সত্যিই কী মা হচ্ছেন পূর্ণিমা?
সম্প্রতি ৪২ বছরে পা দিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। গত মঙ্গলবার (১১ জুলাই) ছিল এই অভিনেত্রীর জন্মদিন। জীবনের বিশেষ এই দিনটি ঘরোয়াভাবেই কাটিয়েছেন তিনি।
কিন্তু জন্মদিনের রাত থেকেই অন্তর্জালে খবর ছড়িয়ে পড়েছে দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন নায়িকা পূর্ণিমা। এই খবরটি নেটদুনিয়ায় ছড়িয়ে যেতে খুব একটা বেশি সময় লাগেনি।


সত্যিই কী মা হচ্ছেন পূর্ণিমা? এমন প্রশ্নও উঠেছে মিডিয়াপাড়ায়। তবে গুঞ্জনটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পূর্ণিমা। সেই সাথে জানিয়েছেন, মা হওয়ার ভুয়া খবরে বিব্রত তিনি।
অভিনেত্রী পূর্ণিমা গণমাধ্যমকে বলেন, একটি ভুয়া খবরের মুখোমুখি হলাম। এটা তো আমার হাইড অ্যান্ড সিক্রেটের কিছু না। এটাতো খুশির সংবাদ। এই রকম হলে আমি নিজেই আমার আইডি-পেজ থেকে জানাতাম! ওই সংবাদ দেখে অনেক জায়গা থেকে আত্মীয়স্বজনরাও ফোন করছেন। তারা বলছেন, এমন আনন্দের খবর তাদের কেন আগে জানাইনি! একটি ভুয়া সংবাদের কারণে খুব খারাপ সিচুয়েশনে পড়লাম!
পূর্ণিমা আরও বলেন, একের পর এক সাংবাদিক ফোন করে যাচ্ছে! অথচ যারা এমন ভুয়া খবরটি ছড়ালেন, তারা প্রকাশের আগে একবারও আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করলেন না! একবার ফোন করে জানলে কী সমস্যা ছিল? এই রকম তো না যে, আমি ফোনে অ্যাভেইলেবল না। তাহলে তারা একটা মিথ্যা খবর কেন ছড়ালেন!
সবশেষ রোজার ঈদে পূর্ণিমাকে দেখা গেছে নির্মাতা কাজল আরেফিন অমির ‘হোটেল রিলাক্স’ নামের একটি ওয়েব সিরিজে। বর্তমানে তার ‘গাঙচিল’, ‘জ্যাম’ ও ‘আহারে’ নামের তিনটি সিনেমার কাজ চলছে। এই তিন সিনেমাতেই পূর্ণিমার নায়ক ফেরদৌস। চলতি বছরেই সিনেমাগুলো মুক্তি পেতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, ব্যক্তি জীবনে পূর্ণিমা ২০০৭ সালের ০৪ নভেম্বর বিয়ে করেন আহমেদ জামাল ফাহাদকে। সেই সংসারে আরশিয়া উমাইজা নামের এক কন্যাসন্তান রয়েছে। তবে পূর্ণিমার এই সংসারও ভেঙে যায়। সবশেষে ২০২২ সালের ২১ জুলাইয়ে আবারও বিয়ে করেন পূর্ণিমা। তার স্বামীর নাম আশফাকুর রহমান রবিন। একটি বহুজাতিক কোম্পানির বিপণন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা তিনি।
সারাদিন/১৩ জুলাই/এমবি