আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
ইরানের বিমানবন্দরে ৬৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত
চণ্ড দাবদাহে পুড়ছে বিশ্বের বিভিন্ন অঞ্চল। জলবায়ু পরিবর্তনের জেরে দেশে দেশে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে। দাবদাহে অতিষ্ঠ জনজীবন। এই ধারাবাহিকতায় ইরানের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে তাপমাত্রা ৬৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি অনুভূত হয়েছে।ঘটনাটি গত রোববারের। ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে অবস্থিত পার্সিয়ান গালফ আন্তর্জাতিক বিমানবন্দরের। ওই দিন গরমের সূচকে (হিট ইনডেক্সে) সেখানে তাপমাত্রা অনুভূত হয় ১৫২ ডিগ্রি ফারেনহাইট বা ৬৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।এশিয়া, ইউরোপের বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্রে তাপমাত্রা ঐতিহাসিক মাত্রায় পৌঁছাতে পারে বলে আভাস দেওয়া হয়েছে-যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইউএস স্ট্রমওয়াচের আবহাওয়াবিদ কেভিন ম্যাককার্থি গতকাল সোমবার তাঁর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এসব তথ্য জানিয়েছেন। সূত্র প্রথম আলো


ক্রেমলিনের ঘোষণা
শস্য চুক্তির মেয়াদ বাড়বে না
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
সমুদ্রপথে ইউক্রেনের শস্য চুক্তি নির্বিঘ্ন করতে মস্কো ও কিয়েভের মধ্যে সম্পাদিত চুক্তিকে ‘কার্যত সমাপ্ত’ আখ্যা দিয়েছে রাশিয়া। গতকাল সোমবার ক্রেমলিন এই কথা জানায়। ধারণা করা হচ্ছিল, মেয়াদ শেষ হওয়ার পর চুক্তিটি আরো বাড়তে পারে। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর কারণে কৃষ্ণ সাগর হয়ে ইউক্রেনের শস্য রপ্তানি ব্যাহত হচ্ছিল।ইউক্রেন ও রাশিয়া, দুই দেশই বিশ্বে খাদ্যশস্যের বড় জোগানদাতা। বিশেষ করে ইউক্রেনের গম এবং অন্যান্য কৃষিজ পণ্যের ওপর এশিয়া ও আফ্রিকার মানুষ ব্যাপক নির্ভর করে। যুদ্ধের কারণে শস্য পরিবহনের অচলাবস্থা শুরুর পর জাতিসংঘ এবং তুরস্ক মধ্যস্থতা করে কিয়েভ ও মস্কোকে আলোচনার টেবিলে নিয়ে আসে। সূত্র: কালের কণ্ঠ
চীনে তরুণরা কেন চাকরি ছেড়ে ‘পূর্ণকালীন সন্তান’ হতে ঘরে ফিরছে
কাজের চাপে নাজেহাল, অতিরিক্ত খাটুনিতে ক্লান্ত জুলি এপ্রিল মাসে তার চাকরিবাকরি ছেড়ে বাড়ি ফিরে গেছেন বাবা-মায়ের কাছে ‘পূর্ণকালীন সন্তান’ হিসেবে ঘরে থাকতে। বেইজিংএ তিনি কম্প্যুটার গেম তৈরির কাজ করতেন। এখন ২৯ বছর বয়সী জুলির সারাটা দিন কাটে বাসন ধুয়ে, বাবা-মায়ের জন্য রান্না এবং সংসারের আরও নানা কাজ করে। জুলির বাবা-মা তাকে প্রতি দিনের হাত খরচাটা জোগান। তারা জুলিকে মাসে দু হাজার ইউয়ান (২৮০ ডলার) বেতন দিতে চেয়েছিলেন। জুলি নেননি।জুলি এই মুহূর্তে চাইছেন প্রতিদিন ১৬ ঘণ্টা অমানুষিক পরিশ্রমের হাত থেকে মুক্তি। তিনি বলেন, ‘আমি ছিলাম আদতে একটা লাশ, যেটা শুধু হেঁটেচলে বেড়াত।’
চীনে একদিকে কর্মস্থলে অমানুষিক শ্রম, অন্যদিকে চাকরির বাজারের নিদারুণ হাল- এই দুই কারণে দেশটির তরুণ সমাজ অভিনব জীবন বেছে নিচ্ছে। সূত্র; সমকাল
নির্বাচনের আগে ভারতে জোট গঠনের লড়াই
বেঙ্গালুরুতে বিজেপিবিরোধী দলের বৈঠক দিল্লিতে ক্ষমতাসীনের শরিকরা
