আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৩

ভাগনারের বিদ্রোহের ঘটনায় কেউ নায়ক বনে যাননি: লুকাশেঙ্কো

বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কো বলেছেন, রাশিয়ায় বিদ্রোহের ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা ভাগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোশিন কেউ-ই নায়ক হিসেবে আবির্ভূত হননি। লুকাশেঙ্কো গতকাল বৃহস্পতিবার বেলারুশের রাজধানী মিনস্কের স্বাধীনতা প্রাসাদে বিবিসিকে এ কথা বলেন।ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী রুশ প্রতিষ্ঠান ভাগনার গত মাসের শেষ দিকে বিদ্রোহ করে বসেছিল। তারা মস্কো অভিমুখে যাত্রা শুরু করেছিল। পরে বেলারুশের প্রেসিডেন্টের মধ্যস্থতায় বিদ্রোহ থেকে সরে আসেন ভাগনারপ্রধান।কীভাবে, ঠিক কী কী শর্তে ভাগনারের বিদ্রোহ অবসানে সমঝোতাটি হয়েছিল, তা খুব ভালো করে জানা ব্যক্তিদের একজন লুকাশেঙ্কো।বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে ‘কথোপকথনের’ জন্য গতকাল সাংবাদিকদের একটি ছোট দলকে দেশটির রাজধানী মিনস্কের স্বাধীনতা প্রাসাদে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই দলে বিবিসির সাংবাদিকও ছিলেন। সূত্র: প্রথম আলো

বিশ্বকাপের আগে হঠাৎ কেন বিদায় তামিমের
কান্নাভেজা কণ্ঠে বললেন, অনেক কিছু বলতে চাই আসলে, কিন্তু আপনারা দেখছেন কোনো কথাই বলতে পারছি না

জনাকীর্ণ সংবাদ সম্মেলনে উপস্থিত মিডিয়াকর্মীরা অধীর অপেক্ষায়, কী বলবেন তামিম ইকবাল? আগাম কোনো ধারণা করতে পারছেন না উপস্থিত কেউ। নানাজন নানা কথা বলছেন। কেউ বলছেন, ফিটনেস নিয়ে কথা বলবেন; কেউ বলছেন, দল নিয়ে কথা বলবেন। এভাবে মিডিয়াকর্মীরা যখন ব্যস্ত নিজেদের নিয়ে, তখন কালো টুপি, কালো টিশার্ট, হাতে টিস্যু নিয়ে তামিম হাজির হন সংবাদ সম্মেলনে। টাইগার অধিনায়কের জ্বলজ্বলে চোখ, বিমর্ষ মুখ দেখে বোঝা যাচ্ছিল, বিষয়টি খুবই সিরিয়াস। উপস্থিত সাংবাদিকরা নড়েচড়ে বসেন টাইগার অধিনায়ক কী বলেন। আধঘণ্টার সংবাদ সম্মেলনে তামিম যা বললেন, সেটা ছিল সবার ধারণার বাইরে। ২৪১ ওয়ানডেতে ৮৩১৩ রান ও ১৪ সেঞ্চুরি করা তামিম সবাইকে অবাক করে ঘোষণা দেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের, ‘সাধারণত এমন অবস্থায় অনেকেই অনেক কিছু লিখে আনেন। আমি কিছুই লিখে আনিনি। আমি ওইভাবে কোনো প্রস্তুতিও নিয়ে আসিনি। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই (৫ জুলাই) আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি।’ আধঘণ্টার সংবাদ সম্মেলনে কথা বলার সময় টিস্যু দিয়ে বাররার চোখ মুছছিলেন তামিম। শেষে কান্নায় ভেঙে পড়ে মাথা এলিয়ে দেন টেবিলে। তিন-চার মিনিট নিশ্চুপ থেকে বিদায় নেওয়ার সময় মাথা তুলে সবাইকে শুধু বললেন, ‘আশা করি আপনাদের সঙ্গে অন্য কোথাও দেখা হবে।’ তামিম এমন সময় অবসরের কথা ঘোষণা দিয়েছেন, যখন ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি তিন মাস। আফগানিস্তান সিরিজের খেলা বাকি দুই ম্যাচ। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই প্রথম সিরিজের মাঝপথে কোনো অধিনায়ক হুট করে অবসরের ঘোষণা দিলেন। ১৯৮৬ সাল থেকে এখন পর্যন্ত ১৫ জন অধিনায়ক টাইগারদের নেতৃত্ব দিয়েছেন। সূত্র: বিডি প্রতিদিন।

