হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ দুই সেটিংস জেনে নিন
জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ-এর ব্যবহারকারী অনেক। নিরাপদে গুরুত্বপূর্ণ তথ্য ছবি, ভিডিও আদান প্রদান করার জন্য বেশ সমাদৃত এই অ্যাপ। এই অ্যাপটির খুবই দরকারি দুটি সেটিংস আজ সারাদিন ডট নিউজ-এর পাঠকদের জন্য দেওয়া হলো ।
প্রথমটি। আপনার অ্যাপে যদি অনেক, ছবি ভিডিও আসে-মেমোরি ফুল হয়ে যায়। তাহলে এই সেটিংসটি করে নিন সমস্যার সমাধান। প্রথম অ্যাপে যান-এরপর যার নাম্বারে করবেন-তার প্রোফাইলে ক্লিক করবেন। সেখানে নিচের দিকে আসলে দেখবেন মিডিয়া ভিজিবিলিটি (Media visibility)। এটাকে অফ করে দিন।
এরপর যদি আপনি অনলাইনে আছেন বুঝতে দিবেন না-এটির করার জন্য অ্যাপের সেটিংসে চলে যান-এরর প্রাইভেসি (Privacy) যান। এরপর লাস্ট সিন এন্ড অনলাইন (Last swwn and online) যান নোবডি-(Nobody) করে দিন। এবং নিচে সেম এস লাস্ট সিন (Samae as last seen) অন করে দিন। কেউ জানবে না। আপনি অনলাইনে আছেন।


সারাদিন/ ১১ জুলাই