব দেননি। খবর- বিবিসি-ফৌজদারি অপরাধের জন্য ট্রাম্পের বিরুদ্ধে এটি হবে তৃতীয় কোনো অভিযোগ। অন্য অভিযোগের মধ্যে রয়েছে, গোপনীয় সরকারি দলিল অপব্যবহারের অভিযোগ, যার জন্য স্মিথের আইনজীবী দল গত জুন মাসে সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সূত্র: সমকাল
শাস্তি এড়াতে উত্তর কোরিয়ায় ঢুকে পড়েছে মার্কিন সেনা?
পরমাণবিক অস্ত্র নিয়ে উত্তেজনার মাঝে বেসামরিক এলাকা দিয়ে দক্ষিণ কোরিয়ায় ঢুকে পড়েছেন এক মার্কিন সেনা। শাস্তিমূলক ব্যবস্থার জন্য দেশে পাঠানোর পদক্ষেপের মাঝে ওই ব্যক্তি পালিয়ে যান। মার্কিন কর্মকর্তারা বলছেন, গত পাঁচ বছরে প্রথমবার কোনো মার্কিন নাগরিক উত্তর কোরিয়ায় আটক হলো। খবর দ্য গার্ডিয়ান। সেকেন্ড র্যাংকের প্রাইভেট সেনা ট্রাভিস কিং এর আগে দুই মাস দক্ষিণ কোরিয়ার কারাগারে আটক ছিলেন। গত সোমবার (১৭ জুলাই) টেক্সাসের ফোর্ট ব্লিসের বাড়িতে পাঠানোর প্রক্রিয়ার মাঝে ছিলেন তিনি। দেশে ফিরলে আরো শাস্তিমূলক পদক্ষেপের সম্মুখীন হতেন ট্রাভিস।ট্রাভিসকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বিমানবন্দর ত্যাগ করে কোরিয়ান সীমান্ত গ্রাম পানমুনজোমে যৌথ নিরাপত্তা অঞ্চলের সফরে যোগ দেন। সূত্র: বণিক বার্তা।
দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার
দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রে সজ্জিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী একটি সাবমেরিন উপস্থিত হওয়ার পর এ উৎক্ষেপণ করে পিয়ংইয়ং।
উত্তর কোরিয়া দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, সেগুলো কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী সাগরে পড়েছে বলে জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে। চার দশকের মধ্যে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রে সজ্জিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী একটি সাবমেরিন উপস্থিত হওয়ার কয়েক ঘণ্টা পর পরীক্ষামূলক এ উৎক্ষেপণ করে পিয়ংইয়ং। সিএনএন জানায়, স্থানীয় সময় বুধবার ভোরে উত্তর কোরিয়ার সুনান থেকে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়। দুটো ক্ষেপণাস্ত্রই প্রায় ৫৫০ কিলোমিটার উড়ে গিয়ে সাগরে পড়ে, জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) ।উভয় ক্ষেপণাস্ত্রই জাপানের নিবিড় অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।জেসিএস বলেছে, “দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্তৃপক্ষগুলো এসব ক্ষেপণাস্ত্রের বিস্তারিত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে দেখছে।” সূত্র: বিডি নিউজ
চীনে তরুণরা কেন চাকরি ছেড়ে ‘পূর্ণকালীন সন্তান’ হতে ঘরে ফিরে আসছে
কাজের চাপে নাজেহাল, অতিরিক্ত খাটুনিতে ক্লান্ত জুলি এপ্রিল মাসে তার চাকরিবাকরি ছেড়ে বাড়ি ফিরে গেছেন বাবামায়ের কাছে ‘পূর্ণকালীন সন্তান’ হিসাবে ঘরে থাকতে। বেইজিংএ তিনি কম্প্যুটার গেম তৈরির কাজ করতেন। এখন ২৯ বছর বয়সী জুলির সারাটা দিন কাটে বাসন ধুয়ে, বাবামায়ের জন্য রান্না এবং সংসারের আরও নানা কাজ করে। জুলির বাবামা তাকে প্রতি দিনের হাতখরচাটা জোগান। তারা জুলিকে মাসে দু হাজার ইউয়ান (২৮০ ডলার) বেতন দিতে চেয়েছিলেন। জুলি নেননি।জুলি এই মুহূর্তে চাইছেন প্রতিদিন ১৬ ঘণ্টা অমানুষিক পরিশ্রমের হাত থেকে মুক্তি। “আমি ছিলাম আদতে একটা লাশ, যেটা শুধু হেঁটেচলে বেড়াত,” তিনি বললেন।চীনে একদিকে কর্মস্থলে অমানুষিক শ্রম, অন্যদিকে চাকরির বাজারের নিদারুণ হাল- এই দুই কারণে দেশটির তরুণ সমাজ অভিনব জীবন বেছে নিচ্ছে। সূত্র: বিবিসি বাংলা।