ট্রান্সফরমার স্থাপনের কাজ স্থগিত, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সক্ষমতা বৃদ্ধিতে ট্রান্সফরমার স্থাপনের কাজ আপাতত হচ্ছে না বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। ফলে আগামী এক সপ্তাহ রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।

শনিবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) রামপুরা উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির জন্য নতুন ট্রান্সফরমার স্থাপনের কাজ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এর আগে জারিকৃত শিডিউল অনুযায়ী যা ১৬ জুলাই থেকে ট্রান্সফরমার স্থাপনের কাজ শুরু করার কথা ছিল। ট্রান্সফরমার স্থাপনের নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

এর আগে সকালে ট্রান্সফরমার স্থাপনের জন্য বিদ্যুৎ বিঘ্নিত হওয়ার শঙ্কায় দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তি জারি করেছিল বিদ্যুৎ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) রামপুরা উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির জন্য নতুন একটি ট্রান্সফরমার স্থাপন করা হবে। ফলে ১৬ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ডিপিডিসি ও ডেসকোর আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

Nagad