সাতকানিয়া পাহাড় কাটায় জরিমানা, ৩ লাখ ৭৫ হাজার টাকা পরিশোধ

চট্টগ্রাম সংবাদদাতাচট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৩

পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ব্যতীত চট্টগ্রামের সাতকানিয়া পাহাড় কাটার অপরাধে করা জরিমানার ৩ লাখ ৭৫ হাজার টাকা পরিশোধ করেছেন অভিযুক্তরা। গত ০৭ জুন অভিযুক্তরা এই টাকা পরিশোধ করেন বলে জানা গেছে।

যে অভিযুক্তরা জরিমানার টাকা পরিশোধ করেন- আবু নঈম মোঃ সেলিম , তৌফিকুল ইসলাম, মুজিবুর রহমান (বাদশা), তরিকুল ইসলাম, সাহেদ হোসেন (পুতিলা)। এরা সবাই সাতকানিয়ার মাদার্শা ইউনিয়নের বাসিন্দা।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদারশা ইউনিয়নের ঘাটকুল শাহিনের বিল এলাকায় ১ লাখ ২০ হাজার ঘনফুট পাহাড় কর্তন করা হয়। বিবাদীগণ পরিবেশ অধিদপ্তরের অনুমতি ব্যতীত পাহাড় কাটায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত- ২০১০) এর ৬ ধারা লংঘন করেছেন ও পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করেছেন।
গত ০১ ফেব্রুয়ারি বিবাদীগণের উপস্থিতিতে তাদের বক্তব্য শুনা হয়। শুনানীতে বিবাদীগণ অভিযোগ স্বীকার করেন।

এ অবস্থায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত- ২০১০) এর ৭ ধারার আলোকে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের জন্য পরিবেশ অধিদপ্তরের ০১.০৭.২০১০ তারিখের সার্কুলার অনুযায়ী ১. মো: মুমিন, পিতা মৃত বদিউল আলম, ২. মো: গিয়াস উদ্দিন, পিতা মাহাব মিয়া, ৩. বাদশা প্রকাশ মিঠা বাদশা, পিতা আছাহাব মিয়া, ৪. পুতিলা, পিতা মো: বাছুর, ৫. তারিকুল ইসলাম, পিতা মৃত আবুল, ৬. তৌফিকুল ইসলাম, পিতা মৃত আবুল, ৭. আবু নঈম মো: সোহেল, পিতা মৃত শামসুদ্দিন মো: আবু জিয়ার বিপরীতে ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দাড়ায়।

ভবিষ্যতে বিবাদীগণ আর পাহাড় কাটবেন না এই অঙ্গীকার কারায় বিবাদীগণের আর্থিক সামর্থের কথা বিবেচনা করে তাদের জনপ্রতি তিন লাখ টাকা হারে সর্বচ্চ ২১ লাখ টাকা ক্ষাতিপূরণ ধার্য ও তিনশত টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে পাহাড় কর্তন করবেন না মর্মে অঙ্গীকার দামা দাখিল করতে হবে।

ধার্যকৃত ক্ষতিপূরণের টাকা আগামী সাত কার্য দিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় সাত কার্যদিবস পরবর্তীতে মামলা দায়ের বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য চট্টগ্রাম জেলা কার্যালয়কে নির্দেশ দেয়া হলো।

Nagad

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক (উপসচিব) মফিদুল আলম স্বাক্ষরিত এক নোটিশে এইসব তথ্য জানা গেছে।

সারাদিন/১৮ জুলাই/এমবি