বিএনপির এক দফা বেলুনের মতো ফুটে যায়: হাছান মাহমুদ
বিএনপির এক দফা বেলুনের মতো ফুটে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তারা বার বার এক দফা দেয়। ১৩, ১৪, ১৯ এবং ২২ সালের ডিসেম্বরে এক দফা দিয়েছে। তাদের এক দফা বেলুনের মতো ফুটে যায়। এক দফার আন্দোলন মাঠে মারা গিয়েছিল। এবারও তাদের এক দফা ফুটে যাবে।
বুধবার (১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, বিএনপির অবস্থা হয়েছে সাপের মতো। সাপ যেমন বার বার খোলস পাল্টায়, বিএনপিও বার বার খোলস পাল্টায়।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি ২০১৩ সালে এক দফা ঘোষণা করেছিল, ২০১৪ সালেও করেছিল। ২০১৫ সালে করেছিল। ২০১৯ সালেও এক দফা ঘোষণা করেছিল। কয়েকদিন আগেও এক দফা ঘোষণা করেছে। তাদের এক দফা বেলুন ফোটার মতো ফুটে গেছে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ইসরায়েলিদের সঙ্গে যেমন বৈঠক করেছেন, একইভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ইসরায়েলের সঙ্গে বৈঠক করেছেন।’
বিএনপিকে ‘ইসরায়েলের চর’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘আমরাও এক দফা ঘোষণা করছি, আমাদের এক দফা হচ্ছে ইসরায়েলিদের চর, মানুষ হত্যাকারী, মানুষের ওপর পেট্রোল বোমা নিক্ষেপকারীদের রাজনীতি থেকে বিতাড়িত করব ইনশাআল্লাহ।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি আজকে পাগলা কুকুরের মতো হয়ে গেছে। তাই ‘সবাইকে সমস্ত কিছুর জন্য’ প্রস্তুত থাকতে হবে।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখছেন দলটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপসহ শীর্ষ নেতারা।