আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
দক্ষিণ আফ্রিকায় বস্তিতে গ্যাস লিক হয়ে ১৬ জনের প্রাণহানি
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের একটি বস্তিতে বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস লিক হয়ে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। শটির জরুরি সেবাবিষয়ক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জোহানেসবার্গের পূর্বাঞ্চলের বোকসবার্গ ডিস্ট্রিক্টের অনুমোদনহীন একটি বস্তিতে স্থানীয় সময় গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জরুরি সেবাবিষয়ক দপ্তরের মুখপাত্র উইলিয়াম নাটলাদি এএফপিকে বলেন, ‘আমরা এখানে ১৬ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি, এর মধ্যে ৫ জন নারী ও ৩টি শিশু রয়েছে। কয়েকজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।’উইলিয়াম আরও জানান, হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আরও ১১ জন আপাতত আশঙ্কামুক্ত থাকলেও তাঁদের অবস্থা গুরুতর।উইলিয়াম জানান, জরুরি সেবাবিষয়ক দপ্তরের কর্মীরা রাত আটটা নাগাদ গ্যাস লিকেজের খবর পান। ঘটনাস্থলে আসার পর বোঝা যায়, এটা বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস ছিল। প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে, স্থানীয় অবৈধ খনি কার্যক্রমে বিষাক্ত এই গ্যাস ব্যবহার করা হচ্ছিল। সূত্র: প্রথম আলো


ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত জেনিন শিবিরে ফিরছে ফিলিস্তিনিরা
অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে দুই দিন ধরে সামরিক অভিযান শেষে ইসরায়েল তাদের সেনা প্রত্যাহারের পর ফিলিস্তিনিরা শরণার্থী শিবিরে নিজেদের বাড়িঘরে ফিরতে শুরু করেছে। ইসরায়েলি হামলায় শরণার্থী শিবিরে ব্যাপক ধ্বংসের চিত্র দেখা গেছে। এ শিবিরে হাজার হাজার ফিলিস্তিনি থাকে। শিবিরের ভবনগুলোয় ইসরায়েলি হামলায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। গাড়িগুলো দুমড়ে-মুচড়ে গেছে এবং মাটিতে এখানে-সেখানে ভাঙা কাচ আর বুলেটের খোসা পড়ে আছে। ইসরায়েলি হামলায় যে ১২ জন ফিলিস্তিনি নিহত হন তাদের স্মরণে জানাজায় এবং শোকমিছিলে যোগ দেয় হাজার হাজার মানুষ। এদিকে জেনিনে সংঘাত থামলেও ইসরায়েল এখন গাজায় বিমান হামলা শুরু করেছে। ইসরায়েল দাবি করছে, ফিলিস্তিনি জঙ্গিদের রকেট হামলার জবাবে তারা এ হামলা চালাচ্ছে। দুই দিনের হামলার সময় একজন ইসরায়েলি সেনাও নিহত হন। এদিকে গতকাল সকালে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজা থেকে ছোড়া পাঁচটি রকেট মাঝপথে ধ্বংস করে দিয়েছে। সূত্র: বিডি প্রতিদিন ।
মাঝসাগরে চীন-ফিলিপাইন রেষারেষি
