চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্মেলন ৩১ জুলাই
দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন। ৩১ জুলাই সম্মেলন হওয়ার কথা রয়েছে।
আজ মঙ্গলবার (২৭ জুন) নগরীর থিয়েটার ইনস্টিটিউটে মহানগর আওয়ামী লীগের এক সভায় এই সিদ্ধান্ত হয়। নগরীর কিং অফ চিটাগাং কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।


মহানগর আওয়ামী লীগ সূ্ত্র বলছে, রোববার (২৫ জুন) ইপিজেড থানা আওয়ামী লীগের সম্মেলনের দিন চট্টগ্রামে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন মহানগর আওয়ামী লীগের সম্মেলন নিয়ে আলোচনা করেন। এরপর কার্যকরী কমিটির সভায় ৩১ জুলাই সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।
সভায় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীকে সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনকে সদস্যসচিব নির্বাচিত করা হয়।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি কর্পোরেশন কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘মঙ্গলবার সকালে ওয়ার্কিং কমিটির সভায় ৩১ জুলাই সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কারণ আগস্টে সম্মেলন করা যাবে না। আগস্টের পর আন্দোলন সংগ্রাম শুরু হবে। তাই কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় সুবিধাজনক সময়ে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।’
২০০৫ সালে সর্বশেষ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। এতে সভাপতি-সাধারণ সম্পাদক হয়েছিলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী ও কাজী ইনামুল হক দানু।
সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, এম জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সম্পাদক মণ্ডলীর সদস্য আবদুচ সালাম, সংসদ সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের প্রমুখ।