প্রান্তিক জনপদের কম ভাগ্যবান জনগোষ্ঠীর উন্নয়নে এগিয়ে আসা জরুরি: বিদ্যুৎ বড়ুয়া

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৩

চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেছেন- প্রান্তিক জনপদের কম সৌভাগ্যবান জনগোষ্ঠীর উন্নয়নে এগিয়ে আসা জরুরি। সমাজের পিছিয়ে পড়া জনপদের কম সৌভাগ্যবান মানুষের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিতে পাশে দাঁড়িয়েছে ওব্যাট হেল্পার্স।

তিনি বলেন, পিছিয়ে পড়া জনপদের শিশুদের শিক্ষা দীক্ষায় এগিয়ে নিতে স্বপ্নচাষী’র মত শিক্ষায়তনের গুরুত্ব অত্যধিক। এর পাশাপাশি অভিভাবকদেরও উচিত তাদের সন্তানদের লেখাপড়ার প্রতি নজর রেখে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতে সোচ্চার ভুমিকা রাখা। তবেই প্রান্তিক জনপদের শিশুরাও সমাজের মূলস্রোতে অংশগ্রহণের সুযোগ পাবে।

চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোডস্থ এসডিজি ইয়ুথ ফোরাম পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যায়তন “স্বপ্নচাষী”তে ওব্যাট হেল্পার্স’র উদ্যোগে ঈদ উপহার হিসেবে প্রায় শতাধিক পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয় । ওব্যাট হেল্পার্স’র কান্ট্রি ম্যানেজার সোহেল আখতার খান’র সভাপতিত্বে ও এসডিজি ইয়ুথ ফোরাম’র দপ্তর সম্পাদক মিনহাজুর রহমান শিহাব’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ বিদ্যুৎ বড়ুয়া।

উদ্ভোধক ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবী লায়ন মোঃ জোনাব আলী, পূর্বাশার আলো’র কেন্দ্রীয় সভাপতি মোঃ আবু সাদেক, কলামিস্ট নেছার আহমেদ খান, এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, মুন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফয়সাল মুন, অজয় কর, মনির হোসেন, এমআরটি ক্লাব’র সভাপতি রায়হান ইসমাইল, সাধারণ সম্পাদক এহতেশামুল হক, স্বপ্নচাষীর শিক্ষক তানিয়া আক্তার প্রমুখ।

লায়ন জোনাব আলী বলেন, অবহেলিত জনগোষ্ঠীর সামগ্রিক উন্নয়নে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করলে তারা উদ্বুদ্ধ হবে যা তাদের সুস্থ মানসিকতা বিকাশে সহায়তা করবে।

সোহেল আখতার খান বলেন, ওব্যাট হেল্পার্স সর্বদা কম সৌভাগ্যবানদের পাশে থেকে তাদের মুখে হাসি ফোটাতে প্রয়াসী। তাই প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন প্রান্তিক এলাকায় দরিদ্র অসহায় পরিবারের মাঝে ঈদের উপহার তুলে দিতে এমন উদ্যোগ।

Nagad