চীনের বিরুদ্ধে বিতর্কিত দক্ষিণ-চীন সাগরে ফিলিপাইনের দুটি জাহাজ আটকালো চীনের কোস্ট গার্ড। ৩০ জুন ম্যানিলা টেরিটরিয়ালের সেকেন্ড শোলের কাছাকাছি যেতেই এ ঘটনা ঘটে। বুধবার চীনের বিরুদ্ধে আনা এক অভিযোগে এই দাবি করেছে ফিলিপাইন। দক্ষিণ চীন সাগর পাহারায় নিয়োজিত চীনের জাহাজকে বিপজ্জনক বলেও অভিযোগ করা হয়। মাঝসাগরে দুদেশের সেই রেষারেষির ভিডিওফুটেজও এদিন প্রকাশ করেছে ম্যানিলা। এএফপি। নৌবাহিনীর মিশনের এসকর্ট হিসাবে নিযুক্ত ফিলিপাইনের দুটি উপকূলরক্ষী নৌযান দুটি চীনা উপকূলরক্ষী জাহাজের কাছে পৌঁছে। ফিলিপাইন কোস্ট গার্ডের মুখপাত্র কমোডোর জে টেরিয়েলা সাংবাদিকদের বলেন, চীনা জাহাজের মধ্যে একটি বিআরপি ফিলিপাইন কোস্ট গার্ডের নৌযান মালাব্রিগোর ধনুকের প্রায় ১০০ গজের কাছাকাছি পৌঁছেছিল। চীন বিপজ্জনক বিভিন্ন কৌশল পরিচালনা করেছে বলে জানান পশ্চিম ফিলিপাইন সাগরের উপকূলরক্ষীর আরেক মুখপাত্র তারিয়েলা। আরও বলেন, চীনা জাহাজ ফিলিপাইন কোস্ট গার্ড জাহাজের এত কাছাকাছি পৌঁছে যা খুবই বিপজ্জনক। কারণ এতে সংঘর্ষের প্রবণতা ছিল অনেক বেশি। চীনা দূতাবাস এ মন্তব্যের তাৎক্ষণিক কোনো জবাব দেননি। এপ্রিল মাসে এর আগেও চীনের বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়। এএফপির একটি দল অন্য একটি উপকূলরক্ষী জাহাজ থেকে কাছাকাছি সংঘর্ষ প্রত্যক্ষ করে। ঘটনায় মালাপাসকুয়ার কমান্ডিং অফিসার রোদেল হার্নান্দেজ বলেন, চীনা জাহাজটি তার নৌযানের ৪৫ মিটারের মধ্যে এসেছিল। তার দ্রুত পদক্ষেপ একে অপরের সঙ্গে সংঘর্ষ এড়াতে সহায়তা করেছে বলে জানান হার্নান্দেজ। সূত্র: যুগান্তর
স্ত্রীকে পর্ন দেখতে জোরাজুরি করায় মামলা
পর্ন দেখতে এবং এর তারকাদের মতো পোশাক পরতে বাধ্য করার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লিতে। বুধবার পুলিশ গণমাধ্যমকে এ কথা জানিয়েছে। খবর এনডিটিভির। মঙ্গলবার এ ঘটনায় নির্যাতনসহ ভারতীয় দণ্ডবিধির চারটি ধারায় মামলা করেছেন ৩০ বছর বয়সী ওই নারী। অভিযোগে ওই নারী জানান, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ২০২০ সালে তার বিয়ে হয়। স্বামী পর্নে আসক্ত। তাই নিজের স্ত্রীকেও তিনি পর্ন দেখাতে এবং ওসব ফিল্মের তারকাদের মতো পোশাক পরাতে জোর করে আসছিলেন। ওই নারী তার স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে যৌতুকের দাবি এবং মানসিক ও শারীরিকভাবে তাকে হয়রানির অভিযোগও করেছেন মামলায়। সূত্র: দৈনিক বাংলা।
চিপ প্রস্তুতের ধাতু রপ্তানিতে বিধিনিষেধ ‘কেবল শুরুমাত্র’- মার্কিন অর্থমন্ত্রীর সফরের আগে হুঁশিয়ারি বেইজিংয়ের
কম্পিউটার চিপ বা সেমিকন্ডাক্টর প্রস্তুতে অত্যাবশ্যক ধাতু রপ্তানিতে সম্প্রতি কিছু নিয়ন্ত্রণমূলক বিধিনিষেধ দিয়েছে চীন। তবে এই পদক্ষেপ ‘কেবল শুরুমাত্র’ বলে হুঁশিয়ারি দিয়েছেন চীনের একজন বাণিজ্য নীতি উপদেষ্টা। এর মধ্য দিয়ে, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনের নির্ধারিত সফরের একদিন আগেই প্রযুক্তি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে লড়াইকে নতুন মাত্রা দিল বেইজিং।
