হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ, ম্যাচেই সেরা শরিফুল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৩

প্রথম দুই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি বাংলাদেশ। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুইটিতে হারায় তৃতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য তাই ছিল তাই হোয়াইটওয়াশ এড়ানোর। এমন ম্যাচে অধিনায়ক লিটন দাসের ফিফটিতে আফগানদের ৭ উইকেটে উড়িয়ে দিল টাইগারা। ১২৭ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছে যায় ১৫৯ বল হাতে রেখেই।

দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন শরিফুল। আফগানরা অলআউট হয় ১২৬ রানে। ফলে ৭ উইকেটের সহজ জয়ই পেয়েছে বাংলাদেশ।

শরিফুল এই ম্যাচে ৯ ওভার বল করে একটি মেইডেনসহ মাত্র ২৯ রান খরচ করেন। একাই নেন ৪টি উইকেট। এটি আবার তার ক্যারিয়ারসেরা বোলিংও। সবমিলিয়ে ম্যাচসেরার পুরস্কার উঠেছে শরিফুলের হাতেই।

এদিকে তিন ম্যাচ সিরিজে ৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন ফজলহক ফারুকি। ৩.৪২ ইকোনমিসহ তার ম্যাচসেরা বোলিং ফিগার ৩/২২। আফগান পেসারের হাতে উঠেছে সিরিজসেরার পুরস্কার।