১৯ জুন: ইতিহাসের আজকের এই দিনে বঙ্গবন্ধু
আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১৯ জুন ২০২৩, সোমবার।
১৯৭৫ সালের ১৯ জুন বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রথম বৈঠকে প্রদত্ত ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, “বিদেশ হইতে আমদানি করা ‘ইজম’ বা ‘সিস্টেম’ নহে দেশের মাটির সাথে সংযোগ রাখিয়া শোষণহীন সমাজ গড়িব।”


সারাদিন/১৯ জুন/এমবি