আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৩

টাইটান যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরই বিস্ফোরণের শব্দ শনাক্ত করে মার্কিন নৌবাহিনী

‘টাইটান’ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই বিস্ফোরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শব্দ শনাক্ত করেছিল মার্কিন নৌবাহিনী। মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পাঁচ আরোহী নিয়ে গত রোববার আটলান্টিক মহাসাগরের তলদেশের উদ্দেশে যাত্রা করেছিল টাইটান নামের সাবমেরিনটি। সমুদ্রপৃষ্ঠ থেকে তলদেশের উদ্দেশে যাত্রা শুরুর পৌনে দুই ঘণ্টার মাথায় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সাবমেরিনটির। চার দিন মহাসাগরের তলদেশে ব্যাপক তল্লাশির পর গতকাল বৃহস্পতিবার সাবমেরিনটির ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানান উদ্ধারকারীরা।যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এক সংবাদ সম্মেলনে জানায়, আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের আশপাশে টাইটানের ধ্বংসাবশেষ পাওয়া যায়। সাবমেরিনটি বিস্ফোরিত হয়েছে ধারণা করা হচ্ছে। সূত্র: প্রথম আলো

মোদির যুক্তরাষ্ট্র সফর
ভারতে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরির ঘোষণা

ভারতের বিমানবাহিনীর জন্য যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরিতে মার্কিন কম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর (এমওইউ) করেছে ভারতীয় কর্তৃপক্ষ। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিনে গতকাল বৃহস্পতিবার এটি স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্রের বহুজাতিক কম্পানি জেনারেল ইলেকট্রনিকের (জিই) এরোস্পেস শাখার সঙ্গে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের এই সমঝোতা হয়। রাষ্ট্রীয় সূত্র অনুযায়ী ভারতের গণমাধ্যম জানায়, ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান হিন্দুস্তান এরোনটিকস লিমিটেড (হাল) এবং জিই এই সমঝোতায় পৌঁছেছে।
এতে যৌথ উদ্যোগে এফ৪১৪ বিমানের ইঞ্জিন নির্মাণের কথা বলা হয়েছে। বলা হচ্ছে, ভারতীয় প্রধানমন্ত্রীর সফরকালে এই সমঝোতা দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার অন্যতম অগ্রগতির প্রতীক। এ ছাড়া এটি মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ তথা ‘ভারতে নির্মাণ করুন’ উদ্যোগেরও বড় একটি নিদর্শন। সূত্র: কালের কণ্ঠ

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সন্ত্রাসী হামলার পরিকল্পনা রাশিয়ার
জেলেনস্কির দাবি রাশিয়ার অস্বীকার

জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছে রাশিয়া। গোয়েন্দা সংস্থার পাওয়া তথ্যের বরাতে এমন দাবিই করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টেলিগ্রাম পোস্টে জেলেনস্কি লিখেছেন, ‘গোয়েন্দারা তথ্য পেয়েছে যে, রাশিয়া ঝাপোরিঝঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে সন্ত্রাসী হামলা চালানোর মতো বিষয়ে বিবেচনা করছে। আর এ জন্য তারা (রুশরা) সব ধরনের প্রস্তুতিও নিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি তাদের আরও একবার বলতে চাই, দুর্ভাগ্যজনকভাবে তেজস্ক্রিয়তা কোনো সীমান্ত বোঝে না। এটা কেবল বাতাসের গতিবিধি বুঝেই ছড়িয়ে পড়ে।’জেলেনস্কি জানিয়েছেন, এবিষয়ক বিশদ তথ্য তিনি আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে শেয়ার করবেন। তবে জেলেনস্কির এ দাবি পুরোপুরি মিথ্যা বলে নাকচ করে দিয়েছে রুশ প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয় ক্রেমলিন। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এটা ইউক্রেনের আরেকটা মিথ্যাচার। আন্তর্জাতিক আণবিক সংস্থাকেও ঘটনাস্থল পরিদর্শন করার আহ্বান জানিয়েছে রাশিয়া। অন্যদিকে পরমাণু বিশেষজ্ঞরা বলছেন, ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালালে তার ফল হবে ভয়াবহ। তাই যুদ্ধ জয়ের বাতিকে বিভোর না হয়ে দুই পক্ষেই সাবধানী হতে হবে। এদিকে, ইউক্রেন বাহিনী ক্রিমিয়ার সঙ্গে সংযোগকারী একটি সেতু ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। বুধবার এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাশিয়ানদের কাছে এ সেতুটি চোনহার সেতু নামে পরিচিত। একে ক্রিমিয়ার গেটও বলা হয়ে থাকে। ক্রিমিয়ার সঙ্গে যোগাযোগের জন্য শর্টকাট হিসেবে এ পথ ব্যবহার করে আসছিল রাশিয়া। এ ছাড়া এটি ক্রিমিয়া ও ইউক্রেনের অন্যান্য অঞ্চলে সেনা এবং রসদ সরবরাহেও ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু হামলার কারণে রাশিয়ার নিয়ন্ত্রিত খেরসন অঞ্চল থেকে ক্রিমিয়ায় যেতে অন্য পথ ব্যবহার করতে হচ্ছে। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

