আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
ঋণের সুদ বাড়াচ্ছে ব্যাংক
নতুন সুদের হার অনুযায়ী বাড়তি কিস্তি কাটা শুরু করেছে কিছু ব্যাংক। আবার কিছু ব্যাংক অপেক্ষা করছে পরিস্থিতি বুঝে ওঠার জন্য।
ঋণের সুদহার বাড়ানো শুরু করেছে ব্যাংকগুলো। গ্রাহক ভেদে ঋণের সুদহার বছরে সর্বোচ্চ ২ দশমিক ১৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। ইতিমধ্যে নতুন সুদহার আরোপ করে বাড়তি কিস্তিও কাটা শুরু হয়েছে। গ্রাহককে আগাম কোনো তথ্য জানানো হয়নি। প্রতি মাসে ঋণের কিস্তি দিতে হয়, এমন যাঁদের ব্যাংকঋণ রয়েছে, তাঁদের চলতি মাসের কিস্তিতে বাড়তি টাকা দিতে হবে। আবার কিছু ব্যাংক অপেক্ষা করছে পরিস্থিতি বুঝে ওঠার জন্য। তবে ব্যাংকগুলো ঋণের সুদ যেভাবে বাড়িয়েছে, আমানতের সুদে সেভাবে হাত দেয়নি। তারল্য পরিস্থিতি পর্যালোচনা করে অনেক ব্যাংক পরবর্তী সময়ে আমানতের সুদহার বাড়ানোর পরিকল্পনা করছে।বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে আমরা বিনিয়োগের ওপর মুনাফা বাড়িয়েছি, যা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা- বাংলাদেশ ব্যাংক চলতি জুলাই থেকে স্মার্ট সুদহার নামে নতুন নিয়ম চালু করেছে। স্মার্ট হলো সিক্স মান্থস মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল। প্রতি মাসের শুরুতে এই হার জানিয়ে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। মে মাসে স্মার্ট ছিল ৭ দশমিক ১৩ শতাংশ, যা জুনে কমে হয়েছে ৭ দশমিক ১০ শতাংশ। কোনো ব্যাংক মে মাসের হার ও কোনো ব্যাংক জুন মাসের হারকে বিবেচনায় নিয়ে জুলাই থেকেই নতুন সুদ নির্ধারণ করছে। আর সুদহার নির্ধারণে বেশির ভাগ ব্যাংক একেবারে সর্বোচ্চ সীমাকে বেছে নিয়েছে। ব্যাংকগুলো তারল্য পরিস্থিতি পর্যালোচনা করে সম্পদ-দায় ব্যবস্থাপনা কমিটি (অ্যালকো) আমানত ও ঋণের সুদহার নির্ধারণ করে থাকে।অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান আনিস এ খান এ নিয়ে প্রথম আলোকে বলেন, সুদহার বাড়ার ফলে ঋণের চাহিদা কমবে, যা মূল্যস্ফীতি কমাতে সহায়তা করবে। এতে ব্যক্তি পর্যায়ে যাঁরা ঋণগ্রহীতা, তাঁদের ওপর চাপ পড়বে। সূত্র: প্রথম আলো


আগস্টে ভয়ংকর হবে ডেঙ্গু
এডিস মশার লার্ভার বংশবিস্তারে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। ২০১৯ সালে তান্ডব চালিয়েছিল ডেঙ্গু। এ বছর সে তুলনায় লার্ভার ঘনত্ব ও প্রজননস্থল বেশি। উচ্চঝুঁকিতে রয়েছে ঢাকার দুই সিটি করপোরেশনের ৫৫টি ওয়ার্ড। শুধুু ঢাকা নয়, চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন জায়গায় বাড়ছে ডেঙ্গুজ্বরের রোগী। তাই এখনই ব্যবস্থা না নিলে আগস্টে ডেঙ্গু পরিস্থিতি ভয়ংকর হতে পারে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘প্রাকবর্ষা জরিপে লার্ভা বেশি পাওয়ার অর্থ সামনে পরিস্থিতি আরও খারাপ হবে। এখন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী বাড়তে থাকবে। এ পরিস্থিতি আগস্ট পর্যন্ত চলবে। শুধু ঢাকা নয়, সারা দেশেই আক্রান্ত বাড়বে। এর মধ্যে চট্টগ্রাম, গাজীপুর, পটুয়াখালী, বরিশালে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি থাকবে।