ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশন্স লিগের শিরোপা জিতল স্পেন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২৩

ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো নেশন্স লিগের শিরোপা জিতে নিয়েছে স্পেন। নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। কিন্তু লড়াইয়ের ধরনে তেমন কোনো পরিবর্তন এলো না। আক্রমণ-পাল্টা আক্রমণ চলল ঠিকই; কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষককে যথেষ্ট পরীক্ষায় ফেলতে পারল না কোনো দল। অবশেষে টাইব্রেকারে বাজিমাত করল স্পেন। উনাই সিমোনের অসাধারণ নৈপুণ্যে ক্রোয়েশিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নেশন্স লিগের শিরোপা জিতল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

রটারডামে রোববার (১৮জুন) ১২০ মিনিটের লড়াই গোলশূণ্যভাবে শেষ হওয়ার পর গড়ায় পেনাল্টি শুট আউটে। সেখানে ৫-৪ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয় লুইস দে লা ফুয়েন্তের দল।

২০১০ সালে বিশ্বকাপ জেতা স্পেন তিনবার ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতলেও নেশন্স কাপের শিরোপাটি অধরাই ছিল তাদের। এবার সেই শিরোপা জয়ের স্বাদও পেল তারা।