আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
ভারতে চুরি হয়ে গেল আস্ত সেতু
টাকাপয়সা বা স্বর্ণালংকার নয়, আস্ত সেতু চুরির অভিযোগ। ৯০ ফুট দীর্ঘ ৬ হাজার কেজি ওজনের সেতু চুরির অভিযোগে ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভারতের মুম্বাই শহরের পুলিশ। গতকাল শনিবার এক পুলিশ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। মুম্বাইয়ের পশ্চিম শহরতলিতে একটি নালার ওপর সেতুটি স্থাপন করা হয়েছিল। বাঙ্গুর নগর থানার ওই কর্মকর্তা বলেন, বৈদ্যুতিক তার পার করার জন্য শহরের পশ্চিমে মালাদ এলাকায় নালার ওপর ৯০ ফুট লম্বা ওই লোহার সেতু তৈরি করা হয়েছিল।
পুলিশের এই কর্মকর্তা বলেন, নালার ওপর স্থায়ী সেতু নির্মাণের পর অস্থায়ী লোহার সেতুটি কয়েক মাস আগে ওই এলাকার অন্য একটি স্থানে সরিয়ে নেওয়া হয়। কিন্তু অস্থায়ী সেতুটির কোনো হদিস পাওয়া না গেলে গত ২৬ জুন নির্মাতা প্রতিষ্ঠান এ ঘটনায় থানায় একটি অভিযোগ করে। এরপর পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। সূত্র: প্রথম আলো


ভূখণ্ড পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ অগ্রগতি নেই ইউক্রেনের
ইউক্রেনে রুশ আগ্রাসনের ৫০০তম দিন ছিল গতকাল শনিবার। গত বছর ফেব্রুয়ারির এক শীতল সকালে প্রতিবেশী ইউক্রেনের ওপর পূর্ণ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ওই সময় যুদ্ধটি স্বল্প সময়ে শেষ হওয়ার কথা বলা হলেও ক্রেমলিন সাড়ে ১৬ মাস পর এসেও অভিযান শেষ করতে পারেনি। বলা যায়, যুদ্ধটি দীর্ঘ স্থবিরতায় রূপ নিয়েছে। নিকট ভবিষ্যতে স্বল্প সময়ের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। গত জুনে পাল্টা হামলা শুরুর পর ইউক্রেনীয় বাহিনী পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ ছাড়াই দখলকৃত এলাকা পুনরুদ্ধারের চেষ্টা করছে। ক্ষয়ক্ষতির শিকার হওয়া সত্ত্বেও কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে রুশ বাহিনী। পশ্চিমাদের কাছ থেকে শত শত কোটির আর্থিক ও সামরিক সহায়তা পাওয়া সত্ত্বেও মাত্র ডজনখানেক গ্রাম ও কয়েক শ বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করতে পেরেছে ইউক্রেনের বাহিনী। সূত্র: কালের কণ্ঠ
ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল ৫০০ শিশুসহ ৯ হাজারের বেশি মানুষের : জাতিসংঘ
৫০০ দিনের বেশি সময় ধরে সংঘাত চললেও এখনো যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
রুশ বাহিনীর বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনে যুদ্ধ-সংঘাতে ৯ হাজারের বেশি বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এর ৫০০ই শিশু। এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলায় বেসামরিক হতাহতের ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। ৫০০ দিনের বেশি সময় ধরে ইউক্রেনে সংঘাত চলছে। যুদ্ধ থামার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। শুক্রবার ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশন (এইচআরএমএমইউ) এক বিবৃতিতে জানিয়েছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫০০ শিশুসহ ৯ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে জাতিসংঘের প্রতিনিধিরা এর আগে বলেছেন, নিহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে। এইচআরএমএমইউয়ের উপপ্রধান নোয়েল ক্যালহোন বলেন, ‘আজ আমরা যুদ্ধের আরেকটি ভয়ংকর মাইলফলক চিহ্নিত করেছি, যা ইউক্রেনে বেসামরিক নাগরিক হতাহতের একটি ভয়াবহ সংখ্যা।’ পর্যবেক্ষণ সংস্থাটি বলছে, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর চলতি বছরের প্রথম কয়েক মাসে হতাহতের সংখ্যা কিছুটা কম থাকলেও মে ও জুনে আবারও বেড়েছে। সূত্র: বিডি প্রতিদিন।
