ইনজুরি সারাতে লন্ডন যাচ্ছেন তামিম

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৩

ছবি- সংগৃহীত

পিঠের ইনজুরির চিকিৎসা করাতে চলতি মাসের শেষ দিকে প্রথমে দুবাই এরপর লন্ডন যাবেন বাংলাদেশ দলের ওপেনার এবং ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পিঠের ইনজুরির কারণে টানা অফফর্ম এবং নানা জটিলতা ও নাটকীয়তার পর অবসর ঘোষণা দেন তিনি। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে আবারও অবসর ভেঙে দলে ফেরার ঘোষণা দেন। তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের বাকি ম্যাচ আর খেলেননি তিনি।

তার আগে পিঠের ইনজুরি থেকে মুক্তির চেষ্টা চালাচ্ছেন তামিম ইকবাল। বিশেষ করে, পিঠের ইনজুরিটা এখন মারাত্মক পর্যায়ে চলে যাওয়ার কারণেই বিদেশ থেকে চিকিৎসা করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে শেষ হওয়ার পর মিডিয়ার মুখোমুখি হয়ে জালাল ইউনুস বলেন, “তামিম প্রথমে দুবাই যাবে। এরপর সে যুক্তরাজ্যের উদ্দেশ্যে বিমানে উঠবে আগামী ২৫ কিংবা ২৬ জুলাই। লন্ডনে দুটি অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা আছে তামিমের জন্য। সেখান থেকেই আমাকে বিস্তারিত আপডেট জানাবে।”

সারাদিন/১২ জুলাই/এমবি 

Nagad