ঝিনাইদহ জেলা আ. লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ প্রতিনিধি:
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, জুন ২২, ২০২৩

ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামীলীগ ।

জানা যায়, গতবছর ২০২২ সালের ১৩ নভেম্বর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই দিন শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছিলেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলন অনুষ্ঠানের ৫ মাস পরে সংসদ-সদস্য আব্দুল হাইকে সভাপতি ও সাইদুল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক করে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৯ জুন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এতে স্বাক্ষর করেন।

প্রাপ্ত তথ্যমতে সভাপতি ও সম্পাদকসহ ৭৫ সদস্যর কমিটির ৭৩ জনের নাম প্রকাশ করা হয়েছে। সহসভাপতির একটি ও উপ-প্রচার সম্পাদকের পদ শূন্য রাখা হয়েছে। অন্তত ১৫ জন সাবেক ছাত্র নেতা নতুন কমিটিতে স্থান পেয়েছেন। এছাড়া বেশিরভাগ সদস্য ২০১৫ সালে গঠিত জেলা কমিটিতে ছিলেন। পুরাতনদের মধ্যে যারা বাদ পড়েছেন তাদের মধ্যে অন্যতম মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুর রশীদ।

ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামীলীগ । প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের দলীয় সভানেত্রী শেখ হাসিনা যাদের উপর আস্থা রেখেছেন তারাই জেলা কমিটিেতে স্থান পেয়েছে । তরুণ নেতৃত্বকে সুযোগ দিয়েছেন তিনি।