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘এখন হটস্পট ম্যানেজমেন্টে জোর দিতে হবে। হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর ঠিকানা নিয়ে হটস্পট শনাক্ত করতে হবে। এরপর ওই জায়গায় ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে উড়ন্ত মশা নিধন করতে হবে। যেসব জায়গায় রোগী নেই, সেখানে লার্ভা শনাক্ত ও ধ্বংস করতে হবে। এ কাজে জনগণকে সম্পৃক্ত করে সচেতনতা বাড়াতে হবে।’ সূত্র: বিডি প্রতিদিন ।
সংকটের সমাধান না হলে অনিশ্চয়তায় পড়বে দেশ
নির্বাচনকে ঘিরে উৎকণ্ঠা
দেশের স্বার্থে দুই দলকে আলোচনায় বসার আহ্বান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অস্থির দেশের রাজনীতি। বিপরীত মেরুতে অবস্থান করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপি। নির্বাচনকালীন সরকার ইস্যুতে অনড় অবস্থানে দুদল। সংকট নিরসনে আপাতত সংলাপ বা সমঝোতার কোনো সম্ভাবনা নেই। এমন পরিস্থিতিতেও সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে-আগামী নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ। কিন্তু দুই দলের মুখোমুখি অবস্থানে কীভাবে সেটা সম্ভব-এমন প্রশ্নই সব শ্রেণি-পেশার মানুষের। রাজধানীসহ দেশের প্রত্যন্ত এলাকার অলিগলির চায়ের দোকান, হাট কিংবা ঘাটে, অফিস-আদালতে, সামাজিক অনুষ্ঠানসহ সর্বত্রই আলোচনা-কী হবে আগামী দিনে। নির্দিষ্ট সময়ে সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে কি না। না হলে রাজপথে কি ফের শুরু হবে সংঘাত, জ্বালাও-পোড়াও। রাজনৈতিক সংকট তীব্র হওয়ার আশঙ্কায় জনমনে বাড়ছে নানা উৎকণ্ঠা। যুগান্তরের পক্ষ থেকে রাজনৈতিক বিশ্লেষক ও দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা দিনমজুর, রিকশাওয়ালা, শিক্ষক-শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী, চা দোকানদার, কৃষক, আইনজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে এমন চিত্রই পাওয়া গেছে। সূত্র: যুগান্তর
ঢাকা-১৭ আসনের উপনির্বাচন: মোহাম্মদ এ আরাফাতকে কেন প্রয়োজন
রাজনীতিতে ঘোলা পানিতে মাছ শিকারের ইতিহাস ও চেষ্টা বহু পুরোনো। উপমহাদেশীয় রাজনীতিতে বেশির ভাগ ক্ষেত্রে এই পরিস্থিতির জন্য বাইরের শক্তিরা দায়ী। সময়ের ধারাবাহিকতা ও সংগ্রামে রক্তপাত, ষড়যন্ত্রের রাজনীতি হটিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন বেশ স্থিতিশীল। তারই নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের সংগঠনে পরিণত হয়েছে। এই দল সর্বোচ্চ স্তর থেকে নিম্নবিত্ত সর্বস্তরের মানুষের ভাষা বোঝে, চাহিদা বোঝে। সেই অনুযায়ী নিজেদের কর্মপরিকল্পনা বাস্তবায়নও করে। যার প্রমাণ দেশের গতি-প্রবাহের প্রতীক পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল ইত্যাদি। অর্থাৎ কোন স্থানে কী প্রয়োজন, সেই নিরীক্ষা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার জানে এবং সে অনুযায়ী তা বাস্তবায়ন করে। দেশ এখন অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিকভাবে স্বাবলম্বী