আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২৩

ইউক্রেন যুদ্ধ পুতিনের জন্য ধ্বংসাত্মক: সিআইএ প্রধান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে ইউক্রেন যুদ্ধ ‘ধ্বংসাত্মক’ প্রভাব ফেলছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নস। এ যুদ্ধ নিয়ে রাশিয়ায় অসন্তোষ সিআইএ’ র জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহের নতুন সুযোগ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন তিনি। শনিবার যুক্তরাজ্যের ডিচলে ফাউন্ডেশনে বক্তব্য দেওয়ার সময় সিআইএ প্রধান এসব কথা বলেন। খবর দ্য গার্ডিয়ানের-রাশিয়ার ভাড়াটে সেনাদলের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন এক সপ্তাহ আগেই রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর উইলিয়াম বার্নস ইউক্রেন যুদ্ধ এবং পুতিনকে নিয়ে এমন কথা বললেন।তিনি ইউক্রেনে পুতিনের হামলা চালানোর বিষয়টি ‘আজকে আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য সবচেয়ে জরুরি ও তীব্র ভূরাজনৈতিক চ্যালেঞ্জ’ হিসেবে আবির্ভূত হয়েছে বলেও মন্তব্য করেন। সূত্র: সমকাল

কিশোরের মৃত্যুর জেরে দাঙ্গা
ফ্রান্সে লুটপাট-অগ্নিসংযোগ থামছে না
► মেয়রের বাড়িতে হামলা ► ফ্রান্সজুড়ে প্রায় ৪৫ হাজার পুলিশ মোতায়েন ► যানবাহন চলাচলে বিধি-নিষেধ ► নাগরিকদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন দেশের উদ্বেগ

পুলিশের গুলিতে কিশোর নাহেলের (১৭) মৃত্যুর জেরে ফ্রান্সে উদ্ভূত সহিংসতার ঘটনায় শনিবার দিবাগত রাতে আরো কয়েক শ লোককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর এ নিয়ে পঞ্চম রাত পর্যন্ত চলছে গ্রেপ্তার অভিযান। গত মঙ্গলবার আলজেরীয়-মরোক্কান বংশোদ্ভূত ফরাসি ওই কিশোরের মৃত্যুর ঘটনায় সৃষ্ট দাঙ্গা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের মধ্যে থাকা কিশোর ও তরুণরা সড়কের বিভিন্ন গাড়িতে অগ্নিসংযোগ করার পাশাপাশি বিভিন্ন ভবনে হামলা-ভাঙচুর চালাচ্ছে।পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়েছে তারা।
শনিবার রাজধানী প্যারিসের পাশে নঁতেরে এলাকায় নাহেলের নিজ শহরে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এ সময় তার বাড়িতে বহু মানুষ ভিড় জমায়। নাহেলের দাফনকার্যের আনুষ্ঠানিকতা শেষ করার পরদিন গতকাল রবিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা আরো ৭১৯ জনকে গ্রেপ্তার করেছে। আগের রাতে প্রায় এক হাজার ৩০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। মন্ত্রণালয় বলছে, বিক্ষোভকারীদের হামলায় পুলিশসহ আধাসামরিক বাহিনীর প্রায় ৪৫ জন আহত হয়েছেন। অগ্নিসংযোগ করা হয়েছে ৫৭৭টি যানবাহন ও ৭৪টি ভবনে। এ ছাড়া সড়ক ও বিভিন্ন স্থান মিলিয়ে ৮৭১টি জায়গায় বিক্ষোভকারীরা অগ্নিসংযোগ করেছে। সূত্র: কালের কণ্ঠ

সুইডেনে রাষ্ট্রদূত পাঠাবে না ইরান

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার জেরে দেশটিতে নতুন রাষ্ট্রদূত পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। পবিত্র ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে পবিত্র কোরআনের একটি কপিতে আগুন দেন সালওয়ান মোমিকা নামের এক ব্যক্তি।
সালওয়ান ইরাকি বংশোদ্ভূত আশ্রয়প্রার্থী বলে জানা গেছে। গত সপ্তাহে সুইডিশ পুলিশ তাঁর বিরুদ্ধে উত্তেজনা তৈরির অভিযোগ এনেছে।সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় মুসলিম বিশ্বে নিন্দা-প্রতিবাদের ঝড় বইছে। এ ঘটনার জন্য সুইডিশ সরকারকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান।ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুইডেনে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করা সত্ত্বেও তাঁকে সে দেশে পাঠাবে না তেহরান। সূত্র: প্রথম আলো