বোমা মেরে ফিলিস্তিনির ঘর উড়াল ইসরাইল

ফিলিস্তিনের পশ্চিমতীরে বোমা মেরে কামাল জুরি নামের এক ফিলিস্তিনির ঘর উড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার সকালে পশ্চিম তীরের নাবলুস শহরের তিল এলাকায় এ ঘটনা ঘটে। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার বাহিনীর একটি ইঞ্জিনিয়ারিং ইউনিট কামালের ঘরে এ হামলা চালায়। তার ঘর ছিল একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায়। এ ঘটনায় ফিলিস্তিনি ও দখলদার বাহিনীর মাঝে ধাওয়া-পালটাধাওয়া হয়। এ সময় ইসরাইল বাহিনী গুলি, বোমা ও টিয়ার শেল নিক্ষেপ করে। অপরদিকে ফিলিস্তিনিরা পাথর ছুড়ে তাদের মোকাবিলা করে। সূত্র; যুগান্তর

পরিবেশ আইন ভেঙে প্রাসাদ, জরিমানার সম্মুখীন নেইমার

পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে রিও ডি জেনিরোতে নেইমার জুনিয়রের বানানো একটি প্রাসাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আইন ভঙ্গ করে এবং পরিবেশ পর্যবেক্ষণ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিলাসবহুল ওই প্রাসাদ বানানোয় তাকে ও তার বাবাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত হবে এবং নেইমার ও তার বাবা দোষী প্রমাণিত হলে প্রায় এক মিলিয়ন ইউএস ডলার (পাঁচ মিলিয়ন ব্রাজিলিয়ান মুদ্রা) জরিমানা করা হতে পারে। রিও ডি জেনিরোর মেয়রের অফিস জানিয়েছেন, দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মেয়রের অফিস থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, নেইমারের নির্মাণাধীন প্রাসাদটি রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দূরে। কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছে, নির্মাণাধীন বিলাসবহুল ওই ভবনে পরিবেশ আইনের সঙ্গে সাংঘর্ষিক অনেকগুলো বিষয় তারা টের পেয়েছেন। যেমন- কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ওই প্রাসাদ নির্মাণে নদীর পানি ব্যবহার করা হয়েছে। পানির প্রবাহ পরিবর্তন করা হয়েছে। অনুমতি ছাড়া সৈকতের বালি ব্যবহার করা হয়েছে। অনুমতি ছাড়া মাটি খনন ছাড়াও শিলা-পাথর সরানো হয়েছে। সূত্র: সমকাল

গবেষকদের পূর্বাভাস
২০৫০ সালে ডায়াবেটিসে ভুগবে ১৩০ কোটির বেশি মানুষ
বিশ্বব্যাপী ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের সংখ্যা ২০৫০ সাল নাগাদ দ্বিগুণেরও বেশি হবে। ক্রমবর্ধমান স্থূলতা ও স্বাস্থ্য বৈষম্য বৃদ্ধি এর জন্য দায়ী। সাম্প্রতিক এক গবেষণায় এসব কথা বলেছেন বিজ্ঞানীরা। খবর দ্য গার্ডিয়ান।২০২১ সালে রোগীর সংখ্যা ছিল ৫২ কোটি ৯০ লাখ। পূর্বাভাস অনুযায়ী, যা ২০৫০ সাল নাগাদ ১৩০ কোটির বেশি হবে। এছাড়া পরবর্তী ৩০ বছরে কোনো দেশেই ডায়াবেটিসের হার কমার কোনো লক্ষণ নেই। দ্য ল্যানসেট, দ্য ল্যানসেট ডায়াবেটিস ও এন্ডোক্রিনোলজি জার্নালে এই গবেষণা প্রকাশিত হয়েছিল।এই পূর্বাভাসকে ‘উদ্বেগজনক’ অভিহিত করে বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের বেশির ভাগ রোগকে ছাড়িয়ে যাচ্ছে ডায়াবেটিস। যা মানুষ ও স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি উল্লেখযোগ্য হুমকি হিসেবে উপস্থিত হয়েছে।
জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা হবে প্রায় ৯৮০ কোটি। সে হিসেবে তখন প্রতি ৭-৮ জনের মধ্যে একজন ডায়াবেটিস আক্রান্ত হবেন। সূত্র: বণিক বার্তা্