নেতানিয়াহুর সংস্কার চেষ্টার বিরুদ্ধে ইসরায়েলের রাস্তায় লাখ লাখ মানুষ
বিচার বিভাগকে ঢেলে সাজানোর পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েলে চলমান বিক্ষোভ আরো জোরদার হয়েছে। টানা আন্দোলনের ২৭তম সপ্তাহে লাখ লাখ জনতা বের হয়ে আসে সড়কে। খবর সিএনএন। সংগঠকরা জানান, গতকাল শনিবার (৮ জুলাই) ইসরায়েলের শহরগুলোতে আনুমানিক তিন লাখ ৬৫ হাজারে বেশি মানুষ বিক্ষোভে যোগ দেন। শুধু তেল আবিবের সড়কেই নামেন এক লাখ ৮০ হাজার জনতা। আগামীকাল সোমবার আইনসভা নেসেটে সংস্কার প্রস্তাবটি উঠার কথা রয়েছে। এ খবরে গতকাল রাতে ইসরায়েল জুড়ে বিক্ষোভের ঢল নামে। মধ্যপন্থী, বামপন্থী ও এমনকি ডানপন্থীদের একটি অংশ ছয় মাস ধরে প্রস্তাবিত সংস্কারের বিরোধিতা করে আসছে।
মার্চের শেষের দিকে দেশ-বিদেশে চাপের মুখে কিছুটা নমনীয় হন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তখন সংস্কারের বিষয়ে চুক্তিতে পৌঁছানোর জন্য বিরোধী দলগুলোর সঙ্গে সমঝোতা আলোচনার পরিকল্পনা স্থগিত করেন তিনি। এরপর জুনের শেষের দিকে বলেছিলেন, প্রস্তাবের সবচেয়ে বিতর্কিত দিকটি বাদ দেয়া হয়েছে। সেখানে সুপ্রিম কোর্টের রায় বাতিল করার অনুমতি পায় নেসেট। সূত্র: বণিক বার্তা
ইউক্রেনকে যে গুচ্ছ বোমা পাঠানো হচ্ছে তা প্রায়ই বিস্ফোরিত হতে ব্যর্থ হয়
যুক্তরাষ্ট্র ইউক্রেনে ক্লাস্টার (গুচ্ছ) বোমা পাঠানোর ঘোষণা দিয়েছে শুক্রবার (৮ জুলাই)। তার আগে পেন্টাগন থেকে আশ্বাস দেওয়া হয়েছে, অন্যান্য ক্লাস্টার বোমার চেয়ে বেসামরিকদের জন্য কম বিপজ্জনক হবে এবারেরগুলো। ক্লাস্টার বোমা অনেক দেশেই নিষিদ্ধ। খোলা জায়গায় ছোট ছোট গ্রেনেড ফেলে সাঁজোয়া যান ধ্বংস করতে বা সৈন্যদের মারতে ক্লাস্টার বোমা নিক্ষেপ করা হয়। কিন্তু দেখা যায় যে, অনেক বোমাই তাৎক্ষণিক বিস্ফোরিত হয় না। কয়েক বছর কিংবা দশক পর সেগুলোর ওপর পা রেখে বেসামরিকদের নিহত কিংবা গুরুতর আহত হওয়ার আশঙ্কা থাকে।
পেন্টাগন জানিয়েছে, যেসব ক্লাস্টার বোমা তারা ইউক্রেনে পাঠাবে সেগুলোর ব্যর্থতার হার মাত্র ২.৩৫ শতাংশ। ক্লাস্টার অস্ত্রের সাধারণ হারের তুলনায় যা অনেক ভালো। তবে পেন্টাগনের নিজস্ব বিবৃতিই ইঙ্গিত দেয় যে, আগের গ্রেনেডগুলোর ১৪ শতাংশ ব্যর্থতার হার নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনেও উঠে এসেছে ক্লাস্টার যুদ্ধাস্ত্রের সফলতার হার নিয়ে ধোঁয়াশার চিত্র। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড্
ইরানে পুলিশ স্টেশনে হামলা
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি থানায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।শনিবার সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের কেন্দ্রীয় শহর জাহেদানের থানায় হামলায় দুই ইরানি পুলিশ ও চার অস্ত্রধারী নিহত হয়েছেন। বার্তা সংস্থা ইরানপ্রেস জানিয়েছে, ভোরে জাহেদানের একটি থানায় একযোগে হামলা চালায় চার অস্ত্রধারী সন্ত্রাসী। তারা থানার ভেতরে ঢোকার চেষ্টা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা আক্রমণ চালায়। এতে চার অস্ত্রধারী সন্ত্রাসীর সবাই প্রাণ হারায়। প্রাদেশিক নিরাপত্তা উপ-প্রধান আলিরেজা মারহামতি বলেছেন, হামলাকারীরা পুলিশ স্টেশনের প্রবেশদ্বারে শক্তিশালী গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। এ সময় গুলিবিনিময় হয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে। লড়াইয়ে দুই পুলিশ প্রাণ হারিয়েছেন। সূত্র: যুগান্তর
মেক্সিকোতে সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা
মেক্সিকোর শীর্ষস্থানীয় সংবাদপত্র ‘লা জর্নাডা’র এক সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নায়ারিতে তার মরদেহ পাওয়া যায়।