Nagad

নিক্কেই এশিয়ার প্রতিবেদন
চীনের ড্রোন কিনছে রাশিয়া

ইউক্রেনে আক্রমণের জন্য চীনা কোম্পানির কাছ থেকে বেসামরিক ড্রোন কিনছে রাশিয়া। রুশ কোম্পানিগুলো মার্চ ২০২২ থেকে মে ২০২৩ পর্যন্ত রাশিয়ায় কমপক্ষে ৩০ হাজার ড্রোন কিনেছে। যার মূল্য ৩২ মিলিয়ন ডলারেরও বেশি। ডিসেম্বর ২০২২ থেকে এপ্রিল ২০২৩-এর মধ্যে কমপক্ষে ৩৭টি চীনা চালকবিহীন আকাশযান কিনেছে। যার মূল্য ছিল ১ লাখ ৩ হাজার ডলার। রোববার জাপানের শীর্ষস্থানীয় সাপ্তাহিক ম্যাগাজিন নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চীন থেকে অস্ত্র আমদানি বাড়িয়েছে রাশিয়া। তবে বেইজিং বারবার বিষয়টি অস্বীকার করেছে। নিক্কেই অনুসন্ধানে দেখা গেছে, রুশ কোম্পানিগুলো গোপনে কাস্টমস কাগজপত্র পূরণ করছে ড্রোন আমদানির জন্য। যার মধ্যে মার্কিন সংস্থা ডিজেআইও সম্পৃক্ত রয়েছে। ভারতীয় কোম্পানি এক্সিম ট্রেড ডেটা ও এক্সপোর্ট জিনিয়াসসহ একাধিক উৎস থেকে রুশদের কাস্টমস রেকর্ডগুলো সংগ্রহ ও বিশ্লেষণ করেছে নিক্কেই। সূত্র: যুগান্তর

কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর মেয়র

কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর দক্ষিণাঞ্চলের সান পেড্রো হুয়ামেলুলা শহরের মেয়র। মেয়রের নাম ভিক্টর হুগো সোসা আর তার বিয়ের কনে কুমিরের নাম অ্যালিসিয়া অ্যাড্রিয়ানা। গতকাল রোববার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। তবে কুমিরকে বিয়ে করেন মেয়র কিন্তু সত্যি সত্যি এর সঙ্গে সংসার করবেন না। প্রতিবেদনে বলা হয়েছে, নগরবাসীর সৌভাগ্য ফিরিয়ে নিয়ে আসার জন্য ঐতিহ্যবাহী আচার-আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কুমিরটিকে বিয়ে করেছেন মেয়র সোসা।বিয়ে উপলক্ষে কুমিরটিকে মেক্সিকোর ঐতিহ্য অনুযায়ী নববধূর সাজে সাজানো হয়। বিয়ের আগে কুমিরটিকে ঘরে ঘরে নিয়ে যাওয়া হয়। যেন নগরবাসী কুমিরটিকে দুই বাহুতে নিয়ে নাচতে পারে। তবে বিয়ের আগে দুর্ঘটনা এড়াতে কুমিরটির মুখ বেঁধে রাখা হয়। পরে তাকে বিয়ের আনুষ্ঠানিকতার জন্য শহর মিলনায়তনে নেয়া হয়।আচার-আনুষ্ঠানিকতার অংশ হিসেবে স্থানীয় এক জেলে জাল ছুড়ে মারেন। তিনি সুর করে প্রার্থনা করেন। প্রার্থনায় বলা হয়, এ বিয়ের ফলে যেন ভালো সংখ্যক মাছ ধরা পড়ে। যার মধ্য দিয়ে শহরে সমৃদ্ধি, ভারসাম্য ও শান্তি আসে। সূত্র: দৈনিক বাংলা।

আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন পুতিন
নতুন সতর্কবার্তা ইইউর

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তারা। তারা বলছেন, ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের বিদ্রোহের মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে। তা হলো রাজনৈতিকভাবে পুতিনকে যতটা দুর্বল মনে করা হচ্ছিল, তার চেয়ে বেশি দুর্বল। এ বিদ্রোহের কারণে তিনি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন। বেলজিয়ামের ব্রাসেলসে গত বৃহস্পতিবার ইইউর সম্মেলনে রাশিয়ার এই বিদ্রোহ নিয়ে আলোচনা হয়। সূত্র: বিডি প্রতিদিন।

শর্তসাপেক্ষে ন্যাটো সম্মেলনে যাবেন জেলেনস্কি
যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) এ বছরের শীর্ষ সম্মেলনে অতিথি সদস্য হিসেবে যোগ দেয়ার কথা ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে আগামী ১১-১২ জুলাই অনুষ্ঠিত হবে সম্মেলনটি। তবে এ সম্মেলনে যোগ দেয়ার ক্ষেত্রে ইউক্রেনের জন্য ন্যাটোর সদস্যপদ নিশ্চিতের শর্তজুড়ে দিয়েছে ইউক্রেন। খবর রয়টার্স। উত্তর ইউরোপের দেশ এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে এক সংবাদ সম্মেলনে সম্প্রতি ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, ‘রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধ শেষ হওয়ার পরই ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেয়ার ব্যাপারটি বিবেচনা করা হবে, তার আগে নয়।’ একই সঙ্গে স্টলটেনবার্গ জানিয়েছেন, ন্যাটোর সদস্যপদ পেতে ইউক্রেনকে অবশ্যই এ যুদ্ধে বিজয়ী হতে হবে। সূত্র; বণিক বার্তা।

