গোয়েন্দা সংস্থা ‘র’-এর নতুন প্রধান রবি সিনহা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২৩

ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রবি সিনহা। আগামী দুই বছর এই পদে দায়িত্ব পালন করবেন তিনি। তিনি সংস্থাটির বর্তমান প্রধান সামন্ত কুমার গোয়েলের স্থলাভিষিক্ত হবেন।

সোমবার (১৯ জুন) দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ-সংক্রান্ত কমিটি পরবর্তী ‘র’ প্রধান হিসেবে রবি সিনহাকে মনোনীত করে। খবর এনডিটিভির।

আগামী ৩০ জুন অবসরে যাচ্ছেন সামন্ত। এরপরই দায়িত্ব বুঝে নেবেন ছত্তিশগড় ক্যাডারের ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার রবি। বর্তমানে তিনি ক্যাবিনেট সচিবালয়ের বিশেষ সচিব পদে কর্মরত।

গত দুই দশক ধরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় কর্মরত রবি অতীতে ‘র’-এর অপারেশনাল উইংয়ের প্রধান ছিলেন। সামন্ত কুমার গোয়েল ১৯৮৪ ব্যাচের আইপিএস কর্মকর্তা। তিনি পাঞ্জাব ক্যাডার থেকে এসেছেন।