হওয়ার লড়াইয়ে অগ্রসর। কিন্তু নির্মম বাস্তবতা হলো, এই লড়াই চলাকালীন রাজনৈতিকভাবে এশিয়ার এই ঐতিহ্যবাহী দলটি তার বহু পুরোনো ও পরীক্ষিত সারথি হারিয়েছে চিরসত্য মৃত্যুর কারণে। শুধু আওয়ামী লীগ কেন, অন্যান্য রাজনৈতিক দলেরও বহু পুরোনো মানুষ এই সময়টায় মৃত্যুর গর্ভে হারিয়ে গেছেন। সে রকমই একজন আকবর হোসেন পাঠান ফারুক। একসময়ের জনপ্রিয় নায়ক ফারুক তার মৃত্যুর আগে পর্যন্ত ছিলেন ঢাকা-১৭ আসনের নির্বাচিত সংসদ সদস্য। গত ১৫ মে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন তিনি। সূত্র: দৈনিক বাংলা।
ঢাকায় শোরুম খুলছে নাইকি, অ্যাডিডাস
ঢাকার স্নিকারপ্রেমী ও ক্রীড়ামোদীদের জন্য অপেক্ষা করছে দারুণ উত্তেজনার এক সংবাদ, কারণ বিশ্বের দুটি শীর্ষস্থানীয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ড – যুক্তরাষ্ট্রের নাইকি ও জার্মানির অ্যাডিডাস – আগামী দুই মাসের মধ্যেই রাজধানীতে তাদের শোরুম খুলবে। এই উদ্যোগে সহযোগিতা করছে ডিবিএল গ্রুপ। এর আগে ২০১৯ সালে তারা আরেকটি বিখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমা-কে ঢাকায় এনেছিল। ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম ফিরোজ বলেন, “এরমধ্যেই অ্যাডিডাসের সঙ্গে আমাদের কনট্রাক্ট সাইন হয়ে গেছে। আগামী অক্টোবরের মধ্যে তাদের স্টোর গুলশানে চালু হবে। কাস্টমারদের কেমন সাড়া পাওয়া যায় তার ওপর নির্ভর করে পরে স্টোরের সংখ্যা বাড়ানো হতে পারে।””নাইকির সাথেও কনট্রাক্ট ফাইনাল হয়ে গেছে। আগামী নভেম্বরের মধ্যে তাদের স্টোর চালু করা সম্ভব হবে,” যোগ করেন তিনি।সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের বাজারে এসব বৈশ্বিক ব্র্যান্ডের প্রবেশ এদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির বিপুল সম্ভাবনার প্রতি তাদের আস্থারই প্রতিফলন। গত কয়েক দশকে বাংলাদেশের প্রবৃদ্ধি দ্রুতলয়ে বেড়েছে। সেই সুবাদে, বর্তমানে দেশে সচ্ছল ও মধ্যবিত্ত ভোক্তার সংখ্যা প্রায় সাড়ে ৩ কোটি। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
বিকেল থেকে বন্ধ থাকবে এনআইডি সেবা
সার্ভার স্থানান্তরের জন্য জাতীয় পরিচয়পত্র সেবা আজ বিকেল থেকে বন্ধ থাকবে। তবে রোববার (০৯ জুলাই) থেকে যথারীতি চালু থাকবে। সময় বৃহস্পতিবার (০৬ জুলাই) ইসির এনআইডি শাখার প্রোগ্রামার মো. আবুল খায়ের রনি জানিয়েছেন, এক নোটিশের মাধ্যমে এ তথ্য সবাইকে জানানো হয়েছে।মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের কাছে পাঠানো এ সংক্রান্ত নোটিশে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের আইসিটি অনুবিভাগের আওতায় ১০ম তলায় অবস্থিত সার্ভার কক্ষ আদর্শমান করণের কাজ চলছে। সার্ভার কক্ষ আদর্শমান করণের সময়কালে সার্ভার কক্ষের চলমান নেটওয়ার্ক ও সার্ভারভিত্তিক সেবাসমূহ মাঠ পর্যায় পর্যন্ত নিরবচ্ছিন্ন রাখতে বর্তমানে সার্ভার, নেটওয়ার্ক ও বৈদ্যুতিক সংযোগসমূহ অস্থায়ী সার্ভার কক্ষে (কক্ষ নং-৯০৭) স্থানান্তর করা হচ্ছে। সার্ভার কক্ষ অস্থায়ীভাবে স্থানান্তরের সময় বৃহস্পতিবার (০৬ জুলাই) বিকেল ৫টা থেকে শনিবার (০৮ জুলাই) রাত অবধি এ সার্ভার কক্ষের মাধ্যমে পরিচালিত মাঠ পর্যায় ও সচিবালয়ের ইন্টারনেট ও ইন্ট্রানেটভিত্তিক সকল সেবা যেমন, ইন্টারনাল ওয়েবসাইট, ভিপিএন সেবা বন্ধ থাকবে। সূত্র: বাংলানিউজ