টিকে থাকতে ৩ হাজার মাইল পাড়ি শামুকের

ইংল্যান্ড থেকে ৩ হাজার মাইল পথ পাড়ি দিয়ে ৩ হাজার শামুক পৌঁছেছে বারমুডায়। এই দীর্ঘ যাত্রা ছিল বিলুপ্তপ্রায় বারমুডা ল্যান্ড শামুকের অস্তিত্ব রক্ষার। জানা যায়, উত্তর আটলান্টিক মহাসাগরের দীপপুঞ্জে এদের আদি নিবাস। কিন্তু গত পাঁচ দশকে এদের সংখ্যা এমন আশঙ্কাজনক হারে কমে যায় যে, মহাবিপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করা হয় এগুলোকে। এরপরই শুরু হয় বারমুডা শামুক রক্ষার আন্দোলন।২০১৭ সালে ইংল্যান্ডের চেস্টার চিড়িয়াখানার প্রাণিবিজ্ঞানী জেরাডো গার্সিয়ার কাছে এই প্রজাতির ৬০টি শামুক পাঠানো হয়। বিলুপ্তি ঠেকাতে গার্সিয়া গবেষণাগারে এই শামুকগুলোকে নিয়ে কাজ করতে থাকেন। এরপর সেখানেই সফল প্রজননের মাধ্যমে ক্রমশ বাড়তে থাকে তাদের সংখ্যা। সূত্র: দৈনিক বাংলা।

শিশু হত্যায় জাতিসংঘের লজ্জার তালিকায় রাশিয়া, নেই ইসরায়েলের নাম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শত শত শিশু হত্যা ও পঙ্গু করার অপরাধে রাশিয়ার সামরিক ও সহযোগী সশস্ত্র গোষ্ঠীকে “লজ্জার তালিকায়” রেখেছে জাতিসংঘ। কিন্তু গত বছর ৪০টিরও বেশি ফিলিস্তিনি শিশুকে হত্যা করা সত্ত্বেও তালিকা থেকে বাদ পড়েছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনি শিশুদের হত্যা ও পঙ্গু করার ঘটনায় ইসরায়েলকে জাতিসংঘের কালো তালিকাভুক্ত করতে বারবার অনুরোধ জানিয়ে আসছিল মানবাধিকার সংস্থাগুলো। কিন্তু ইসরায়েলি বাহিনীকে তালিকা থেকে বাদ দিয়ে ফিলিস্তিনি শিশুদের ‘অপমান’ করেছেন বলে বিভিন্নভাবে সমালোচিত হচ্ছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের লজ্জা তালিকা থেকে ইসরায়েলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে একটি “বড় ভুল” বলে অভিহিত করেছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। সূত্র: দেশ রুপান্তর

জিল বাইডেনকে মোদির সবুজ হীরা উপহার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। যুক্তরাষ্ট্র যাওয়ার সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও এই সফরে ফার্স্টলেডি জিল বাইডেনের জন্য ভারত থেকে নিয়ে যান বাছাই করা বেশ কিছু উপহার। স্থানীয় সময় গত বুধবার তাদের হাতে সেই উপহারগুলো তুলে দেন মোদি। অন্যদিকে বাইডেন ও তার স্ত্রীও ভারতের প্রধানমন্ত্রীকে নানা উপহার দিয়ে সম্মাননা জানান। খবর এনডিটিভির।

