ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৬
যুক্তরাষ্ট্রে একটি প্রাইভেট প্লেন বিধ্বস্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (৮ জুলাই) সকালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি মাঠে প্লেনটি বিধ্বস্ত হয়।
ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষের (এফএএ) বরাত দিয়ে সিএনএন এ তথ্য নিশ্চিত করে।


তবে, দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং এফএএ বিষয়টি তদন্ত করবে বলে জানা গেছে।
এফএএর তথ্য অনুযায়ী, সেসনা বিজনেস জেট স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। এরপর সান দিয়েগো থেকে প্রায় ৬৫ মাইল উত্তরে তা বিধ্বস্ত হয়।
রিভারসাইড কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, বিমানটিতে থাকা ছয় আরোহীর সবাই ঘটনাস্থলেই মারা গেছেন। এটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় এবং আশপাশেও তা ছড়িয়ে পড়ে।
ক্যাল ফায়ারের এক টুইট বার্তায় জানানো হয়, একটি মাঠে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। এতে প্রায় এক একর জমির গাছপালা ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
রিভারসাইড কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ভোর ৪টা ১৫ মিনিটের পর কর্তৃপক্ষ জ্বলন্ত প্লেনটি খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছয় যাত্রীকে মৃত ঘোষণা করে। তবে দুর্ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। সূত্র : সিএনএন