বিহারের পাটনার পর এবার ভারতের বেঙ্গালুরুতে বসতে চলেছে বিরোধী শিবিরের দ্বিতীয় বৈঠক। গতকাল শুরু হওয়া এই সম্মেলন আজ শেষ হবে। বিভিন্ন বিরোধী দলের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন এই বৈঠকে। গতকাল এই সম্মেলন যাবে কনক্লেভ বলা হচ্ছে তার প্রথম দিন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার আমন্ত্রণে নৈশ ভোজে অংশ নেন। আজ হবে মূল বৈঠক। গতকালের নৈশভোজে অংশ নেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও ডি এম কে প্রধান এম কে স্টালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিহারের উপমুখ্যমন্ত্রী আরজেডি নেতা তেজস্বী যাদব, বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ, কাশ্মীরের জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতি প্রমুখ। গতকাল বেঙ্গালুরু বিমানবন্দরে তাদের স্বাগত জানান কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। সূত্র বিডি প্রতিদিন ।
ফের শোডাউন বড় দুই দলের
দ্বাদশ সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই উত্তাপ বাড়ছে রাজনীতিতে। নির্বাচনকালীন সরকার নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির বিপরীতমুখী অবস্থানের কারণে জনমনেও দেখা দিয়েছে নানা শঙ্কা। এমন প্রেক্ষাপটে সরকারের পদত্যাগসহ নির্দলীয় ও নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে সারা দেশের সাংগঠনিক মহানগর ও জেলায় আজ পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। এরই অংশ হিসাবে রাজধানীতে ছয় ঘণ্টাব্যাপী ১৬ কিলোমিটারের পদযাত্রা করবে দলটি। অন্যদিকে রাজধানীতে আওয়ামী লীগও বড় জমায়েতের প্রস্তুতি নিয়েছে। এদিন তারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ এবং র্যালি করবে। এছাড়া ঢাকার বাইরে চার বিভাগের সব জেলা ও মহানগরে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ করবে দলটি।
উন্নয়ন তুলে ধরবে আওয়ামী লীগ-আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ আজ। রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হবে। অন্যদিকে ঢাকার বাইরে রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের সব জেলা ও মহানগর আওয়ামী লীগ ‘শান্তি ও উন্নয়ন’ কর্মসূচি পালন করবে। সূত্র: যুগান্তর
রাশিয়া শস্যচুক্তি বাতিল করায় যা বললেন জাতিসংঘ মহাসচিব
একের পর এক হুশিয়ারি দেওয়ার পর অবশেষে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের সঙ্গে করা শস্যচুক্তি বাতিল করল রাশিয়া। মস্কোর এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। যুদ্ধ শুরু হলে ইউক্রেন ও রাশিয়া থেকে বিপুল পরিমাণ খাদ্যশস্য আফ্রিকা এবং এশিয়ায় যেতে পারছিল না। কার্যত খাদ্যসংকটের পরিস্থিতি তৈরি হয়েছিল। এমনই প্রেক্ষাপটে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে খাদ্যশস্যের চুক্তি সই হয়েছিল। যার অর্থ, কৃষ্ণসাগর দিয়ে জাহাজে করে আফ্রিকা এবং এশিয়ায় খাদ্যশস্য পাঠাতে পারবে ইউক্রেন ও রাশিয়া। এতদিন পর সেই চুক্তি বাতিল হয়ে গেল। চুক্তি থেকে সরে দাঁড়াল রাশিয়া।ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘চুক্তি থেকে সরে দাঁড়ানো একটা চয়েস। কিন্তু এর ফলে যারা খাদ্যকষ্টে ভুগবেন, খিদের সঙ্গে লড়াই করবেন, তাদের হাতে আর কোনো চয়েস নেই।’রাশিয়ার এই অবস্থানের তীব্র বিরোধিতা করেছেন তিনি। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি চিঠি দিয়েছিলেন তিনি। এখনো তার কোনো জবাব আসেনি। সূত্র: যুগান্তর
