স্টেডিয়ামে শারীরিক সম্পর্ক নয়, কর্তৃপক্ষের হুঁশিয়ারি

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৩

ছবি- সংগৃহীত

চলমান উইম্বলডন গ্র্যান্ড স্ল্যামে কড়া হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। যেখানে বলা হয়েছে, কোয়াইট রুম বা শান্তির কক্ষে প্রার্থনা অথবা সন্তানকে স্তন্যপান করানোর জন্য। তবে কোনোভাবেই যৌন মিলনে একত্রিত হওয়া যাবে না। গত বছরের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার দর্শকদের জন্য এমন সতর্কবার্তা জারি করা হলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের বরাতে এনডিটিভি’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

মূলত উইম্বলডনের কোয়াইট রুম প্রার্থনা ও মেডিটেশনের জন্য ব্যবহার করা হয়। ভক্তরা চাইলে এই ঘরে শিশু সন্তানকে স্তন্যপান করাতে পারেন। কিন্তু সুযোগ বুঝে নিরিবিলি সেই ঘরের অপব্যবহার করার ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসে আয়োজকরা।

এ নিয়ে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের চিফ এক্সিকিউটিভ শেলি বোল্টন বলেন, “আমরা এটা নিশ্চিত করতে চাই যে, দর্শকরা যাতে সুযোগ সুবিধার যথাযথ ব্যবহার করেন। যদি সমর্থকদের প্রার্থনা করার প্রয়োজন হয়, তাহলে তারা এই নিরিবিলি জায়গা ব্যবহার করতে পারেন। স্তন্যপান করানোর জন্যও ব্যবহার করা যায় ঘরটি। তবে সুযোগের অপব্যবহার যাতে না হয়, সেদিকে নজর থাকবে আমাদের।”

এর আগে গত বছর ঐতিহ্যবাহী এই টেনিস প্রতিযোগিতায় ১২ নম্বর কোর্টের ঠিক পাশে অবস্থিত কোয়াইট রুম থেকে যুগলের শারীরিক মিলনের শব্দ ভেসে আসে। এটি শুধু একবার নয়, বরং নিরিবিলি দেখে এই ঘরটিকে একাধিক দর্শকযুগল ব্যক্তিগত মনোরঞ্জনের জন্য ব্যবহার করে বলে অভিযোগ। কিন্তু চলতি বছর যাতে তেমন কিছু না ঘটে, সেদিকেই কড়া নজর কর্তৃপক্ষের।

উল্লেখ্য, চলতি বছর উইম্বলডন শুরু হয়েছে ০৩ জুলাই। ইংল্যান্ডের আয়োজনে এই টুর্নামেন্ট চলবে ১৬ জুলাই পর্যন্ত।

Nagad

সারাদিন/০৬ জুলাই/এমবি