বুধবার ওয়াশিংটন ডিসিতে পৌঁছান মোদি। এর পরই ভার্জিনিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে জিল বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তারপর হোয়াইট হাউসে যান মোদি। সেখানে ভারতের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান সস্ত্রীক বাইডেন। এরপর তিনি বাইডেন এবং তার স্ত্রীর হাতে ভারত থেকে নিয়ে যাওয়া বাছাই করা উপহার তুলে দেন।উপহারগুলোর মধ্যে জিল বাইডেনের জন্য একটি সবুজ হীরা। কাশ্মীরে তৈরি একটি বাক্সের মধ্যে ছিল সাড়ে সাত ক্যারেটের হীরাটি। বাইডেনকে দেন উপনিষদের ১০টি মূলমন্ত্র বইটির প্রথম সংস্করণ। ছিল বিশেষ চন্দন বাক্স। বাক্সটি তৈরি করেছেন রাজস্থানের জয়পুরের এক দক্ষ কারিগর। কর্ণাটকের মহীশুরে চন্দনকাঠ দিয়ে তৈরি এ ই বাক্সে সুনিপুণভাবে খোদাই করা হয়েছে ভারতীয় প্রাণী ও উদ্ভিদের বিভিন্ন প্রতিকৃতি। এ ছাড়া বাক্সে ছিল রুপোর গণেশ মূর্তি, রুপোর প্রদীপ, তামার প্লেট ও হাতে তৈরি দশটি রুপোর বাক্স। রুপোর গণেশ মূর্তি ও প্রদীপ কলকাতার কারিগরদের হাতে তৈরি। শ্লোক লেখা তামার পাত্রটি তৈরি উত্তরপ্রদেশে। উপহারের মধ্যে ছিল মেহীশুরের সুগন্ধি চন্দনের টুকরো, তামিলনাড়ুর তিল, রাজস্থানের ২৪ ক্যারাট খাঁটি হলমার্কযুক্ত সোনার মুদ্রা, পাঞ্জাবের তৈরি ঘি, ঝাড়খণ্ডের তসর সিল্কের কাপড়, উত্তরাখণ্ডের চাল, মহারাষ্ট্রের গুড়, রাজস্থানের ৯৯.৫% খাঁটি এবং হলমার্কযুক্ত রুপোর মুদ্রা, গুজরাটের লবণ। অন্যদিকে মোদিকেও বহুমূল্য উপহার তুলে দেন বাইডেন ও তার স্ত্রী। ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীকে একটি ভিনটেজ ক্যামেরা উপহার দেন বাইডেন। এটার সঙ্গে রয়েছে জর্জ ইস্টম্যানের মুদ্রিত প্রথম কোডাক ক্যামেরার ফ্যাসিমাইল প্রিন্ট। আরও ছিল অ্যান্টিক আমেরিকান বই, ভিন্টেজ আমেরিকান ক্যামেরা, আমেরিকার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির বই। সূত্র: কাল বেলা ্

টাইটান ডুবোযানের নিরাপত্তা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল

নিখোঁজ হওয়া টাইটান ডুবোযানটি যে কোম্পানি চালায় সেই ওশানগেটের এক সাবেক কর্মকর্তা ২০১৮ সালেই এর নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। যুক্তরাষ্ট্রের আদালতের কিছু নথিতে দেখা যায় ডেভিড লকরিজ, কোম্পানিটির মেরিন অপারেশনের পরিচালক তার এক প্রতিবেদনে তিনি এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তুলে ধরেন।প্রতিবেদনে বলা হয় “অনেকগুলো জায়গা শনাক্ত করা হয়েছে যা নিরাপত্তার জন্য গুরুতর হুমকি” এবং একইসাথে এটা যেভাবে পরীক্ষা করা হয়েছে সে নিয়েও প্রশ্ন তোলা হয়।মি. লকরিজ “এই ডুবোযান যখন পানির একেবারে গভীরে যাবে তখন সেখানে থাকা যাত্রীদের জন্য সেটি মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে বলে মত দেন”। তিনি বলেন তার এই সতর্কতা উপেক্ষা করা হয় এবং তিনি যখন ওশানগেট বসের সাথে বৈঠক ডাকেন তখন তাকে চাকরিচ্যুত করা হয় বলে এই নথি থেকে জানা যায়।কোম্পানি তার বিরুদ্ধে গোপনীয় তথ্য প্রকাশের অভিযোগে মামলা করে, আর তিনিও পাল্টা মামলা করেন তাকে অনৈতিকভাবে ছাঁটাই করার জন্য। পরে দুপক্ষই মামলার বিষয়টি নিয়ে সমঝোতায় আসে তবে আমরা তার বিস্তারিত কিছু জানতে পারিনি। সূত্র: বিবিসি বাংলা।