সুষ্ঠু নির্বাচন কোন প্রক্রিয়ায় জানতে চাইবে যুক্তরাষ্ট্র
উজরা জেয়ার মিশনের ঢাকা সফর ১১-১৪ জুলাই

আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন উপায়ে অবাধ ও সুষ্ঠু করা হবে-এ সম্পর্কে বাংলাদেশের কাছে জানতে চাইতে পারে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য পদ্ধতি বাংলাদেশের অভ্যন্তর থেকেই প্রণয়নের তাগিদ দেওয়ার সম্ভাবনা আছে। এছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ সংশোধন, একজন সচিবের নির্বাচনি প্রচারে অংশ নেওয়া, ঢাকা-১৭ উপনির্বাচনের একজন প্রার্থীর ওপর হামলাসহ সাম্প্রতিক কিছু ঘটনা সম্পর্কেও প্রশ্ন উত্থাপন করা হতে পারে। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন এবং শ্রমিক শহিদুল হত্যার তদন্তসহ মানবাধিকার পরিস্থিতির বিষয়টি স্থান পাবে আলোচনায়।
আসন্ন বাংলাদেশ সফরকালে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের পক্ষ থেকে উল্লিখিত বিষয়ে প্রশ্ন তোলা হতে পারে। এছাড়া বিভিন্ন আলোচনায় রাজনৈতিক সমঝোতার প্রসঙ্গও আসতে পারে বলে কূটনীতিক সূত্র নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার সংক্রান্ত আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল ১১ থেকে ১৪ জুলাই বাংলাদেশ সফর করবে। প্রতিনিধিদলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএআইডির এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর রয়েছেন। এদিকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের এ প্রতিনিধিদলের সফর বাংলাদেশের জাতীয় নির্বাচনকেন্দ্রিক নয়। তবে অন্যান্য বিষয়ের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সূত্র: যুগান্তর

Nagad

কাঁচা মরিচের ঝালের মধ্যে আলুতে আঁচ
দেশের বাজারে কাঁচা মরিচের পর এবার আলুর দামে আঁচ লেগেছে। সপ্তাহের ব্যবধানে খুচরায় আলুর দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়ে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর রামপুরা, কারওয়ান বাজার ও বাড্ডার বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। গত সপ্তাহে প্রতি কেজি আলু ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে।দেড় মাস আগে প্রতি কেজি আলু ছিল ৩০ টাকা। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরবরাহে বড় ধরনের ঘাটতি না থাকলেও বাড়তি লাভের উদ্দেশ্যে ব্যবসায়ীরা আলুর দাম বাড়িয়েছেন।
ভোক্তাদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা কারসাজি করে কাঁচা মরিচের পর এবার আলুর দাম বাড়াচ্ছেন। এসব ব্যবসায়ীর বিরুদ্ধে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় তাঁরা নানা অজুুহাতে পণ্যের দাম বাড়িয়ে যাচ্ছেন। সূত্র: কালের কণ্ঠ

গণঅধিকার পরিষদে সংকট আরও ঘনীভূত

গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরের পাল্টাপাল্টি বহিষ্কার ঘিরে চলমান দ্বন্দ্বের মধ্যেই কাউন্সিলের জন্য তপশিল ঘোষণা করেছেন দলটির নুরপন্থিরা। গতকাল বৃহস্পতিবার পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এ তপশিল ঘোষণা করেন তাদের নির্বাচিত প্রধান নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম। অন্যদিকে একই দিনে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে রেজা কিবরিয়ার অপসারণকে সম্পূর্ণ অবৈধ ও প্রতারণামূলক বলে দাবি করেন দলটির শীর্ষ ৯ নেতা, যারা কদিন আগেও সদস্য সচিব নুরের পক্ষে ছিলেন। এর ফলে গণঅধিকার পরিষদে সংকট আরও ঘনীভূত হলো। ১০ জুলাই জাতীয় কাউন্সিলের তপশিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম বলেন, ৬ জুলাই সকাল ১১টা থেকে ৭ জুলাই দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ৮ জুলাই যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৯ জুলাই বিকেল ৪টা পর্যন্ত প্রচার চালানো যাবে। ১০ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উচ্চতর পরিষদের ভোট গ্রহণ এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় কাউন্সিলের ভোট গ্রহণ চলবে।নির্বাচনী বিধিমালা সম্পর্কে তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির সদস্যরা এবং জেলা ও মহানগর পর্যায়ের আহ্বায়ক ও সদস্য সচিবরা ভোটার বলে গণ্য হবেন। অনলাইন ও অফলাইনে ভোট প্রদান করা যাবে। এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা ও বিদ্বেষ ছড়াতে পারবেন না বলেও জানান তিনি। সূত্র: কালবেলা

