মহিলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক হলেন সাজেদা সুরাত

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২৩

আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্রীয় কমিটিতে শিক্ষা সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহ ছাহেব কেবলার দৌহিত্রী সাজেদা সুরাত।

তিনি দীর্ঘদিন যাবত মহিলা আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন এবং সাতকানিয়া-লোহাগাড়া উপজেলাতে মহিলা আওয়ামী লীগকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে সদা সচেষ্ট ছিলেন।

জানা গেছে, সাজেদা সুরাত ছাত্রজীবন হতে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি বর্তমানে ঢাকা ওমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্টিজ এর সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, সাজেদা সুরাত লোহাগাড়া উপজেলার চুনতী শাহ সাহেব কেবলার দৌহিত্রী এবং বীর মুক্তিযোদ্ধা শাহজাদা জামাল আহমদ-এর কন্যা।

সাজেদা সুরাতকে অভিনন্দন জানিয়ে সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা বেগম বলেন, একজন সুযোগ্য ব্যক্তিকে উক্ত পদে নির্বাচিত করায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এবং সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা কে কৃতজ্ঞতা জানাই। দীর্ঘদিন পরে হলেও আমরা একজন উপযুক্ত কেন্দ্রীয় নেতৃত্ব পেলাম, যা উক্ত এলাকায় আমাদের রাজনৈতিক অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।

সাজেদা সুরাত সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বলেন, মহিলা আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল। দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করে যাচ্ছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকলকে সাথে নিয়ে নৌকা প্রতীকের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আশাবাদ ব্যক্ত করেন।

Nagad

সারাদিন. ১৮জুলাই