আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
প্রবাল রক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাগরতলে কনসার্ট
বাদ্যযন্ত্রের সুরে তাল মিলিয়ে কখনো গাওয়া হচ্ছে বিশ্বখ্যাত রক ব্যান্ড বিটলসের গান ‘ইয়েলো সাবমেরিন’। কখনো আবার গাওয়া হচ্ছে জনপ্রিয় গায়ক জিমি বাফেটের ‘ফিনস’। এ দৃশ্য একটি কনসার্টের। এই কনসার্ট আর দশটি আয়োজনের মতো নয়। এ কনসার্টের আয়োজন করা হয়েছিল সাগরের তলদেশে। এর উদ্দেশ্য, সাগরের প্রবাল রক্ষায় জনসচেতনতা সৃষ্টি।
কনসার্টটির আয়োজন করা হয়েছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি সংরক্ষিত জলসীমায়। এর নাম ‘ফ্লোরিডা কিস ন্যাশনাল মেরিন স্যাংচুয়ারি’। ৯ হাজার ৮০০ বর্গকিলোমিটার আয়তনের এই সংরক্ষিত জলসীমা ১৯৯০ সালে গড়ে তোলা হয়। সেখানে বিশাল এলাকাজুড়ে রয়েছে প্রবালপ্রাচীর।সাগরতলের এই কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘দ্য লোয়ার কিস আন্ডারওয়াটার মিউজিক ফেস্টিভ্যাল’। আরেকটি দিকও এই কনসার্টে বৈচিত্র্য এনে দিয়েছে। তা হলো আয়োজনে অংশ নেওয়া গায়ক ও বাদকদের সাজসজ্জা। তাঁরা সবাই সেজেছেন জনপ্রিয় হলিউড ছবি ‘দ্য লিটল মারমেইড’–এর আদলে। সূত্র: প্রথম আলো


ন্যাটো শীর্ষ সম্মেলন
ইউক্রেনের জোটভুক্তি নিয়ে অস্বস্তি
রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ এবারের ন্যাটো শীর্ষ সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় তা বেশ আগে থেকেই স্পষ্ট। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে লিথুয়ানিয়ায় এ সম্মেলন শুরুর আগে আরো একবার ইউক্রেনের ন্যাটোভুক্তি প্রসঙ্গ আলোচনায় উঠে এসেছে। সম্মেলনে সুইডেনের অন্তুর্ভুক্তিসহ আরো নানা ইস্যু আলোচিত হতে পারে। ইউক্রেন শেষ পর্যন্ত জোটে যোগদানের প্রশ্নে তাৎপর্যপূর্ণ কিছু না পেলেও রাশিয়ার সঙ্গে যুদ্ধে তাদের সহায়তার ব্যাপারে সম্মেলন শেষে জোট নেতারা একটি বিস্তৃত কর্মপরিকল্পনা ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন।শেষ পর্যন্ত ন্যাটো নেতাদের লক্ষ্য থাকবে, ইউক্রেন বিষয়ে যাবতীয় বিভক্তি কাটিয়ে ঐক্য প্রদর্শন করা। সূত্র: কালের কণ্ঠ
আন্দোলন করায় ১৭ হাজার শিক্ষকের বেতন স্থগিত, ৩৫০ প্রিন্সিপাল বরখাস্ত
বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করায় ১৭ হাজার শিক্ষকের বেতন পরিশোধ স্থগিত রেখেছে তিউনিসিয়া। সেইসঙ্গে ৩৫০টি স্কুলের প্রিন্সিপালকে বরখাস্ত করা হয়েছে। খবর- বিবিসি দেশটির প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক তৃতীয়াংশ শিক্ষক এখন বেতন পাচ্ছেন না। তিউনিসিয়ার সরকার বলছে, দেশের ভয়াবহ অর্থনৈতিক সমস্যার মধ্যে শিক্ষকদের বেতন বাড়ানোর দাবি মেনে নেওয়া যায় না। উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া উচ্চ মুদ্রাস্ফীতি, ক্রমবর্ধমান বেকারত্ব ও খাদ্য ঘাটতিতে ভুগছে। সূত্র: সমকাল
যে কারণে আফ্রিকার ৩ দেশ সফরে যাচ্ছেন রাইসি