প্রসিকিউটরদের বরাত দিয়ে রোববার সকালে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিহত সাংবাদিক লুইস মার্টিন সানচেজ ইনিগুয়েজ (৫৯) ‘লা জর্নাডা’র আঞ্চলিক প্রতিনিধি ছিলেন। তার স্ত্রী সেসিলিয়া লোপেজ তদন্তকারীদের জানান, গত বুধবার রাত থেকে তার স্বামীর কোনো খোঁজ পাচ্ছিলেন না তিনি। সূত্র; সমকাল
৫০০তম দিনে গড়াল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের দুর্বার প্রতিরোধ গড়ার প্রতীক হয়ে উঠেছে ওডেসা অঞ্চলের স্নেইক দ্বীপ। যুদ্ধের ৫০০তম দিন পূরণ হওয়া উপলক্ষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার দ্বীপটি পরিদর্শন করেন। ইউক্রেনীয় সেনাদের সাহসিতাকে সম্মান জানাতে তিনি সেখানে যান। শনিবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ৫০০তম দিনে গড়িয়েছে। এখন পর্যন্ত যুদ্ধ অবসানের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিবিসি জানায়, গত বছর যুদ্ধ শুরুর পরপরই রুশ বাহিনীর কাছে হুমকি উপেক্ষা করে স্নেইক দ্বীপের ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানায়। কৃষ্ণসাগরের দ্বীপটি রুশ বাহিনী দখল করে ইউক্রেনীয় সেনাদের বন্দি করে। পরবর্তী সময়ে ইউক্রেনীয় বাহিনী পাল্টা অভিযানে দ্বীপটি পুনরুদ্ধার করে এবং রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময়ের ফলে আটক সেনারা মুক্তি পায়। সূত্র: দৈনিক বাংলা্
যে কারণে বেশিরভাগ দেশে নিষিদ্ধ ক্লাস্টার বোমা
চলমান ইউক্রেন যুদ্ধকে ঘিরে মার্কিন প্রশাসন কিয়েভকে বিতর্কিত ক্লাস্টার বোমা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সবকিছু ঠিক থাকলে কয়েক সপ্তাহের মধ্যেই এ বোমা ইউক্রেনের মাটিতে এসে পৌঁছাবে। সংবাদমাধ্যমে এ খবর আসতে না আসতে এর তুমুল সমালোচনা শুরু হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এ সিদ্ধান্ত প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রকে। কারণ এ বোমায় বেসামরিক মানুষ হতাহত হওয়ার ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, অনেক ভেবেচিন্তে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুদ্ধের ময়দানে ইউক্রেনের গোলাবারুদ ফুরিয়ে যাওয়ায় দেশটিকে এ ক্লাস্টার বোমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। খবর সিএনএনের। যুক্তরাষ্ট্র ইউক্রেনীয়দের যে ধরনের বোমা দিচ্ছে, সেটি হাউইটজার কামান থেকে ছোড়া যাবে। ১৫৫ মিলিমিটার এ ক্লাস্টার বোমার ভেতর ছোট ছোট ৮০টি বোমা রয়েছে। ইউক্রেনীয় সেনাদের ঠেকাতে রুশ সেনারা যেসব জায়গায় পরিখা খনন করেছে, সেসব জায়গায় এ বোমা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন দেশটির সামরিক কর্মকর্তারা। সূত্র; কালবেলা
নিত্যদিনের বৈষম্য যেভাবে ফ্রান্সের সহিংসতায় ইন্ধন জুগিয়েছে
প্যারিসের এক শহরতলীতে পুলিশের গুলিতে আলজেরীয় বংশোদ্ভূত নাহেল এম নামের ১৭-বছরের এক মুসলিম তরুণের মৃত্যু নিয়ে যে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়েছিল তা ফরাসী সমাজের মূলে নাড়া দিয়েছে। যে মাত্রায় ঐ দাঙ্গা হয়েছে এবং যে দ্রুততার সাথে তা ফ্রান্স জুড়ে ছড়িয়ে পড়েছিল তা নজিরবিহীন। যে শহরে গত এক বছর ধরে বসবাস করছি সেই মার্সেইতে দাঙ্গার দিনগুলোতে হঠাৎ যেন জনজীবন আমূল পাল্টে গিয়েছিল। শহরের বাসিন্দারা ধরেই নিত সন্ধ্যা নামলেই সহিংসতা শুরু হবে। দোকান-পাট তার আগেই বন্ধ হয়ে যাচ্ছিল, জনপরিবহন বন্ধ করে দেয়া হচ্ছিল। ফলে মানুষজন বিকেলের মধ্যে কাজ, কেনাকাটা করে ঘরে গিয়ে ঢুকছিল।
আর সন্ধ্যার পর সত্যিই শুরু হতো পুলিশ আর দাঙ্গাকারীদের মধ্যে ইঁদুর-বেড়াল খেলা।, পুলিশের গাড়ির সাইরেন আর আকাশে পুলিশের হেলিকপ্টারের শব্দ এবং সেইসাথে ক্রমাগত বাজির বিস্ফোরণ। সূত্র; বিবিসি বাংলা।