‘জমি ও ফ্ল্যাট নিবন্ধন কর ব্যাপক বৃদ্ধি’
“জমি ও ফ্ল্যাট নিবন্ধন কর ব্যাপক বৃদ্ধি”- দৈনিক কালের কণ্ঠের প্রথম পাতার একটি খবর। প্রতিবেদনে বলা হচ্ছে, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ দেশের সব এলাকার সম্পত্তি নিবন্ধন কর দ্বিগুণ করা হয়েছে। দেশের যে কোনো এলাকায় স্থাবর সম্পত্তি বা জমি ও ফ্ল্যাটের মালিকানা হস্তান্তরে দ্বিগুণ কর গুনতে হবে। তবে নিবন্ধন কর হিসেবে সবচেয়ে বেশি অর্থ গুনতে হবে রাজধানীর গুলশান, বনানী, মতিঝিল, দিলকুশা, নর্থ সাউথ রোড, মতিঝিল সম্প্রসারিত এলাকা এবং মহাখালী এলাকার স্থাবর সম্পত্তির মালিকদের। এসব এলাকায় সম্পত্তি কিনলে ক্রেতাকে জমি, ফ্ল্যাট বা যেকোনো স্থাপনা নিবন্ধনের জন্য কাঠাপ্রতি ৮ শতাংশ বা ২০ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ, তা দিতে হবে। আয়কর আইন ২০২৩-এর আওতায় উৎস কর বিধিমালায় নতুন ওই কর নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ২৬ জুন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর ৩ জুলাই বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হয়েছে। সরকারি কর্মচারিদের ৫% প্রণোদনা দেয়া নিয়ে কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে – “৪০০ থেকে ৪ হাজার টাকা বেতন বাড়ছে”। প্রতিবেদনে বলা হচ্ছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে বিশেষ প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র; বিবিসি বাংলা।
নির্মাণের পর এক বছরেও চালু হয়নি মাদারীপুরের আধুনিক বাস টার্মিনাল
নির্মাণের এক বছর পেরোলেও নানা জটিলতায় চালু হয়নি মাদারীপুরের আধুনিক বাস টার্মিনালটি। ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ টার্মিনাল যাত্রী ও যানবাহনের জন্য উন্মুক্ত না করায় এখনও শেখ হাসিনা মহাসড়কের দুপাশেই দাঁড় করিয়ে রাখতে হচ্ছে আন্তঃজেলা ও দূরপাল্লার বাসগুলো।
এতে অন্যান্য যানবাহন চলাচলে যেমন বিঘ্ন ঘটছে তেমনি পথচারীদের জন্যও সমস্যা সৃষ্টি হচ্ছে। আবার টার্মিনালে প্রবেশ করতে না পারায় বাধ্য হয়ে মহাসড়কেই যাত্রীদের ওঠানামা করতে হচ্ছে; যা বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। মাদারীপুর পৌরসভার তথ্য অনুযায়ী, গৈদি মৌজার পাকদী এলাকায় ৪ একর ৩৭ শতাংশতে নির্মাণ করা হয়েছে তিনতলা বিশিষ্ট আধুনিক বাস টার্মিনাল। এই জমি অধিগ্রহণে পৌরসভার ব্যয় হয়েছে ২ কোটি ৪৮ লাখ টাকা।২০১৮ সালের নভেম্বরে বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় বাস টার্মিনালের কার্যাদেশ দেওয়া হয়। কাজটি পায় ফরিদপুরের আলাউদ্দিন ট্রেডিং কোম্পানি লিমিডেট নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। প্রথম পর্যায়ে এই বাস টার্মিনাল নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ২৩ কোটি ২২ লাখ টাকা। পরে নকশা কিছুটা পরিবর্তন করা হলে ব্যয় বেড়ে দাঁড়ায় ২৪ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৭৭ টাকায়।চুক্তি অনুযায়ী, নির্মাণ কাজ ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠান নানা কারণ দেখিয়ে তিন দফায় তিন বছর কাজের মেয়াদ বাড়ায়। সবশেষ গত বছরের ৩০ এপ্রিল টার্মিনাল নির্মাণের কাজ শেষ হয়। সূত্র: বিডি নিউজ
