২০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এআইইউবিতে বিজটেক ৪.০ অনুষ্ঠিত
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) তে বিজটেক ৪.০ অনুষ্ঠিত হয়েছে।
গত ২১শে এবং ২২শে জুন ২ দিন ব্যাপী আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্ট আয়োজন করেছে বিজটেক ৪.০।


এআইইউবি ক্যাম্পাসে এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল ব্যবসায় প্রযুক্তির উল্লেখযোগ্য দিকগুলো প্রদর্শন করা।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন এআইইউবি’র উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুর রহমান।
প্রায় ৪০টি কলেজের ২০০ জন শিক্ষার্থী ইভেন্টে অংশগ্রহন করে। এআইইউবি আউটরিচ প্রোগামের অংশ হিসাবে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্ট আন্তঃকলেজ টেকনোলজি ভিত্তিক স্মার্ট বিজনেস প্রতিযোগিতা, আইসিটি বিষয়ে ছবি প্রতিযোগিতা, ডিজিটাল পোষ্টার প্রদর্শন, ই-কমার্স মেলার আয়োজন করে। অনুষ্ঠানে বিজয়ী বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষিকা, বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।