সন্ধ্যায় ১৪ দলীয় নেতাদের সঙ্গে বসছেন শেখ হাসিনা
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় ১৪ দলের নেতারা। আজ বুধবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৮ জুলাই) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


এতে বলা হয়, বুধবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠকের জন্য শরিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ১৪ দলের জোট নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সভায় আমন্ত্রিত নেতাদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু অনুরোধ জানিয়েছেন।
জোটের প্রতিটি শরিক দলের দুজন করে (সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক) শীর্ষ নেতাকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের নীতিনির্ধারক কয়েকজন নেতা এই বৈঠকে থাকবেন। বৈঠকে আমন্ত্রিত সব নেতার করোনা পরীক্ষা রিপোর্ট বৈঠকের আগেই জমা দিতে বলা হয়েছে।
গত তিন মেয়াদ ধরে আওয়ামী লীগের ক্ষমতার অংশীদার ১৪ দল। আগামী জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস। নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে এটা নিয়ে বিএনপিসহ বিরোধী দলগুলো যখন এক দফার আন্দোলন চালিয়ে যাচ্ছে তখন এই সভা বিশেষ গুরুত্ব বহন করে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চলমান আন্দোলন এবং আগামী নির্বাচন প্রসঙ্গে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে জানিয়েছে সূত্র।
বিএনপি-জামায়াত জোটবিরোধী আন্দোলন শেষে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় নিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও মহাজোট। তবে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয়বার ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় ১৪ দল শরিকদের কারও ঠাঁই হয়নি। এর আগের দুই মেয়াদের সরকারে থাকা মহাজোট শরিক জাতীয় পার্টির নেতারাও মন্ত্রিসভা থেকে বাদ পড়েন।