আফ্রিকার তিন দেশ সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার প্রচেষ্টার অংশ হিসেবে এই সফরে যাচ্ছেন তিনি। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আজ মঙ্গলবার কেনিয়া, উগান্ডা ও জিম্বাবুয়ের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করবেন প্রেসিডেন্ট রাইসি।খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট রাইসির আসন্ন সফরের মূল উদ্দেশ্য হচ্ছে আফ্রিকার তিন দেশের সঙ্গে ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করা।ইরানের প্রেসিডেন্ট তার তিন দিনের সফরে কেনিয়া, উগান্ডা ও জিম্বাবুয়ের প্রেসিডেন্টদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি বেশ কয়েকটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন এবং যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সূত্র: যুগান্তর
প্রিগোজিনের সঙ্গে ক্রেমলিনে বৈঠক করেছেন পুতিন
ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিদ্রোহী ঘটনার পাঁচ দিন পর ক্রেমলিনে ওয়াগনার প্রধানকে ডেকে পাঠান রুশ প্রেসিডেন্ট। অর্থাৎ গত ২৯ জুন এই বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ তিন ঘণ্টা ধরে চলা বৈঠকে ওয়াগনার কমান্ডাররা পুতিনের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার কথা দেন। গতকাল ক্রেমলিন এ তথ্য জানিয়েছে। খবর- এনডিটিভি-সম্প্রতি ফরাসি একটি গণমাধ্যমে এ নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়। এরপরই গতকাল বিষয়টি সত্যি বলে নিশ্চিত করল ক্রেমলিন। রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, ওয়াগনারের বিদ্রোহের মাত্র ছয় দিনের মাথায়ই পুতিনের সঙ্গে দেখা করেন প্রিগোজিন। এ সময় তার সঙ্গে ওয়াগনারের ৩৫ কমান্ডার উপস্থিত ছিলেন। প্রায় তিন ঘণ্টা ধরে তাদের সঙ্গে কথা বলেন পুতিন। এ সময় ওয়াগনার প্রধান তার অনেক কাজের ব্যাখ্যা দিয়েছেন পুতিনের কাছে। পেসকভ বলেন, পুতিন ওয়াগনার কমান্ডারদের বক্তব্য শুনেছেন এবং তাদের কীভাবে আবারও ইউক্রেন যুদ্ধে মোতায়েন করা যায় তা নিয়ে আলোচনা করেছেন। সূত্র: বিডি প্রতিদিন।
পোল্যান্ডে রশ গুপ্তচর আটকের দাবি
রাশিয়ার এক গুপ্তচরকে আটকের দাবি করেছে পোল্যান্ড। দেশটিতে এ নিয়ে ১৫ জন রুশ গুপ্তচরতে আটক করার কথা জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। সোমবার (১০ জুলাই) পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারিউজ কামিনস্কির এক টুইটার পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা।মস্কো পোল্যান্ডকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করে পোল্যান্ড বলছে, তাদের দেশ রুশ গুপ্তচরদের প্রধান টার্গেটে পরিণত হয়েছে। পোলিশ স্বরাষ্ট্রমন্ত্রী টুইটারে বলেন, পোল্যান্ডের অভ্যন্তরীন নিরাপত্তা সংস্থা রাশিয়ার গোয়েন্দাদের হয়ে কাজ করা গুপ্তচর নেটওয়ার্কের আরেক সদস্যকে আটক করেছে। আটক রুশ গুপ্তচর সামরিক স্থাপনা ও সমুদ্রবন্দরগুলোতে নজরদারি করছিলেন। তাকে রাশিয়া নিয়মিতভাবে অর্থ দিত।পোল্যান্ডে অবস্থিত রুশ দূতাবাস এই গুপ্তচর আটক হওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। সুত্র: বণিক বার্তা।
উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