ভারতে মুসলিম তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনকে কারাদণ্ড
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডে এক মুসলিম তরুণকে মোটরসাইকেল চুরির অভিযোগে পিটিয়ে হত্যার দায়ে ১০ জনকে কারাদণ্ড দিয়েছে রাজ্যর সেরাইকেলা আদালত। চার বছর আগে ওই তরুণ হত্যার দায়ে অভিযুক্তদের ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় সাজা দেওয়া হয়েছে তাঁদের। একই সঙ্গে ১৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। গত মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঝাড়খন্ডে মোটরসাইকেল চুরির অভিযোগে একদল লোক চার বছর আগে তাবরেজ আনসারি (২৪) নামের ওই তরুণকে বেধড়ক মারপিট করে। গুরুতর আহত হওয়ার কয়েকদিন পর মারা যান তিনি। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আনসারিকে মারপিট করছে উত্তেজিত জনতা। এ সময় প্রাণ ভিক্ষা করতেও দেখা যায় তাকে। হিন্দু দেবতাদের নামে স্লোগান দিতেও বাধ্য করা হয় এই মুসলিম তরুণকে। ওই সময় ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পর ভারতে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। সূত্র: আজকের পত্রিকা ।
কলকাতায় মার্টিনেজের শেষ দিন যেমন কাটলো
বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজজ্বরে ভুগছে পুরো কলকাতা। পশ্চিমবঙ্গে দুদিনের সফরে কলকাতাবাসী ভালোবাসা উপভোগ করছেন আর্জেন্টিনার এই ফুটবল তারকা। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলার যেখানেই তিনি গেছেন সেখানেই দেখা গেছে তার ভক্তদের উন্মাদনা। এমিকে একবার ছুঁয়ে দেখা ছাড়াও স্বপ্নের তারকাকে মুঠোফোনে বন্দি করে রাখার হিড়িক পড়েছিল। বুধবার (৫ জুলাই) পূর্ব ঘোষণা অনুযায়ী কলকাতার শ্রীভূমি ক্লাবে পৌঁছান মার্টিনেজ। সেখানেও তাকে একঝলক দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাডোনার মূর্তিতে শ্রদ্ধা জানান মার্টিনেজ। পরে পশ্চিমবঙ্গ সরকারের দমকলমন্ত্রী সুজিত বসুর সঙ্গে শ্রীভূমি ক্লাবের মাঠে যান তিনি। মাঠে যাওয়ার পথে ভক্তদের আবদার মেটান। শ্রীভূমি ক্লাবের মঞ্চে বসে বিভিন্ন অনুষ্ঠান দেখতে দেখতে স্পষ্ট বাংলায় মার্টিনেজ বলেন, ‘অসাধারণ’।
বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে সংবর্ধনা দিয়েছে শ্রীভূমি ক্লাব। তার হাতে রাজ্যের মন্ত্রী সুজিত বসু গোল্ডেন গ্লাভস তুলে দেন। কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস নেওয়ার সময় বিতর্কিত অঙ্গভঙ্গি করেছিলেন আর্জেন্টিনার এই ফুটবল তারকা। এবারও কলকাতার শ্রীভূমি ক্লাবে গোল্ডেন গ্লাভস হাতে নিয়ে ঠিক একই রকম অঙ্গভঙ্গি করেন। সেটা দেখে মাঠে উপস্থিত তার ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। সূত্র: জাগো নিউজ