পোল্যান্ডে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৫
পোল্যান্ডে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়েছে। দেশটির রাজধানী ওয়ারসয়ের কাছে একটি এয়ারফিল্ডের হ্যাঙ্গারে বিমানটি বিধ্বস্ত হয়। এতে পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী অ্যাডাম নিয়েডজিয়েলস্কি বলেন, স্থানীয় সময় সোমবারের ওই দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এ ছাড়া কমপক্ষে আরও সাতজন আহত হয়েছে।দমকল বাহিনীর বরাত দিয়ে পোলিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লোকজন খারাপ আবহাওয়া থেকে বাঁচতে এয়ারফিল্ডের হ্যাঙ্গারে আশ্রয় নিয়েছিল। সে সময়ই ওই দুর্ঘটনা ঘটেছে। সূত্র: আজকের পত্রিকা।
বৈরিতা ভুলে কার্বনে মৈত্রীর আশা
কূটনৈতিকভাবে স্বার্থের দ্বন্দ্ব-বৈরিতা থাকলেও বিশ্বের শীর্ষ দুই অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি দিকে মিল আছে। সেটি হলো তারা উভয়ই বিশ্বে কার্বন নিঃসরণে শীর্ষে। বৈশ্বিক উষ্ণতার জন্য মূল দায়ী কার্বন, এ দুই দেশের অপরিণামদর্শী শিল্পায়নে তাপপ্রবাহের কড়াল গ্রাসে বিশ্ব। সেই তাপে পুড়ছে পুড়ছে খোদ চীন-যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় নিজেদের অস্তিত্ব রক্ষায় কার্বন নিঃসরণ কমাতে অবশেষে আলোচনায় বসছে দেশ দুটি। চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভালো করার ধারাবাহিক চেষ্টার পর এবার জলবায়ু প্রশ্নেও মৈত্রীতে পৌঁছানোর আশায় বেইজিং গেলেন যুক্তরাষ্ট্রের জলবায়ু দূত জন কেরি। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, উত্তর গোলার্ধের অনেক জায়গার মতোই প্রচণ্ড গরমে হাঁসফাঁস করতে থাকা চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান জন কেরি। প্রকৃতির জন্য ক্ষতিকারক গ্রিনহাউজ গ্যাসের নির্গমন কমিয়ে আনার লক্ষ্যে এই দুই দেশ দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরুজ্জীবিত করার চেষ্টা করবে বলে জানা যাচ্ছে। সফরকালে জলবায়ু পরিবর্তনবিষয়ক চীনের বিশেষ প্রতিনিধি শেই ঝেনহুয়ার সঙ্গে বৈঠক করবেন কেরি। মার্কিন বিশেষ এই দূতের দপ্তর জানিয়েছে, জলবায়ুবিষয়ক পদক্ষেপ বাস্তবায়ন ও এ নিয়ে ক্রমবর্ধমান উচ্চাকাক্সক্ষার পাশাপাশি একটি সফল কপ-২৮ সম্মেলন নিশ্চিত করতে তিনি চীনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। জাতিসংঘের এই জলবায়ুবিষয়ক সম্মেলন চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে দুই দেশের প্রতিনিধিদের মধ্যকার এই বৈঠক থেকে সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসবে এমনটা আশা করা যাচ্ছে না। তবে এই বৈঠককে সংলাপের সূচনা হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হওয়া এবং কার্বন নির্গমন কমানোর ক্ষেত্রে অভিন্ন চ্যালেঞ্জ নিয়ে তারা আলোচনা করবেন।নবায়নযোগ্য জ্বালানির জন্য সবচেয়ে বেশি বিনিয়োগ করে থাকে যুক্তরাষ্ট্র এবং চীন দুই দেশই। কিন্তু দুটো দেশই আবার বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশও। কেরির সফর নিয়ে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জ্বালানিবিষয়ক অধ্যাপক ড্যান কামেন বলেন, ‘দুদেশই নানা বড় পদক্ষেপ নিলেও আদতে কার্বন নিঃসরণ এখনো যথেষ্ট কমতে দেখা যাচ্ছে না।’ সূত্র: দেশ রুপান্তর