সরেজমিন ৩ ওয়ার্ড
ছুটি বাতিল তবু ছুটিতে মশা মারার কর্মীরা

রাজধানীর রায়েরবাজার কমিউনিটি সেন্টার। এটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়। সকালে এখানে মশার ওষুধ ছিটানোর কর্মীরা হাজিরা দেন। পরবর্তী সময় সেখান থেকেই মশার লার্ভা নিধনের ওষুধ ও ছিটানোর যন্ত্র (স্প্রে মেশিন) নিয়ে কাজে বেরিয়ে যান। আজ শুক্রবার সকাল ৬টা ১৪ মিনিটে ওই কমিউনিটি সেন্টারে গিয়ে দেখা যায়, প্রধান ফটকটি তালাবদ্ধ। ভেতরে কয়েকজনকে রান্নার জোগাড়যন্ত্রে ব্যস্ত দেখা গেল। ভেতর থেকে একজন পাশের আরেকটি ফটক দিয়ে ভেতরে যাওয়ার ইশারা করলেন।ভেতরে গিয়ে কথা হলো মাহবুবুর রহমান নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি ওই কমিউনিটি সেন্টারের নিরাপত্তা প্রহরী। তিনি জানান, মশকনিধন সুপারভাইজার ও মশকনিধনকর্মীদের কেউ কাজে আসেননি। সূত্র: প্রথম আলো

গণতন্ত্র সুরক্ষায় একসঙ্গে কাজ করছি

রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির ১২ কংগ্রেসম্যান প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে বাংলাদেশ সম্পর্কে যে নোট দিয়েছেন, এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার গত মাসে প্রেসিডেন্ট বাইডেনকে একটি চিঠি দেন। সেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাস দমনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার শান্তি-স্থিতি সুরক্ষায় শেখ হাসিনার দৃঢ়চেতা নেতৃত্বের প্রসঙ্গ ছাড়াও নানা প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশকে উন্নয়নের মডেলে পরিণত করার পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত ও আইনের শাসনের ক্ষেত্রে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করা হয়। সামগ্রিক পরিস্থিতির আলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অটুট রেখেই রাশিয়া ও চীনের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার নীতিতে অবিচল রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অবস্থায় মহলবিশেষের প্ররোচনায় মার্কিন কংগ্রেসম্যানরা বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে কোনো খোঁজখবর না নিয়ে একতরফা অভিযোগ উত্থাপনের মাধ্যমে প্রকারান্তরে জঙ্গিবাদকে উসকে দেওয়ার মতো আচরণ করছেন বলে বাইডেনকে অবহিত করা হয়। সূত্র: বিডি প্রতিদিন।

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি নেপালে
বেফাঁস বক্তব্যে বিপদে প্রচন্ড
ভারতীয় এক ব্যবসায়ীর প্রচেষ্টাই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে : পুষ্প কমল দহল

অনুষ্ঠানে গিয়ে উলটাপালটা মন্তব্যে তোপের মুখে পড়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল (প্রচন্ড)। প্রধানমন্ত্রীর ভাষ্যমতে ভারতীয় এক ব্যবসায়ীর প্রচেষ্টাই-তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। প্রীতম সিং নামের সেই ব্যক্তিই তার প্রধানমন্ত্রী হওয়ার সোপান। প্রচন্ড জানান, ‘তিনি আমাকে প্রধানমন্ত্রী করার জন্য কাঠমান্ডুর নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন।’ বেফাঁস এ মন্তব্যে বেজায় চটেছে দেশটির বিরোধী দল। ক্ষোভ উগরে জানিয়েছে নিজেদের প্রতিক্রিয়া। ইউএমএল বিধায়ক রঘুজি পান্ত, ‘প্রধানমন্ত্রীর নৈতিক ভিত্তিতেই পদত্যাগ করা উচিত। দিল্লির নিয়োগ দেওয়া প্রধানমন্ত্রী আমাদের দরকার নেই।’ বৃহস্পতিবার কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এনডিটিভি।সোমবার ‘রোডস টু দ্য ভ্যালি : দ্য লিগেসি অব সরদার প্রীতম সিং ইন নেপাল’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে-এ মন্তব্য করেন তিনি। নিজের মুখ থেকে বেরিয়ে যাওয়া এ কথায় তীব্র চাপের মুখে রয়েছেন প্রধানমন্ত্রী দহল। ঘটনায় প্রধান বিরোধী দল কমিউনিস্ট পার্টি অব নেপাল সিপিএন-ইউএমএল বুধবার প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। জাতীয় পরিষদের বৈঠকেও দেওয়া হয় বাধা। শুধু প্রধান বিরোধী দলই নয়, অন্যান্য রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি, রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির বাধার কারণে প্রতিনিধি পরিষদের বৈঠক শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত স্থগিত করা হয়। সব মিলিয়ে নেপালে প্রধানমন্ত্রীর গদি এখন টালমাটাল। শুধু বিরোধী দল নয়, ক্ষমতাসীন দলের নেতারাও প্রধানমন্ত্রীর এ বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন। সূত্র: যুগান্তর