ভারতের উত্তরপ্রদেশে স্কুলবাস ও প্রাইভেটকারের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে দিল্লি-মিরাট মহাসড়কে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের রাহুল বিহারের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। কর্মকর্তারা বলছেন, স্কুলবাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর গাড়ির দরজা কেটে তাদের মরদেহ বের করতে হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়।সংবাদমাধ্যম মিন্ট জানায়, এ ঘটনার সময় স্কুলবাসে কোনা শিক্ষার্থী ছিল না। এমনকি বাসটি উল্টো পথ দিয়ে আসছিল।এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে বার্তা সংস্থা পিটিআই। সেখানে দেখা যায়, সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেছে। সূত্র: কালবেলা ।
রাশিয়াকে ঠেকাতে নেটো জোটের নতুন পরিকল্পনা
আর কয়েক ঘণ্টা পরেই লিথুয়ানিয়ার রাজধানীতে শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষা জোট নেটোর দু’দিনব্যাপী বার্ষিক সম্মেলন, যার ওপর সতর্ক নজর রাখছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, জার্মান চ্যান্সেলর ওলাফ সোলৎজসহ এই জোটের ৩১টি সদস্য দেশের নেতারা এতে যোগ দিচ্ছেন যারা দু’দিন ধরে প্রধানত ইউক্রেন যুদ্ধ নিয়েই আলোচনা করবেন।ইতোমধ্যে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ৫০০ দিন পার হয়ে গেছে এবং এই আক্রমণ শুরু হওয়ার পর মস্কো ইউক্রেনের পূর্বাঞ্চলে বহু শহর ও গ্রাম দখল করে নিয়েছে, বেসামরিক লোকজনের ওপর হামলা চালিয়ে তাদেরকে হত্যা করেছে। সূত্র: বিবিসি বাংলা।
উত্তর ভারতে বৃষ্টিজনিত ঘটনায় ৩৭ মৃত্যু, দিল্লিতে বন্যার শঙ্কা
ভারতের উত্তরাঞ্চলে কয়েকদিনের টানা ভারি বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি এ পর্যন্ত অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে দিল্লিতে যমুনা নদী বিপৎসীমার এক মিটার উপর দিয়ে বইছিল। হরিয়ানা রাজ্য হাতিনিকুণ্ড ব্যারেজ থেকে এক লাখ কিউসেক পানি যমুনা নদীতে ছেড়ে দেওয়ার পর আরও পানি ছাড়ায় যমুনার প্রবাহ বিপৎসীমার উপরে চলে যায়।কর্মকর্তারা ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ধারণা করা সময়ের আগেই নদীটির পানি বিপৎসীমা পার হয়ে গেছে।তলিয়ে যাওয়ার আশঙ্কা থাকা নিচু এলাকাগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া শুরু করেছে দিল্লির কর্তৃপক্ষ। তাদের নগরীর বিভিন্ন ত্রাণ শিবির ও কমিউনিটি সেন্টারগুলোতে নিয়ে রাখা হবে। সূত্র: বিডি প্রতিদিন ।
ক্যানেরি দ্বীপের কাছ থেকে ৮৬ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
স্পেনের উপকূলরক্ষী বাহিনী সোমবার জানিয়েছে, তারা ক্যানেরি দ্বীপপুঞ্জের কাছ থেকে একটি নৌকায় সাব-সাহারান আফ্রিকার ৮৬ অভিবাসীকে উদ্ধার করেছে। সালভামেন্টো মারিটিমো কোস্টগার্ড সার্ভিস জানিয়েছে, তারা ছয় নারী এবং ৮০ জন পুরুষসহ একটি নৌকাটি খুঁজে পেয়েছে। তবে উদ্ধার হওয়া লোকজনের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। কয়েকদিন আগেই নিখোঁজ হওয়া তিনটি নৌকার তিন শতাধিক অভিবাসনপ্রত্যাশীর খোঁজে তল্লাশি-অভিযান চালানো হচ্ছিল। ২০০ অভিবাসনপ্রত্যাশীকে বহনকারী একটি নৌকা ক্যানেরি দ্বীপপুঞ্জে নিখোঁজ হয়। এক সপ্তাহের বেশি সময় ধরে ওই নৌকাটি ক্যানেরি দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকা থেকে নিখোঁজ ছিল। আফ্রিকার দেশ সেনেগালের অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী ওই নৌকার সন্ধানে তল্লাশি অভিযান চালান স্পেনের উদ্ধার কর্মীরা। সূত্র: জাগো নিউজ