গত রোববার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৬-৯ জুলাই বেইজিংয়ে তিনদিনের আনুষ্ঠানিক সফরে যাবেন ইয়েলেন। পরে সোমবার সকালে তার সফরের বিষয়টি চীনের অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতেও নিশ্চিত করা হয়।চীন গ্যালিয়াম ও জার্মেনিয়ামের মতো বিরল ধাতু রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করেছে। এতে এসব ধাতু বিক্রির রাজস্ব আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। সেই সুবাদে বুধবার চীনের পুঁজিবাজারগুলোয় দ্বিতীয় সেশনের লেনদেনেও বেড়েছে চীনের কিছু ধাতু কোম্পানির শেয়ারদর। কম্পিউটার চিপ থেকে শুরু করে নাইট ভিশন, স্যাটেলাইট ইমেজারি সেন্সরের মতোন সামরিক বাহিনীর অনেক সরঞ্জাম তৈরিতে দরকার হয় জার্মেনিয়াম। অন্যদিকে, রাডার, রেডিও যোগাযোগ উপকরণ, স্যাটেলাইট ও এলইডি প্রস্তুতে অপরিহার্য উপাদান গ্যালিয়াম। বৈদ্যুতিক গাড়ি ও ফাইবার অপটিক কেবল তৈরিতেও ধাতু দুটি ব্যবহৃত হয়। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
লভিভে রুশ হামলায় নিহত ৩
পশ্চিম ইউক্রেনের লভিভ শহরের একটি আবাসিক ভবনে রাশিয়া রকেট হামলা চালিয়েছে বলে দাবি করেছেন স্থানীয় মেয়র আন্দ্রিয়ে সাদোভি। তিনি বলেছেন, এই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। গুরুতর একজনসহ মোট নয়জন আহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়েছেন। আঞ্চলিক প্রধান ম্যাকসিম কোজিটস্কি বলেছেন, শহরের একটি আবাসিক ভবনে রকেট আঘাত করেছে। এর বেশি তিনি কিছুই জানাননি। এদিকে ইউক্রেনের এ দাবির বিষয়ে রাশিয়ার সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি। সামাজিক মাধ্যমে সাদোভি একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে আঘাত হানা ভবনের ভাঙা জানালা দেখা গেছে। এছাড়া ক্ষতিগ্রস্ত গাড়ি ও ধ্বংসাবশেষও দেখা গেছে। একটি ছোট ভিডিও বার্তায় মেয়র বলেন, অনেক অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, ৫০টিরও বেশি। তিনি যোগ করেন, এই হামলায় প্রায় ৫০টি গাড়িও ধ্বংস হয়েছে। মেয়র বলেন, কিছুক্ষণ আগে ধ্বংসস্তূপ থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকারী দল তাদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। সূত্র: বাংলানিউজ
কোরআন পোড়ানো
সেদিন যা ঘটেছিল সুইডেনের সেই মসজিদ প্রাঙ্গণে
সুইডেনের স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে ঈদুল আজহার দিন পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে সমগ্র মুসলিম বিশ্ব। বাংলাদেশ, তুরস্ক, ইরাক, ইরান, মিসর, সৌদি আরবসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। এমনকি এ ঘটনায় ‘অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)’ জরুরি বৈঠক ডাকে। এমন পরিস্থিতিতে কোরআন পোড়ানোয় জড়িত ব্যক্তিকে আটক করেছে সুইডেন। শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত হলেও সুইডেন পবিত্র কোরআন অবমাননার জন্য বারবার খবরের শিরোনামে এসেছে। এর আগেও এ ধরনের ঘটনায় বিশ্ববাসীর ক্ষোভের মুখে পড়েছিল দেশটি। ঈদুল আজহার দিন স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে আসলে কী ঘটেছিল? সেদিন যা ঘটেছিল সুইডেনের সেই মসজিদ প্রাঙ্গণে-আরব নিউজের খবরে বলা হয়, পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় জড়িত ব্যক্তির নাম সালওয়ান মোমিকা। তিনি বেশ কয়েক বছর আগে ইরাক থেকে সুইডেনে পালিয়ে এসেছিলেন। এর পর সেখানেই বসবাস করছেন। তার দাবি, বাক-স্বাধীনতার গুরুত্ব তুলে ধরতে তিনি ঈদের দিন সমাবেশের আয়োজন করেন। তিনি বলেন, ‘এটা গণতন্ত্র। আমাকে যদি এটি করতে না দেওয়া হয়, তাহলে গণতন্ত্র ঝুঁকিতে রয়েছে।’ সূত্র: কালবেলা।