উখিয়া ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি, ৫ রোহিঙ্গা নিহত

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে তিনজন ও পরে হাসপাতালে নেয়ার পথে দুইজনের মৃত্যু হয়েছে।শুক্রবার সকাল ৬টার দিকে বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প ৮/ওয়েস্টে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শেখ মোহাম্মদ আলী। সূত্র: দৈনিক বাংলা।

ডেঙ্গু পরিস্থিতি
ভুল নগরায়ণে ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু

ক্রমেই ভয়ংকর হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার প্রাক-বর্ষা জরিপের ফলাফল বলছে, রাজধানীর প্রায় সব বাসিন্দাই ডেঙ্গু আক্রান্তের ঝুঁকিতে। আর জরিপের আওতাভুক্ত ৯৮ ওয়ার্ডের মধ্যে ৫৫টিই ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রয়েছে। এর সঙ্গে ভুল নগরায়ণের সম্পর্ক পেয়েছেন গবেষকরা। কীটতত্ত্ববিদরাও বলছেন, দেশে নগরায়ণের পরিসর বেড়েছে। উপজেলা এবং কোনো কোনো ইউনিয়ন পর্যায় পর্যন্তও এর প্রসার ঘটেছে। তবে অপরিকল্পিত নগরায়ণের ফলে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বিশেষ করে ঢাকায় এডিস মশার যে প্রজাতিটি ডেঙ্গু ছড়াতে ভূমিকা রাখছে সেটি মূলত কম গাছপালা ও কংক্রিটে আচ্ছাদিত জায়গায় বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনায় অনুমান করা হচ্ছে, এবার সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। কয়েক দিন ধরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে গেছে গড়ে পাঁচ শতাধিক মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। যদিও এ পরিসংখ্যান সম্পূর্ণ নয়, যেসব হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরকে এ নিয়ে রিপোর্টিং করে কেবল তাদের তথ্য। এছাড়া অনেক হাসপাতাল ও ক্লিনিকে ডেঙ্গু রোগীর চিকিৎসা হলেও তাদের তথ্য স্বাস্থ্য অধিদপ্তরকে দেয়া হয় না। আবার অনেক রোগী বাসায় থেকেও চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। সুত্র; বণিক বার্তা ।

পেঁয়াজ-মরিচ নিয়ে অস্বস্তি কাটেনি, অস্থিরতা কাঁচাবাজারেও

কমেনি কাঁচা মরিচের ঝাঁঝ। অতিরিক্ত দামে নাজেহাল ক্রেতা। ভারত থেকে পর্যাপ্ত মরিচ আমদানি করা হলেও ভোক্তা পর্যায়ে ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। সেই সঙ্গে ৪০ টাকা দরের ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। আর দেশি পেঁয়াজ এখন ৭০ থেকে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে।আজ শুক্রবার (০৭ জুলাই) রাজধানীর মিরপুরকেন্দ্রিক একাধিক বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বেশির ভাগ পণ্যের দাম গত সপ্তাহের চেয়ে কিছুটা বেড়েছে। গত সপ্তাহে ২৩০ টাকা দরে বিক্রি হওয়া আদা এ সপ্তাহে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, ৫০ টাকা দরের লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকায়। গত সপ্তাহে ৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া গোল বেগুন বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। ১২০ টাকা কেজি দরের ছোট সাইজের রসুন এখন বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজি দরে। তবে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া বড় রসুনের দাম অপরিবর্তিত। বাজার ঘুরে দেখা গেছে, মাঝারি মানের প্রতিটি চাল কুমড়া ৪০ টাকায়, মাঝারি মানের ফুলকপি ৩০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, উস্তা ৬০ টাকায় ও মূলা বিক্রি হচ্ছে ৫০ টাকায়।ফার্মের মুরগির লাল ডিম ১৪০ টাকা ডজন। গত সপ্তাহে ফার্মের সাদা ডিম ১২০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে ১৩০ টাকা। তবে দাম কমেছে ব্রয়লার মুরগির। গত সপ্তাহে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও এ সপ্তাহে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। সুত্র; দেশ রুপান্তর