চীনে তরুণরা কেন চাকরি ছেড়ে ‘পূর্ণকালীন সন্তান’ হতে ঘরে ফিরে আসছে
কাজের চাপে নাজেহাল, অতিরিক্ত খাটুনিতে ক্লান্ত জুলি এপ্রিল মাসে তার চাকরিবাকরি ছেড়ে বাড়ি ফিরে গেছেন বাবামায়ের কাছে ‘পূর্ণকালীন সন্তান’ হিসাবে ঘরে থাকতে। বেইজিংএ তিনি কম্প্যুটার গেম তৈরির কাজ করতেন। এখন ২৯ বছর বয়সী জুলির সারাটা দিন কাটে বাসন ধুয়ে, বাবামায়ের জন্য রান্না এবং সংসারের আরও নানা কাজ করে। জুলির বাবামা তাকে প্রতি দিনের হাতখরচাটা জোগান। তারা জুলিকে মাসে দু হাজার ইউয়ান (২৮০ ডলার) বেতন দিতে চেয়েছিলেন। জুলি নেননি।জুলি এই মুহূর্তে চাইছেন প্রতিদিন ১৬ ঘণ্টা অমানুষিক পরিশ্রমের হাত থেকে মুক্তি। “আমি ছিলাম আদতে একটা লাশ, যেটা শুধু হেঁটেচলে বেড়াত,” তিনি বললেন।
চীনে একদিকে কর্মস্থলে অমানুষিক শ্রম, অন্যদিকে চাকরির বাজারের নিদারুণ হাল- এই দুই কারণে দেশটির তরুণ সমাজ অভিনব জীবন বেছে নিচ্ছে। সূত্র: বিবিসি বাংলা ।
পোল্যান্ডে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫
পোল্যান্ডের রাজধানী ওয়ারশর কাছে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় একটি বিমানক্ষেত্রের হ্যাঙ্গারের ওপর বিমানটি আছড়ে পড়ে। এতে আরও সাতজন আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী আদাম নিজেলস্কি জানিয়েছেন।দমকল বাহিনীকে উদ্ধৃত করে পোল্যান্ডের গণমাধ্যম জানায়, আবহাওয়া খারাপ থাকায় লোকজন ওই হ্যাঙ্গারটিতে আশ্রয় নিয়েছিল।দমকল বাহিনীর মুখপাত্র মোনিকা নভাকস্কা বৃন্দা বলেছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার ‘সম্ভাব্য কারণ’ আবহাওয়া।খ্রিশ্চিহ্ন গ্রামের ঘটনাস্থলের উদ্দেশ্যে চারটি হেলিকপ্টার ও ১০টি অ্যাম্বুলে পাঠানো হয়েছে, জানিয়েছেন তিনি। ঘটনাস্থলটি ওয়ারশ থেকে ৪৭ কিলোমিটার (২৯ মাইল) দূরে। পোল্যান্ডের গণমাধ্যম বিধ্বস্ত বিমানটিকে সেসনা ২০৮ বলে শনাক্ত করেছে, জানিয়েছে বিবিসি। সূত্র: বিডি নিউজ
শস্য চুক্তি থেকে রাশিয়ার সরে যাওয়ার ‘মূল্য দেবে’ লাখো মানুষ : জাতিসংঘ প্রধান
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, কৃষ্ণ সাগরে ইউক্রেইনের বন্দরগুলো দিয়ে শস্য রপ্তানি চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তে সব জায়গাতেই মানুষ ভুক্তভোগী হবে। তিনি বলেন, বিশ্বে লাখ লাখ মানুষ অনাহারে আছে। আরও বহু মানুষ জীবনযাত্রা ব্যয় সংকটে আছে। রাশিয়ার সিদ্ধান্তের ‘মূল্য দেবে’ এইসব মানুষেরা।সোমবার শস্য চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে আর তা না বাড়ানোর বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে রাশিয়া। জাতিসংঘ মহাসচিব এই সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ করেছেন।চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা সোমবার রাতেই। বিবিসি জানায়, এ মেয়াদ আর না বাড়ার সিদ্ধান্তে গভীর হতাশা প্রকাশ করেছেন বিশ্ব বাণিজ্য সংগঠনের (ডব্লিউটিও) প্রধানও।তিনি এক টুইটে লেখেন, “কৃষ্ণ সাগর দিয়ে খাবার, গবাদি পশু খাদ্য এবং সার বাণিজ্য বিশ্বব্যাপী খাবারের দাম স্থিতিশীল রাখার জন্য গুরুত্বপূর্ণ। দুঃখের সঙ্গেই বলতে হচ্ছে যে, গরিব মানুষেরা আর গরিব দেশগুলো সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে।” সূত্র: বিডি প্রতিদিন ।