মেক্সিকোতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ২৭
মেক্সিকোতে পাহাড়ি রাস্তা থেকে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। খবর এএফপির। ওক্সাকার প্রসিকিউটর বার্নার্ডো রদ্রিগেজ আলামিল্লা টেলিফোনে এএফপিকে জানান, প্রাথমিকভাবে ২৭ জনের নিহতের খবর পাওয়া গেছে এবং আহত ১৭ জনকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তবে শুরুতে এ দুর্ঘটনার জন্য যান্ত্রিক ত্রুটির কথা অবহিত করা হয়েছে বলে জানান রদ্রিগেজ। দেশটির সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, আহত অন্তত ছয়জন অচেতন ছিলেন এবং তাঁদের অবস্থা গুরুতর। সূত্র; আজকের পত্রিকা
‘ভুল করে’ যাত্রীবাহী উড়োজাহাজ ভূপাতিত, ইরানের বিরুদ্ধে আইসিজে-তে ৪ দেশ
এবার ইরানের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) দ্বারস্থ হয়েছে কানাডা, সুইডেন, ইউক্রেইন এবং যুক্তরাজ্য।বুধবার এ সংক্রান্ত কাগজপত্র দেখেছে বার্তা সংস্থা রয়টার্স।২০২০ সালের ৮ জানুয়ারি ইউক্রেইন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় এবং সেটির ১৭৬ আরোহীর সবাই নিহত হন।পরে জানা যায়, ইরানের রেভ্যুলেশনারি গার্ড তেহরান বিমানবন্দর থেকে ইউক্রেইনের যাত্রীবাহী ওই উড়োজাহাজটি উড্ডয়নের পরপরই সেটিকে গুলি করে। যেটিকে ওই সময়ে তেহরানের পক্ষ থেকে ‘বিপর্যয়কর ভুল’ বলে উল্লেখ করা হয়। এখন ওই চার দেশ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) কাছে আবেদন করে বলেছে, ইরান মন্ট্রিল কনভেনশন ‘লঙ্ঘন’ করেছে। আইসিজে ওয়ার্ল্ড কোর্ট নামেও পরিচিত। সূত্র: বিডি নিউজ
“আমরা সহিংস হচ্ছি, কারণ শান্তিপূর্ণ পথে এখানে কাজ হয় না”
নান্তেরের রাস্তায় যেদিকেই তাকানো যায়, দেখা যাচ্ছে গত কয়েকদিনের দাঙ্গার চিহ্ন। প্যারিসের পশ্চিম দিকের এই শহরতলীটিতে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক পোড়ানো গাড়ি – সেগুলোর শুধু ধাতব খোলসটা আছে, ভেতরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পথে পথে পড়ে আছে দুমড়ে-মুচড়ে যাওয়া লোহালক্কড়, গলে যাওয়া দরজার হাতল, ভাঙা কাচ। এই এলাকাটিতেই নাহেলের বাড়ি – ১৭ বছরের যে কিশোর গত সপ্তাহে পুলিশের গুলিতে নিহত হবার পর এই দাঙ্গা শুরু হয়েছিল। এখানকার দেয়ালে দেয়ালে দেখা যাচ্ছে নাহেল হত্যার বিচার চেয়ে লাল-কালো রঙে লেখা শ্লোগান – তরুণরা এভাবেই দেয়াল লিখন দিয়ে প্রকাশ করেছে তাদের ক্রোধ।
এখানকার কিছু বাসিন্দার সাথে কথা বলেছেন বিবিসির সংবাদদাতা মুরাদ শিশানি।এ বাসিন্দারা স্পষ্টতই পুলিশ বা সংবাদ-মাধ্যম – কাউকেই বিশ্বাস করে না। একটি তরুণ চিৎকার করে সাংবাদিকদের এলাকা ছেড়ে চলে যেতে বললো। সূত্র; বিবিসি বাংলা।