ফ্রান্সে নিহত কিশোরের দাদির আহ্বান, ‘সহিংসতা বন্ধ করুন’

প্যারিসের শহরতলীতে পুলিশের গুলিতে নিহত কিশোরের দাদি বলেছেন, তিনি চান তার নাতির হত্যাকাণ্ডকে ঘিরে ফ্রান্সজুড়ে চলা দাঙ্গা বন্ধ হউক। টানা ষষ্ঠ রাতজুড়েও অস্থিরতা অব্যাহত থাকতে পারে, এমন শঙ্কা বিরাজ করার কারণে রোববার রাতেও ফ্রান্সজুড়ে প্রায় ৪৫ হাজার পুলিশ মোতায়েন করা হয় বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেগাল্ড দাগমানা। দাঙ্গাকারীরা রাজধানী প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে বহু গাড়ি পুড়িয়েছে, দোকানপাট লুটপাট করার পাশাপাশি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। তারা নগরীর টাউন হল ও পুলিশ স্টেশনগুলোকে লক্ষ্যস্থল করেছে, হামলা চালিয়েছে প্যারিসের শহরতলীর এক মেয়রের বাড়িতে যখন তার স্ত্রী ও সন্তানরা ভেতরে ঘুমিয়ে ছিলেন। সূত্র: বিডি নিউজ

 

উধাও রুশ জেনারেল সের্গেই সুরোভিকি কোথায়?

জেনারেল সের্গেই সুরোভিকিন রুশ সেনাবাহিনীর একজন শীর্ষস্থানীয় কম্যান্ডার। কিন্তু সপ্তাহ-খানেক আগে ওয়াগনার ভাড়াটে বাহিনীর ব্যর্থ বিদ্রোহের পর থেকে তিনি লাপাত্তা। অভিযোগ রয়েছে সিরিয়ার গৃহযুদ্ধে জেনারেল সুরোভিকিন নিষ্ঠুর এক সামরিক কৌশল নিয়ে সরকার-বিরোধীদের কাবু করেছিলেন। সে কারণে তাকে অনেকেই বলেন ‘জেনারেল আরমাগেডন’ অর্থাৎ চূড়ান্ত যুদ্ধের জেনারেল। ওয়াগনারের সাথে সুরোভিকিনের সম্পর্ক কী?
জেনারেল সুরোভিকিন রুশ বিমান ও মহাকাশ প্রতিরক্ষা বাহিনীর কম্যান্ডার। রাশিয়ার ইউক্রেন অপারেশনের ডেপুটি কম্যান্ডার তিনি।গত বছর অক্টোবর থেকে এবছরের জানুয়ারি পর্যন্ত তিনি ইউক্রেনে রুশ বাহিনীর সার্বিক দায়িত্বে ছিলেন। কিন্তু তারপর তার পদাবনতি হয়।২৪ জুন ওয়াগনার বাহিনীর সৈন্যরা মস্কোর দিকে যাত্রা শুরু করলে এক ভিডিও ফুটেজে দেখা যায় “প্রেসিডেন্ট পুতিনের কম্যান্ড এবং ইচ্ছার” প্রতি অনুগত থাকার জন্য জে. সুরোভিকিন তাদের প্রতি আহ্বান জানাচ্ছেন। সে সময় তার ইউনিফর্মে এমন কোনো প্রতীক ছিল না যাতে তার র‍্যাঙ্ক বোঝা যায়। মুখের ভাব এবং কথায় তাকে অসংলগ্ন দেখাচ্ছিল। মনে হচ্ছিল তিনি যেন কোনো চাপে রয়েছেন।এর পর থেকে তাকে আর দেখা যায়নি। কোনো খবর নেই। সূত্র: বিবিসি বাংলা।

এক বছরে ওয়াগনারকে কত টাকা দিয়েছে রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াড়নারের সৈন্যদের সরকারিভাবে পূর্ণ অর্থায়ন করা হতো। পুতিনের হিসাবে, শুধু বেতন ও বোনাস বাবদ ২০২২ সালের মে মাস থেকে গত মে পর্যন্ত ওয়াগনারকে ৮৬ দশমিক ২৬২ বিলিয়ন রুবল (১০০ কোটি মার্কিন ডলার) দিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সরকারি বাজেট থেকে ওয়াগনারকে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়।ভ্লাদিমির পুতিন বলেন, ওয়াগনারকে কীভাবে সরকারিভাবে বরাদ্দ করা এই অর্থ দেওয়া হয়েছে এবং ওয়াগনারপ্রধান সরকারি এই অর্থ কীভাবে ব্যয় করেছেন, তা কর্তৃপক্ষ খতিয়ে দেখবে।বিদ্রোহের পর রুশ প্রেসিডেন্ট বলেন, আমরা সবসময় ওয়াগনার যোদ্ধা ও তাদের কমান্ডারদের সম্মান জানিয়েছি। কারণ, তারা সবসময় সত্যিকার অর্থেই সাহসিকতা ও বীরত্বের প্রমাণ দিয়ে এসেছেন। সূত্র: কালবেলা